বাংলা একাডেমির ডিকশেনারি এখন মোবাইলে

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভালো আছে।

আজ যে মোবাইল সফটওয়্যারটি নিয়ে কথা বলব সেটি হল বাংলা একাডেমির ডিকশেনারি। সচরাচর আমরা মোবাইল এ যে সব সফটওয়্যার ইউস করি সেগুলোতে সব শব্দ খুজে পাওয়া যায় না। খুজে পেলেও অনেক সময় অর্থ ঠিক আছে কিনা সন্ধেহ হয়।আজ থেকে আর শব্দ খুজে পেতেও সমস্য হবে না শব্দের অর্থ নিয়েও কোন সন্দেহ থাকবে না।


কথা না বারিয়ে প্রথমে ডাউনলোড করে নেন সুন্দর আর সহজবোধ এই বাংলা একাডেমির ডিকশেনারিটি।

সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

যে যে সুবিধা পাবেন এই সফটওয়্যারটিতেঃ

১. সবার প্রথম যে সুবিধাটা পাবেন সেটা হলো-মোবাইলে বাংলা support করার দরকার নাই;

২. বাংলা একাডেমি ডিকশেনারি সব শব্দ খুজে পাবেন;

৩. বাংলার সাথে সাথে ইংরেজি অর্থও পাবেন;

৪. আগে যে যে শব্দ খুজেছেন তার history থাকবে;

৫. Favorites শব্দ সেভ করে রাখতে পারবে;

নিচের ছবি গুলো দেখলে আরও ভাল ভাবে সব বুজতে পারবে-

সফটওয়্যারটি খুবই সিম্পল তাই ইউস করতেও সমস্যা হবে না আশা করি।

ভালো থাকবেন সবাই

বিঃদ্রঃ লিখাটি প্রথম আমার ব্লগ এ প্রকাশিত হয়েছে।

আমি এক যাযাবর, আমি এক যাযাবর
পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।।

আমি গঙ্গার থেকে মিসিসিপি হয়ে ভলগার রূপ দেখেছি
অটোয়ার থেকে অস্ট্রিয়া হয়ে প‌্যারিসের ধূলো মেখেছি
আমি ইলোরার থেকে রং নিয়ে দূরে শিকাগো শহরে দিয়েছি
গালিবের শের তাশখন্দের মিনারে বসে শুনেছি।।

মার্ক টোয়েনের সমাধিতে বসে গোর্কির কথা বলেছি
বারে বারে আমি পথের টানেই পথকে করেছি ঘর
তাই আমি যাযাবর, তাই আমি যাযাবর।।

বহু যাযাবর লক্ষ্যবিহীন, আমার রয়েছে পণ
রঙের খনি যেখানে দেখেছি, রাঙিয়ে নিয়েছি মন
আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার সারি
তার ছায়াতেই দেখেছি অনেক গৃহহীন নরনারী
আমি দেখেছি অনেক গোলাপ-বকুল, ফুটে আছে থরে থরে
আবার দেখেছি না ফোটা ফুলের কলিরা, ঝরে গেছে অনাদরে
প্রেমহীন ভালোবাসা বেসে বেসে, ভেঙ্গেছি সুখের ঘর।।
পথের মানুষ আপন হয়েছে, আপন হয়েছে পর
তাই আমি যাযাবর, আমি এক যাযাবর।।

Level 0

আমি Emdadul Hoque। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 70 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি এক যাযাবর, আমি এক যাযাবর, পৃথিবী আমাকে আপন করেছে, ভুলেছি নিজের ঘর।। Emdadul Hoque


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

very nice, thank you.

Level 0

Good

অনলাইনে PTC সাইটে কাজ করছেন বা করতে চান। Paidverts,Ayuwage,Traffic Monsoon, Adfiver, Neobux, Littlebux ইত্যাদি সাইটে কাজ করার আগে একবার টিউন টি পড়ুন(পরে পস্তাবেন না): https://www.techtunes.io/?p=402219 .

Level 0

আপনার কাছে যদি বাংলা একাডেমী ডিকশনারি PC VERSION থাকে তাহলে শেয়ার করতে পারেন।

    আছে…অই বিষয়ে টিউন করব নেক্সট টাইম ইন্সাল্লহা…

দরকারী এপস