জিপিএস দিয়ে সিএনজির ভাড়া হিসাব করুন আর মিটার ট্যাম্পারিং ধরুন, গাড়ির গতি মাপুন

ঢাকা শহরে যারা জ্যাম ঠেলে বাসে উঠতে পারেন না কিংবা নিরিবিলি যেতে চান তাদের চলাফেরার জন্য হল সিএনজির অটোরিক্সা। কিছুদিন আগে পর্যন্ত ঢাকা শহরে সিএনজির ভাড়া নিয়ে চলত ক্যাচাল। মিটার থাকলেও কেউই মিটারে যেতে চায় তো না। পহেলা নভেম্বর থেকে বাংলাদেশ সরকার সিএনজিতে মিটার ব্যবহার বাধ্যতামূলক করে। এতে করে ভাড়া নিয়ে ক্যাচাল এখন অনেক কম। কিন্তু অসাধু লোকজন বসে নেই। অনেক মিটারই এখন ট্যাম্পার করা। তাই ভাড়া যা উঠার কথা তার চেয়ে উঠে অনেক বেশি।

 

মিটার ট্যাম্পারিং ধরবেন কিভাবে? 

একটা অ্যাপ আছে যেটার নাম হল CNG Meter BD. অ্যাপটা গুগল প্লে থেকে সার্চ করে কিংবা এই লিংক থেকে ইন্সটল করে নিতে পারবেন।

 

কিভাবে ব্যবহার করবেন?

 

১। প্রথমে আপনার মোবাইলের জিপিএস অন করুন

২। অন করার পর Start বাটনটা কিছুসময় পর এনাবল হবে। রিলায়েবল জিপিএস সিগন্যাল পাবার জন্য অপেক্ষা করে। অ্যাপএর ডানপাশে ওপরে সিগন্যাল স্ট্রেন্থ দেখায়। স্টেন্থ বেশি হলে হিসাবের একুরেসি বেশি হয়। ঘরের মধ্যে একুরেসি কম থাকে, আবার একুরেসি জিপিএসের কোয়ালিটির ওপর নির্ভর করে, ভাল সেটগুলার জিপিএস ভাল হয়।

৩। Start বাটনে চাপ দিলেই শুরু হয়ে যাবে।

৪। এটা চলার গতি, ওয়েটিং সময়, মোট ভাড়া ইত্যাদি দেখাবে।

৫। যারা সিএনজিতে চলাফেরা করেন না তারা এইটা দিয়ে গাড়ির গতি মাপতে পারবেন।

 

 

ভাড়া হিসাবের একুরেসি মোবাইলটির জিপিএস ডিভাইসের ওপর নির্ভর করে। একুরেসি যদি সবসময় Poor কিংবা Very Poor থাকে তাহলে সঠিক ভাড়া পাওয়া যাবেনা। সাধারনত ভাল সেট গুলার জিপিএস ভাল থাকে।

 

অ্যাপটির ফেসবুক পেজ লিংক এখানে

 

আশাকরি আপনাদের কাজে আসবে।

Level 0

আমি রাসেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস