সারা বিশ্বের তথ্য-প্রযুক্তির সর্বশেষ খবরা খবর জানুন একটি মাত্র অ্যাপস্ দিয়েই

সবাই কেমন আছেন?? আশা করি অনেক ভাল আজ আবার আপনাদের সামনে হাজির হলাম নতুন একটি টিউন নিয়ে আমার আজকের টিউন এর  বিষয়বস্তু হল সারা বিশ্বের তথ্য-প্রযুক্তির সর্বশেষ খবরা খবর জানার একটি অসাধারণ এন্ড্রয়েট অ্যাপস্ নিয়ে। বর্তমান সময়ের প্রযুক্তি প্রেমীরা সব সময় জানতে চায় সর্বশেষ প্রযুক্তির সংবাদটি। এজন্য রয়েছে তথ্য প্রযুক্তি বিষয়ক নানা ব্লগ সংবাদ মাধ্যম। তবে সবগুলো সংবাদ একত্রে পাওয়া বেশ কঠিন। ঘুরতে হয় নানা ওয়েবসাইট। যদি অ্যাপ্লিকেশনের মাধ্যমে প্রযুক্তির সব সংবাদ একত্রে পাওয়া যায় তাহলে মন্দ হয় না। তেমনি একটি অ্যাপ্লিকেশন হলোঅ্যাপিগিক

এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচার সমূহ:

. অ্যাপ্লিকেশনটিতে রয়েছে বিষয়ভিত্তিক সংবাদ নির্বাচনের সুবিধা

. অ্যানড্রয়েড, আইওএস, আইফোন, গ্যাজেট ইত্যাদি বিভাগ রয়েছে। ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী ক্যাটাগরিতে গিয়ে নির্দিষ্ট বিষয়ের সংবাদ পড়তে পারবেন

. অ্যাপটিতে রয়েছে নোটিফিকেশন সুবিধা। ফলে নতুন সংবাদ এলেই তা নোটিফিকেশনে জানিয়ে দেয় ব্যবহারকারীদের

. অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে হলে ইন্টারনেট সংযোগ লাগবে। কেননা সর্বশেষ সংবাদটি লোড হতে নেট লাগবে

. অ্যাপের ইন্টারফেসটি চমৎকার, রয়েছে  সংবাদ শেয়ারের সুবিধা

. অ্যাপটিতে রয়েছে উইজেট সুবিধা, ফলে হোম স্ক্রিন থেকেই সহজে সংবাদ পড়ে নেয়া যাবে

চমৎকার এই অ্যাপ্লিকেশনটি তাহলে ডাউনলোড করে রাখতে পারেন আপনার কাছে। তাহলে আর দেরি কিসের নিচের লিংক থেকে এখনই ডাউনলোড করে নিন

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন

Note- ডাউনলোডের জন্য ফোনের Uc ব্রাউজার ব্যবহার করুন।উপরের  লিংকে ক্লিক করে যে পেইজ ওপেন হবে সেখানে download বাটনের নিচে Download Using Our Secure Download Manager একটি লেখা আছে যার বামে একটি টিক চিহ্ন দেওয়া আছে টিক চিহ্ন টি ক্লিক করে তুলে দিন এবং download বাটনে ক্লিক একটি  পেইজ ওপেন হবে এবার download বাটনে পুনরায় ক্লিক করুন যদি অন্যকোন পেইজে চলে গেলে সেই পেইজ টি কেটে দিয়ে পুনরায় download বাটনে ক্লিক করলে  করলে download শুরু হবে।

ভাল থাকবেন সবাই আবার দেখা হবে নতুন কোন টিউন এ। নিয়মিত আপডেট পেতে হলে এই সাইটের সাথেই থাকুন

সূত্র-টেকশহর

এখানে ক্লিক করে আমার সাইটে ঘুরে আসুান

Level 0

আমি কাইনেটিক মাল্টিমিডিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 28 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

লেখাটি সম্পূর্ণ আমার লেখাটির কপিপেষ্ট।মূল্য সোর্স http://techshohor.com/software/53808 । দয়া করে কপিপেষ্ট বন্ধ করুন। না হয় ক্রেডিট দেন। এভাবে কপি পেষ্ট করে টেকটিউনসের মান সম্মান ধ্বংস করবেন না।

আমি তো শেষে বলেছি- সূত্র-টেকশহর