ভ্যাট ক্যালকুলেটর এন্ড্রয়েড অ্যাপ দিয়ে সহজেই বিভিন্ন প্যাকের ভ্যাটসহ দাম হিসাব করুন (সাইজ মাত্র ২২৪কেবি)

বর্তমানে যেকোনো দামের সাথে ১৫% মূল্য সংযোজন কর (VAT), ৫% সম্পূরক শুল্ক (SD) এবং ১% সারচার্জ নেওয়া হচ্ছে। বিভিন্ন ইন্টারনেট প্যাক, বান্ডেল প্যাক, টকটাইম বা এসএমএস প্যাক কিনতে গেলেই মোট ২১% অতিরিক্ত খরচ করতে হচ্ছে। যেকোনো দামের সাথে অতিরিক্ত এই ২১% এর হিসাব করাটা সহজ হলেও বেশ বিরক্তিকর। এই বিরক্তি কমাতেই থ্রিজিঅফার নিয়ে এল এন্ড্রয়েড অ্যাপ! মাত্র ১ চাপেই বের করে দিবে যেকোনো প্যাকের ভ্যাটসহ মূল্য!
আমাদের ওয়েবসাইটে অনলাইন ভ্যাট ক্যালকুলেটর থাকলেও অফলাইনে এ ধরণের কোনো অ্যাপ ছিল না। আমরা যতদূর জানি, এই প্রথম কোনো অ্যাপ দিয়ে অফলাইনে ভ্যাট ক্যালকুলেশন করা যাবে, কোনো ইন্টারনেট কানেকশন ছাড়াই। অ্যাপটির সাইজ মাত্র ২২৪ কিলোবাইট! অ্যাপটি কোনো স্পেশাল পারমিশন নেয় না, তাই কোনো চিন্তা ছাড়াই ব্যবহার করতে পারবেন।

কিভাবে ভ্যাট ক্যালকুলেট করবেন-

 

অ্যাপটির সুবিধা হল, এতে কোনো জটিল কার্যক্রম নেই। Main price লেখার নিচের ঘরটাতে আসল দামটি লিখে Calculate বাটন চাপলে সাথেই সাথেই এর ভ্যাটসহ মোট দাম এবং আলাদাভাবে ১৫% ভ্যাট, ৫% এসডি, ১% এসসি বের করে দিবে, কোনো রকম লোডিং ছাড়াই। উদাহারণস্বরূপ, যদি আপনি 99 লিখে Calculate বাটনে চাপ দেন, তাহলে Total Price দেখাবে 119.79 BDT. এছাড়াও আরো দেখাবে-
VAT: 14.85 BDT (15%)
SD: 4.95 BDT (5%)
SC: 0.99 BDT (1%)
Total: 20.79 BDT (21%)
অর্থাৎ, ১৪.৮৫ টাকা যাচ্ছে ১৫% VAT-এ, ৪.৯৫ টাকা যাচ্ছে SD-তে, ০.৯৯ টাকা যাচ্ছে সারচার্জে। সব মিলিয়ে মূল দামের সাথে অতিরিক্ত ২০.৭৯ টাকা যাচ্ছে।

ভ্যাট ক্যালকুলেটর ডাউনলোড

অ্যাপটি গুগল প্লেস্টোরে পাওয়া যাবেনা আপাতত। তাই নিচে দেওয়া লিঙ্ক থেকে ডাউনলোড করে ইন্সটল করুন। এন্ড্রয়েড বাদে অন্য কোনো প্লাটফর্মের জন্য অ্যাপটি তৈরি করা হয়নি। এ বিষয়ে পরবর্তিতে আপডেট জানানো হবে।
ডাউনলোড লিঙ্ক ১ (ড্রপবক্স)
ডাউনলোড লিঙ্ক ২ (গুগল ড্রাইভ)
সবার সাথে শেয়ার করার অনুরোধ থাকল।
ধন্যবাদ।

Level 1

আমি থ্রিজিঅফার ডট কম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরে কে ভাই আপনি? টিউমেন্টেই টিউন করছেন?!

বেশ ভাল টিউন। অনেক ধন্যবাদ।