সূত্রে সূত্রে অ্যান্ড্রয়েড অ্যাপস্ দিয়ে শিখুন ইংলিশ গ্রামার

কেমন আছেন সবাই? আসাকরি ভালোই আছেন। উপর আল্লাহর রহমতে আমি ভালো আছি। ছেলে বেলার সেই কথা শেখা বাংলার পাশাপাশি ইংরেজিও আমাদের শিখাতে হয়েছে। আর স্কুলে ভর্তি যখন হলাম তখনতো এটি একটি ঝামেলা মনেহতে শুরু হলো। যতই ক্লাস পরিবর্তন হয়ে উপর ক্লাসে উঠতে শুরু করলাম তখনতো এটি একটি বিষ ফোড়া হয়ে গেলে। মনেহতো যে, আমি আর বুঝি ইংলিশে পাস করতে পারবো না। সকলেই বলত ইংরেজি একটি সহজ সাবজেক্ট, আসলে কি তাই? বিষয়টি হলো জানা থাকলে খুবই সহজ, আর জানা না থাকলে সবচাইতে কঠিন। স্কুল/কলেজের বেশির ভাগই ছেলে/মেয়েরা ইংরেজিতে ডাব্বা মারে। এখন আর সেই দিন নেই কারণ এখন সবাই স্মার্টফোন ব্যবহার করে। এখন বলতে পারেন স্মার্টফোন ব্যবহার করলে কি ইংরেজি শেখা যায়? হ্যাঁ যায়, কারণ এখন প্লে-ষ্টোরে অনেক ইংরেজি শেখার জন্য অ্যাপস্ তৈরি হয়ে গেছে। হয়তো আপনারও আপনার স্মার্টফোনে এই ধরনের অ্যাপস্ ইনষ্টল করা আছে, কিন্তু ভালো মানের অ্যাপস্ কিন্তু পাওয়াটাও আবার কঠিন ব্যপার। তাই বন্ধুগণ আমি আজকে আপনাদের এমন একটি অ্যাপস্ শেয়ার করব যেটিতে সব কিছুর আপডেট আপনারা পাবেন। তাই বন্ধুগণ আসুন আর বেশি কথা না বলে নিচের প্লে-ষ্টোর লিংক থেকে এখনই ডাউনলোড করে নেই। ভালো থাকবেন সবাই।

Download Here

সময় পেলে ঘুরে আসতে পারেন আমার টেকস্পট  সাইট থেকে।

http://www.techspot.com.bd

কেমন আছেন সবাই? আসাকরি ভালোই আছেন। উপর আল্লাহর রহমতে আমি ভালো আছি। ছেলে বেলার সেই কথা শেখা বাংলার পাশাপাশি ইংরেজিও আমাদের শিখাতে হয়েছে। আর স্কুলে ভর্তি যখন হলাম তখনতো এটি একটি ঝামেলা মনেহতে শুরু হলো। যতই ক্লাস পরিবর্তন হয়ে উপর ক্লাসে উঠতে শুরু করলাম তখনতো এটি একটি বিষ ফোড়া হয়ে গেলে। মনেহতো যে, আমি আর বুঝি ইংলিশে পাস করতে পারবো না। সকলেই বলত ইংরেজি একটি সহজ সাবজেক্ট, আসলে কি তাই? বিষয়টি হলো জানা থাকলে খুবই সহজ, আর জানা না থাকলে সবচাইতে কঠিন। স্কুল/কলেজের বেশির ভাগই ছেলে/মেয়েরা ইংরেজিতে ডাব্বা মারে। এখন আর সেই দিন নেই কারণ এখন সবাই স্মার্টফোন ব্যবহার করে। এখন বলতে পারে

Level 2

আমি রোহান বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 91 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এই এপ্স কি আই ফোনে কাজ করবে।