কম এমবির অসাধারন একটি Music Player . গান শুনুন এক ভিন্ন স্টাইলে। আমার কাছে Power AMP থেকেও ভালো মনে হয়েছে। Shuttle+ Pro.

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা। তো বেশি কথা না বলে আজকের টিউন শুরু করছি।

গান আমাদের সবারই খুব প্রিয়। আমরা তো সবাই কম বেশি গান শুনি! গান শুনতে কার না ভাল লাগে বিশেষ করে আপনার হাতের প্রিয় অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে। আমরা শুনতে শুনতে মোবাইলের চার্জ শেষ করে ফেলি তাও গানের স্বাদ মিটেনা। কিন্তু কখনো কখনো মিউজিক প্লেয়ার টি যখন একটু সাধারন মানের হয় তখন গান শুনে তেমন মজা পাওয়া যায়না। তাই আমরা চাই আমাদের মিউজিক প্লেয়ারটি যেন একটু আকর্ষনিয় হয় এবং এতে বিভিন্ন ভালো ভালো ফিচার থাকে।

আচ্ছা আপনি ভাবেন তো আপনার মিউজিক প্লেয়ারের কালার আপনি ইচ্ছামত পরিবর্তন করতে পারছেন। তাহলে কেমন হবে। এক এক সময় একে এক রঙ।
আজ আমি আপনাদের এইরকম একটা মিউজিক প্লেয়ার উপহার দিবো সম্পুর্ন ফ্রী তে। মিউজিক প্লেয়ারটার নাম হচ্ছে “Shuttle+

Shuttle+” সম্পর্কে আসুন কিছু জেনে নিই

•আপনি এতে ইচ্ছামত কালার পরিবর্তন করতে পারবেন।
•লিরিক্স যুক্ত করতে পারবেন।
•এতে রয়েছে ৬ ব্যান্ড এর Equalizer সাথে Bass Boost ও করতে পারবেন।
•id3 ট্যাগ এর সুবিধা।
•আর্ট ওয়ার্ক ডাউনলোড এর সুবিধা।
•ডার্ক এবং লাইট থিম।
•স্লিপ টাইমার (ইচ্ছে মত টাইম সেট করতে পারবেন)।
•ফোল্ডার ব্রাউসিং এর সুবিধা।

সবচেয়ে বড় কথা হলো এটি একটি পেইড এপস। প্লে স্টোরে এর মুল্য $1.14। রেটিং 4.5। এর ইউজার ইন্টারফেস অত্যন্ত চমৎকার। একবার ব্যবহার করলেই ভালো লাগতে বাধ্য।

এছাড়া আরো অনেক ফিচার রয়েছে, যা এপসটি ব্যবহার করলেই বুঝতে পারবেন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। সাইজ মাত্র 5.5 এমবি।

সবাইকে কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ!

টিউনটি প্রথমে এখানে প্রকাশিত হয়।

আমার ব্লগটি ভিজিট করার অনুরোধ রইল।

ফেসবুকে আমি।

Level 0

আমি নাহিদ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস