এন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নিয়ে আসলাম সুন্দর একটি বিএমআই ক্যালকুলেটর, হিসাব করে নিতে পারেন আপনার কত ওজন বাড়াতে বা কমাতে হবে।

সুপ্রিয়, টেকটিউনার নিবাসী আসসালামু আলাইকুম, অনেক দিন পর টিউন করতে আসছি, আপনাদের সবাইকে জানাই ভাষা দিবসের শুভেচ্ছা। আর আপনাদের জন্য নিয়ে আসলাম একটি বিএমআই এন্ডয়েড এপস, যেটা দিয়ে আপনার বিএমআই নির্ণয় করতে পারবেন, পাশাপাশি এই এপ আপনাকে বলে দিবে কত কেজি ওজন আপনার প্রয়োজন বা বাড়াতে হবে অথবা কমাতে হবে। আরো রয়েছে মেডিকেল পরামর্শ, আপনার ওজন অনুযায়ী সয়ক্রিয়ভাবে এই এপ্সটি আপনাকে আপনার স্বাস্থ্যের অবস্থানুযায়ী পরামর্শ প্রদান করবে।
শুধু তাই নয় এই এপ আপনাকে বলে দিবে কি ধরণের খাবার খেতে হবে বা কি করতে হবে, স্ক্রিনশট দেখলেই বিষয় টা বুজতে পারবেন।

এপ্সটির ব্যবহার বিধি একদম সহজ, আপনাকে শুধু মাত্র হলুদ ঘরে আপনার উচ্চতা আর ওজন দিলেই হবে, উচ্চতা আপনি ফুট এর ঘরে দিলেও পারবেন অথবা সম্পুর্ণ উচ্চতা ইঞ্চি এর ঘরে দিলেও পারবেন যেমন ৫ ফুত ৬ ইঞ্চিকে ফুটের ঘরে ৫.৫ বা ইঞ্চির ঘরে ৬৬ ইঞ্চি দিলেও হবে। আলাদা ভাবেও দেওয়া যাবে যেমন ফুটের ঘরে ৫, ইঞ্চির ঘরে ৬ এভাবে অর্থাৎ ব্যবহার একদমই সহজ।

যেহেতু এই এপ্সটি সম্পূর্ণ ফ্রী তাই এই এপ্সটির অফিসিয়াল লিনক প্রদান করলাম,

প্লে -স্টোর

অথবা গুগুল প্লে তে সার্চ দিতে পারেন bangla bmi লিখে তাহলে শরীরের উচ্চতা ওজন ক্যালকুলেটর টি দেখতে পাবেন।

ভালো লাগলে সবাইকে সুন্দর একটি টিউমেন্ট দেওয়ার আহবান করছি, এই টিউনটি আপনাদের ভাল লাগপ্লে পরবর্তীতে আরো সুন্দর সুন্দর এপের রিভিঊ ও টিউটোরিয়াল দিবো।

এই টিউনি সর্বপ্রথম এখানে প্রকাশিত।

এপটি যদি আপনাদের সামান্য উপকারেও আসে আমি ধন্য হব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।

 

 

 

 

 

 

 

 

 

 

 

Level 2

আমি নাছের মিয়াজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 302 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আইনের মানুষ, প্রযুক্তির মানুষ, ইসলাম কে ভালোবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thank you

Uc browser ar download link den