Youtube চেনেলের জন্য Intro Video তৈরি করু Android ফোন দিয়ে

কেমন আছে সবাই ?আশা করি ভালই আছেন।

আবারো হাজির হলাম নতুন টিউটোরিয়াল নিয়ে।

এই টিউটোরিয়ালে দেখাব কিভাবে আপনার Android ফোন দিয়ে Intro Video তৈরি করবেন আপনার YouTube Channel এর জন্য।

 

আমরা প্রায় সময়ই ইউটিউবের ভিডিও দেখি যে, ভিডিও শুরু হওয়ার আগে একটা Intro Video প্লে হয়। যেখানে youtube channel এর নাম এবং ভিডিও Title দেওয়া থাকে।

এইগুলো সাধারারনত After Effects, Sony Vigas দিয়ে তৈরি করা হয়।

কিন্তু আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনি Android ফোন ব্যবহার করে এমন সুন্দর সুন্দর Intro Video তৈরি করবেন।

এর জন্য আমাদের যা যা লাগবেঃ

  • একটি এন্ড্রয়েড ফোন।
  • Legend - Animeted Text in Video (ডাউনলোড লিংক Video Description এ দেওয়া আছে)

তো চলুন দেখে নেই কিভাবে Inro Video বানাবেনঃ

https://youtu.be/9TW_ACwZqQI

আজ এই পর্যন্তই। টিউটোরিয়ালটি যদি ভাল লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না।

ধন্যবাদ সবাইকে।

নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন। টিউটোরিয়ালটি কেমন লাগল তা টিউমেন্ট করে জানাতে ভুলবেননা।

ফেইসবুকে আমিঃ Shehab Editz

যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে টিউমেন্ট করে জানান। আর কি ধরনের টিউটোরিয়াল চান তা টিউমেন্ট করে জানিয়ে দিন এখনি।

Level 0

আমি সাখাওয়াত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যা জানি তা জানাতে এবং নতুন কিছু শিখতে এসেছি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস