৫টি জরুরি Android Apps: ৫টি Free Android Apps ডাউনলোড করুন এখনই।

সুস্বাদু ও লোভনীয় পিজা রেসিপি-Bangla pizza recipes

বাংলা খাবার রেসিপি তো অনেক দেখেছেন। বারবিকিউ রেসিপি, নাস্তা রেসিপি, টিফিন রেসিপি, ব্রেকফাস্ট ও লাঞ্চ রেসিপি, গ্রিল রেসিপি, নুডুলস, পাস্তা ও চাওমিন রেসিপি, চায়নিজ রেসিপি, চাইনিজ রেসিপি, স্যান্ডউইচ-বার্গার রেসিপি, কাপ কেক রেসিপি- কম বেশি সবাই ট্রাই করেছেন। রান্নার রেসিপি ঘাটতে ঘাটতে অনেক কিছুই জেনেছেন।

তবে যত রকম ফাস্টফুড (ফাষ্টফুড) রেসিপি আছে, পিজ্জা তার মধ্যে সবচেয়ে স্পেশাল রেসিপি। তাই যারা সহজ পিজা রেসিপি খুঁজছেন, তাদের জন্য ডেভেলপার টীম WikiReZon নানান স্বাদের পিজা রেসিপি দিয়ে এই অ্যাপটি সাজিয়েছে।

যারা সুস্বাদু পিজা বানানোর জন্য হন্যে হয়ে ঘুরছেন, তাদের জন্য এই অ্যাপটি একটি উপহার। তাই ঘরোয়া উপায়ে ঝটপট বানিয়ে নিন মজার মজার পিজা। এই অ্যাপে প্রায় সকল প্রকার পিজা রেসিপি পাওয়া যাবে।

---Click Here For Direct Link---

 

পড়ালেখার মোক্ষম উপায়-Poralekhar Sothik Upay Bangla

মেধাবী সবাই হতে চায়। কিন্তু মেধাবী হওয়ার শর্ত কী? কার্যকরী উপায় অবলম্বন না করে শুধু সারাদিন-সারারাত পড়ালেখা করলেই কি হয়? অনেকের তো পড়াই মনে থাকে না। সুতরাং, পড়ালেখার পাশাপাশি জানতে হয় এমন কিছু টেকনিক বা কৌশল যা আপনাকে সফলতার পথে অনেক দূর এগিয়ে দিতে পারে।

তাই WikiReZon টীম পড়ালেখার কার্যকর উপায় নিয়ে এই অ্যাপটি ডেভেলপ করেছে।

---Click Here For Direct Link---

 

এয়ারপোর্ট ট্যাক্স তালিকা - Airport Tax Bangladesh

যারা বিদেশ থেকে পণ্য আমদানি করেন, তাদের জন্য এয়ারপোর্ট ট্যাক্স ও শুল্ক তালিকা জানার গুরুত্ব অবশ্যই অনেক বেশি। শুল্কযুক্ত পণ্য ও শুল্কমুক্ত পণ্য সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে অনেক সময় দামী ও মূল্যবান পণ্যও বিমান বন্দরে ফেলে আসতে হয়। পণ্য ভিত্তিক আমদানি শুল্ক ও বিমানবন্দর কর তালিকা জানার গুরুত্ব তাই অনেক।

এ উদ্দেশ্যেই WikiReZon টীম বিদেশী পণ্যের এয়ারপোর্ট ট্যাক্স তালিকা ২০১৭ নিয়ে অ্যাপটি ডেভেলপ করেছে। অ্যাপটিতে এয়ারপোর্ট কাস্টমস এর সহজ নির্দেশিকা বর্ণনা করা হয়েছে।

---Click Here For Direct Link---

 

মৃগী ও খিচুনি রোগের চিকিৎসা - Mrigi O Khichuni Rog

মৃগী রোগীদের কিছু কাজ কোন অবস্থাতেই করা ঠিক নয়। যেমন- গোসল করতে পুকুরে বা নদীতে নামা, আগুনের পাশে যাওয়া, গাছে বা ছাদে উঠা ইত্যাদি। একজন উপযুক্ত সাহায্যকারী সাথে থাকলেও তার সদা সতর্ক থাকা প্রয়োজন।

খিঁচুনি আক্রান্ত অবস্থায় রোগীকে সরানোর চেষ্টা করা ঠিক নয়। খিচুনী বন্ধ করার জন্য রোগীকে চেপে ধরা যাবে না। রোগীর মুখে জোর করে আঙ্গুল বা অন্য কিছু ঢুকানোর চেষ্টা করা যাবে না। রোগীর জিহবায় দাত দিয়ে কামড় লাগলেও খিঁচুনিরত অবস্থায় তা ছাড়ানোর জন্য কোন রকমের জোরাজুরি করা উচিৎ নয়।

খিঁচুনি উঠলে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা নিতে হবে। সাধারণ চিকিৎসার পাশাপাশি ভেষজ ওষুধ ও চিকিৎসা গ্রহণের মাধ্যমেও খিচুনী রোগ নিয়ন্ত্রণ করা যায়। তবে বিশেষ পরিস্থিতিতে এ ধরণের রোগীকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে।

মৃগী বা খিঁচুনি সমস্যায় করণীয় নিয়ে WikiReZon টীম এই অ্যাপটি ডেভেলপ করেছে।

---Click Here For Direct Link---

 

ফ্রেশ খাবার চেনার উপায় - Fresh Khabar Chenar Upay

যে ফল যে এলাকায় জন্মে, সেখান থেকে ক্রয় করলে ভাল ফল কেনার সম্ভাবনা বেশি থাকে। সবজি কিনলে আগে লবণ মেশানো গরম পানিতে কিছুক্ষণ রেখে তারপর রান্না করতে হবে। ইউরিয়া মুক্ত মুড়ি খেতে চাইলে হাতে বানানো মুড়ি কেনা যেতে পারে। তাজা মাছ কিনতে চাইলে জেলেদের কাছ থেকে মাছ কেনা যেতে পারে। ভিনেগার বা সিরকা মিশ্রিত পানিতে ফরমালিন যুক্ত মাছ-গোশত ইত্যাদি ডুবিয়ে রাখলে ফরমালিন দূর হয়ে যায়।

এভাবে বিভিন্ন উপায়ে টাটকা খাবার ও ফল-মূল (আম, লিচু, কাঁঠাল, কলা ইত্যাদি) ক্রয় এবং ভেজাল মিশ্রিত খাদ্যকে ভেজালমুক্ত করে খাওয়ার ব্যবস্থা করতে হবে। খাবারে ভেজাল আছে কিনা, খাবার ফরমালিন ও বিষমিশ্রিত কিনা- তা বোঝার জন্য এ বিষয়ে সঠিক জ্ঞান ও অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

তাই তাজা, টাটকা, সতেজ ও ফ্রেশ খাবার চেনার উপায় নিয়ে WikiReZon টীম এই অ্যাপটি ডেভেলপ করেছে।

---Click Here For Direct Link---

 

এছাড়াও আমাদের অনান্য বহু প্রচলিত কিছু Android Apps ডাউনলোড লিংক নিচে দেয়া হলঃ-

১. অনুপ্রেরণার বানী এবং উক্তি -Bani Cirontoni Bangla   ---Click Here For Direct Link---

২. ভূত ও পিশাচের গল্প - Vuter Golpo Bangla   ---Click Here For Direct Link---

৩. নানান স্বাদের চা রেসিপি - Tea Recipes Bangla   ---Click Here For Direct Link---

৪. আল্লাহর ৯৯ নাম ও তাৎপর্য   ---Click Here For Direct Link---

৫. হাঁস রান্নার মজাদার রেসিপি- Duck Recipe Bangla   ---Click Here For Direct Link---

৬. চিকন হওয়ার যাদুকরী উপায় - Ojon Komanor upay   ---Click Here For Direct Link---

৭. মোটা হওয়ার যাদুকরী উপায়   ---Click Here For Direct Link---

 

সরাসরি আমাদের চ্যানেল লিংক এ যেতে ক্লিক করুন এখানেঃ

চ্যানেল লিংক 

 

 

 

Level 1

আমি সোহাগ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 61 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 11 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস