অ্যান্ড্রয়েড ফোনে পিসির মত করে খুব সহজেই ফেইসবুক ব্যবহার করুন!

সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা দেখব কিভেবে খুব সহজেই আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোন/ট্যাবে পিসির মত (Desktop View) করে ফেসবুক ব্যবহার করবেন। তার আগে চলুন আমরা কিছু বিষয় জেনে নেই।

পিসি ভিউ/ডেস্কটপ ভিউ (PC View/Desktop View) আবার কি জিনিস!

আমরা ফোনে বিভিন্ন ব্রাউজারে বিভিন্ন ওয়েবসাইট দেখার সময় ফোনের স্ক্রিন এর সাথে সামঞ্জস্যপূর্ণ ভাবে যে পেইজ গুলো দেখি এগুলোকে সাধারণত মোবাইল ভিউ বলে। কিন্তু ঐ একই ওয়েবসাইট যখন পিসি বা কম্পিউটার দিয়ে ব্যবহার করি তখন কম্পিউটারের স্ক্রীনে সাথে সামঞ্জস্যপূর্ণ বড় মূল যে ওয়েব পেজটি আসে সেইটিকে পিসি ভিউ/ডেস্কটপ ভিউ/ওয়েব ভিউ বলে।

এইটার আবার কি প্রয়োজন বা এর সুবিধা কি?

এই ডেস্কটপ ভিউ টি সবার প্রয়োজন নাও হতে পারে বা এর সুবিধাগুলো সবার দরকারে নাও আসতে পারে কিন্তু যারা ফেসবুকের Group বা Page এর এডমিন তাদেরই মূলত এইটি খুব বেশি প্রয়োজন বা কাজে লাগবে।

তাছাড়া ব্রাউজারের মোবাইল ভিউতে অনেক সময় অনেক অপশন পাওয়া যায়না কিংবা খুঁজে পেতে সমস্যা হয় আবার অনেকের কম্পিউটারের মত করে ফেসবুক ব্যবহারের ইচ্ছা হতে পারে তাই যে কারোরই এই ডেস্কটপ ভিউ এর প্রয়োজন হতেই পারে।

আচ্ছা এই অ্যাপটি কি আমার ফোনে চলবে?

নিচের দুইটি শর্ত পূরণ করলেই অ্যাপটি আপনার ফোনে চলবে।

১. আপনার ডিভাইসের অ্যান্ড্রয়েড ভার্সন মিনিমাম কিটক্যাট (4.4+) হতে হবে।

২. অ্যাপটি ডিভাইসে স্মুথলি চালাতে 512+ RAM হতে হবে।

কোথায় পাবো এই অ্যাপটি আর কি করে ইন্সটল করব?

অ্যাপটি অ্যান্ড্রয়েড অ্যাপ এর সবচাইতে নির্ভরযোগ্য সোর্স প্লে স্টোরেই পাবেন। নিচের Play Store Download Link থেকে Download করে ইন্সটল করে নিন অথবা আপনার ফোন থেকে প্লে স্টোরে ঢুকে "PC View For Facebook" লিখে সার্চ করে এই অ্যাপটি ডাউনলোড ও ইন্সটল করে নিন।

প্লে স্টোর ডাউনলোড লিঙ্ক:  PC View For Facebook

কি কি আছে এই অ্যাপটিতে?

  • ইউজার ইন্টারফেস: অ্যাপটি তে রয়েছে অসাধারণ ইউজার ফ্রেন্ডলী ইউজার ইন্টারফেস, যেন খুব সহজেই যেকোনো বয়সের মানুষ এটা নির্দ্বিধায় চালাতে পারে। তাছাড়া খুব প্রয়োজনীয় অপশনগুলোকে নেভিগেশন ড্রয়ার এর মাধ্যমে কুইক এক্সেস করার ব্যবস্থা রয়েছে।

 

  • সোয়াইপ টু রিফ্রেশ: পেইজ রিফ্রেশ করার জন্য সবচেয়ে আধুনিক ও জনপ্রিয় রিফ্রেশ সিস্টেম সোয়াইপ টু রিফ্রেশ রয়েছে। যে কোন পেইজকে ওপর থেকে একটুখানি নিচের দিকে টেনে ধরে ছেড়ে দিলেই পেইজটি অটোমেটিক রিফ্রেশ হয়ে যাবে।

 

  • পিনচ টু জুম: অন্যান্য জনপ্রিয় ওয়েব ব্রাউজারের মত এই অ্যাপটিতেও রয়েছে পিনচ টু জুম সিস্টেম। দুই আঙুল দিয়ে খুব সহজেই পেইজ জুম ইন ও আউট করা যাবে এই অ্যাপটিতে। এছাড়াও ম্যানুয়ালি জুম ইন ও আউট করার জন্য ভার্চুয়াল বাটন ও দেয়া আছে।
  • ফটো আপলোডিং সাপোর্ট: ঠিক পিসির মত করে এখানেও ফেইসবুকে অ্যালবাম সহ ছবি আপলোড করতে পারবেন এবং ছবি ডাউনলোড ও করতে পারবেন।

  • ফটো ডাউনলোডিং সাপোর্টঃ কম্পিউটারের মত খুব সহজেই যেকোনো ফটো ডাউনলোড করতে পারবেন।

  • ভিডিও প্লেয়িং সাপোর্টঃ যেকোনো ভিডিও প্লে করার পাশাপাশি অন্যান্য কাজ ও করা যাবে!

  • প্রগ্রেসবার ফর ডাটা লোডিং: পেইজ ঠিকমত লোড হচ্ছে কিনা এটি বোঝার জন্য এবং কতটুকু লোড হলো সেটা জানার জন্য রয়েছে প্রগ্রেস বার।
  • নো হিডেন সার্ভিস: অ্যাপটিতে কোনো হিডেন সার্ভিস নেই যার ফলে আপনার ডিভাইসের এক্সট্রা কোন ব্যাটারি ড্রেইননিং হবে না।
  • জাভাস্ক্রিপ্ট সাপোর্ট: অ্যাপটি তে রয়েছে জাভাস্ক্রিপ্ট সাপোর্ট যার ফলে ফেসবুকে বিভিন্ন রকম জাভাস্ক্রিপ্ট রিলেটেড সার্ভিস/অপশন গুলো কোন রকম সমস্যা ছাড়াই ব্যবহার করতে পারবেন।
  • লাইট ওয়েট: অ্যাপটির সাইজ মাত্র 8.46 এমবি! আর এটি আপনার ফোনের RAM খুবই কম পরিমাণ ইউজ করবে।

আমার অ্যাপটি আপনাদের ভালো লাগলে আমার পরিশ্রম সার্থক হবে। অ্যান্ড্রয়েড রিলেটেড আরো ভালো ভালো টিউটোরিয়াল পেতে চাইলে ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেল Tech Pedia থেকে। ও নতুন নতুন Apps ও আপডেট জানতে লাইক দিয়ে চোখ রাখুন আমার ফেসবুক পেজ Techpedia-টেকপিডিয়া তে।

 

সৌজন্য:
Tech Pedia

Level 0

আমি শুভ ইবনে আলম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস