পন্যের স্টক ম্যানেজ করার গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড অ্যাপ Simple Stock Manager

টিউন বিভাগ অ্যান্ড্রয়েড Apps
প্রকাশিত
জোসস করেছেন

অনেকের ছোট-খাট ব্যবসা সামলাতে পন্যের স্টক ম্যানেজমেন্ট করতে হয়। হিসাব রাখতে হয় কোন পন্য কত লেনদেন হল আর কত আছে। তাদের জন্য আজকের এই অ্যাপটি। খুবই সম্ভব সহজ সাবলীল ও দৃষ্টিনন্দন একটি অ্যাপ।

অ্যাপটি সম্পূর্ন ফ্রিতে গুগল প্লে স্টোরে পাওয়া যাবে। লিংক : Simple Stock Manager

ডাউনলোড করুন

অ্যাপটির ব্যবহার

  • অ্যাপটির ব্যবহার খুবই সহজ। অ্যাপটি অ্যাপনার ফোন এ ইনস্টল করুন
  • এবার আপনার পন্যগুলোর তালিকা তৈরী করুন, মেন্যুতে গিয়ে Products এ যান।
  • এবার সব কিছুই সহজ, এখন শুধু দিনে যত ইন, আউট করছেনে পন্য তা ইনপুট দেন। ব্যস সাথে সাথে পাবেন আপনার পন্যর কোনটি কি পরিমান আছে।

অ্যাপটির সুবিধাদি

  • অ্যাপটি সিম্পল ও ব্যবহার সহজ।
  • আছে লো-স্টক ট্র্যাক করার সুবিধা, ইচ্ছে মত লো-স্টক সেট করে দিলে কোন পন্য ঐ স্টক লিমেটে কিংবা নিচে গেলে তার তালিকা আপনাকে দিবে। তা দেখে আপনি পন্যগুলো ইন করতে পারবেন।
  • আছে ব্যাক-আপ, রিস্টোর করার সুবিধা।
  • পাসওয়ার্ড দিয়ে লগিন করার সুবিধা
  • ইত্যাদি

আশা রাখছি সবার উপকারে আসবে। আপনাদের সুন্দর গঠনমূলক মন্তব্য আশা করছি।

Level 2

আমি হারুন রশীদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 65 টি টিউন ও 115 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস