এক অ্যাপ এই বাংলাদেশের সকল সেবা!

সবাই কেমন আছেন, আশাকরি সবাই ভালো আসেন। আমি জাহিরুল ইসলাম আজ আপনাদের জন্য নিয়ে আসলাম এমন একটি অ্যাপ আপনার সবসময় কাজে লাগবে। বাজে আলাপ বাদ দিয়ে চলুন কাজে আসি।

আমরা যেহেতু বাংলাদেশে থাকি তাই আমারদের কিছু কাজ সবসময় করতে হয়, যেমন:

  • ১। রেজাল্ট দেখা
  • ২। ভিসা chack করা
  • ৩। রেল টিকেট কাটা
  • ৪। ইনকাম ট্যাক্স হিসাব করা অ্যান্ড pay করা
  • ৫। মুক্তিযোদ্ধা যাচাই করা
  • ৬। তহবিল হিসাব
  • ৭। ই - চালান chack করা
  • ৮। নথি
  • ৯। ভূমি তথ্য (আর এস খতিয়ান)
  • ১০। জমির হিসাব করা
  • ১১। সরকারি সকল ফরম (যত ধরনের সরকারি ফরম সব পাবেন)

উপরের কাজ গুলো আমারা সবসময় করে থাকি। যার জন্য অনেক খুঁজতে হয়। খুঁজে পেলেও এইটা orginal কি না তা নিয়ে চিন্তা হয়। আর আপনাদের কথা চিন্তা করে এ errorhouse নিয়ে এলো এই সব ই -সেবা একটি মাত্র অ্যাপ্লিকেশান এ। সব গুলো সিস্টেম পাবেন এই একটি অ্যাপ এ।

অ্যাপ লিঙ্ক : google paly

আপনাদের জন্য কিছু পিকচার দিলাম : অ্যাপ লিঙ্ক : google paly

অ্যাপ লিঙ্ক : google paly

এই অ্যাপ এর ভাল দিক গুলো:

  • ১। অ্যাপটি মাত্র 2.85 MB (Ram Rom কম use করে)
  • ২। অ্যাপটি online base তাই শুদু ইন্টারনেট অ্যাক্সেস ছাড়া আর কোন অ্যাক্সেস দিতে হয় না।
  • ৩। অ্যাপটি ভালই speed আছে।
  • ৪। অ্যাপটি খুব কম ডাটা use করে।
  • ৫। অ্যাপটি তে কোন ঝামেলা পূর্ণ ads use করা হয় নাই। তাই ব্যবহার করতে কোন সমস্যা হয়ার কথা না।

সত্যি বলতে অ্যাপটি woooo!

আর দেরি না করে অ্যাপখানা এখনি মোবাইল এ ইন্সটল করে বাংলাদেশী সকল ই সেবা হাতের মধ্যে নিয়ে নেন।

নোট : অ্যাপটি শুধু মাত্র google paly store এ পাবেন।

Level 0

আমি জাহিরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস