[ভূমি তল্লাশি] খুব সহজে দেখে নিন আপনার বাবা দাদার নামে কোথায় কতটুকু জমি রয়েছে জমির আসল মালিকের নাম বের করুন

অাসসালামু অালাইকুম, , অাশা করি সবাই ভালো অাছে।

জমিজমা নিয়ে সমস্যায় পড়তে হয় নি এমন লোক বাংলাদেশ এ খুব কম সংখ্যক হবে। দলিল পত্র সম্পর্কে ভালো অভিঙ্গতা না থাকার কারণে ভুয়া দলিত দেখিয়ে সম্পত্তি হাতিয়ে নেওয়ার কাহিনী অামাদের বাংলাদেশ এ অনেক অাছে। যদিও বর্তমানে সবাই সচেতন হওয়ার কারণে এসব ঘটনা খুবই কম হয়। তারপরেও নেই বললে ভুল হবে এখনো অনেক এলাকার প্রভাবশালী লোক তাদের কার্যক্রম বন্ধ রাখেনি ক্ষমতাবলে দখল করে নিচ্ছে অনেকের জমি। এর পরে যেনো অার অাপনাকে এরকম সমস্যায় অাপনাকে না পড়তে হয় তাই অামি অাপনাদের সামনে একটি অ্যাপ নিয়ে হাজির হলাম, যার মাধ্যমে অাপনি খুব সহজে দেখে নিতে পারবেন  যেকোনো জমির মালিকের নাম এছাড়া কোথায় কতটুকু জমি এবং সম্পত্তির অংশীদারের নাম সহ সব তথ্য দেখে নিতে পারবেন। এগুলো দেখার জন্য অাপনাকে তেমন কিছু জানতে হবেনা শুধু বিভাগ, জেলা, থানা, মৌজা এবং মালিকের নাম জানলেই হবে। অাসলে এখানে বিস্তারিত বলার তেমন কিছুই নেই  অ্যাপটি ডাউনলোড দিলে বুঝতে পারবেন, সবকিছু ধারাবাহিকভাবে অ্যাপটিতে দেওয়া অাছে। তারপরেও যদি অাপনারা এই অ্যাপটি নিয়ে ধারাবাহিক টিওটোরিয়াল চান তো টিউমেন্ট করুন।

 

গরিব ফাউন্ডেশন

এই অ্যাপটির কিছু Screenshort  দেখে নিনঃ

 

অনলাইন খতিয়ান অ্যাপ

 

 

অনলাইন খতিয়ান দেখুন

gorib foundation

 

 

gorib Foundation

 

 

গরিব ফাউন্ডেশন

 

 

 

সাধারণ জিঙ্গাসাঃ


১)অনলাইন খতিয়ান অ্যাপটিতে এ অামার উপজেলা, ইউনিয়ন বা মৌজা খুঁজে পাচ্ছিনা?কবে যুক্ত করা হবে?

উত্তরঃ বাংলাদেশে ৩ লক্ষ ৫০ হাজার খতিয়ান রয়েছে যা সব কাগজ এ লিপিবদ্ধ করা। তারমধ্য ১ লক্ষ ৫০হাজার খতিয়ান অনলাইন এ যুক্ত করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ভূমি মন্ত্রনালয়। যদি এই ১ লক্ষ ৫০ হাজার খতিয়ান এর মধ্যে অাপনার খতিয়ান থাকে তাহলে অবশ্যই পাবেন। বাকিগুলো কবে যুক্ত করা হবে এটি একমাত্র বাংলাদেশ ভূৃমি মন্তনালয় জানেন, তবে খুব শ্রীঘ্রই সব খতিয়ান অাপলোড করা হবে বলে জানিয়েছেন।



২)অামার থানা, জেলা, ইউনিয়ন, মৌজা সব এ অাছে এবং সব তথ্য ঠিকভাবে দিলাম তারপরও " কোনো তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না" এমন বলা হচ্ছে কেনো?
উত্তরঃ এর অনেক কারণ হতে পারে, কারণগুলো নিচে উল্লেখ করলামঃ


১)হয়তোবা অাপনি ভুল নাম দিয়েছেন বা লেখার সময় ওয়ার্ড ভুল করেছেন। যেমনঃ অাপনার বাবা/দাদার নাম "অাদিল জোয়ারদার" কিন্তু অাপনি বসিয়েছেন "অাদিল হোসেন" অথবা "অাদীল" এক্ষেত্রে অাপনার এমন লেখা অাসতে পারে। তাই একটু সতর্ক হয়ে নাম দিবেন। যদি অাপনি অাপনার বাবার নাম সম্পূর্ণ না জানেন তাহলে সংক্ষেপে "অাদিল" দিতে পারেন অথবা মালিকের পিতা/স্বামীর নাম ও দিতে পারেন। তবে একটা জিনিস মাথায় রাখতে হবেঃ মালিকানার জায়গায় ভুল করেও মালিকের পিতা/স্বামীর নাম দেওয়া যাবেনা।

২) ভোটার অাইডিকার্ডের নাম অনুসারে লিখার পরেও অনেক সময় এমন হতে পারে। কারণ অামরা অনেকের ক্ষেত্রে লক্ষ করেছি, ভোটার অাইডিকার্ডের নামের সাথে খতিয়ান বা দলিলের নামের মিল নেই। তাই দলিলে থাকা সঠিক নাম যাচাই করে তারপর সার্চ করুন। অথবা অাপনি মালিকের পিতার বা স্বামীর নাম লিখে সার্চ করতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি খতিয়ান নং জানেন।

একটা কথা, , কোনো তথ্য খুঁজে পাওয়া যাচ্ছেনা?এমন যদি অাসে তাহলে ভেবে নিতে হবে অাপনার দেওয়া তথ্যটি দলিলে/খতিয়ান এর সাথে মিলছেনা। এতে অামাদের সার্ভার বা অ্যাপ কোনেভাবেই দায়ী নয়। উপযুক্ত তথ্য প্রদানের মাধ্যমেই অাপনি অাপনার খতিয়ান/জমির তথ্য জানতে পারবেন।



ডাউনলোড অ্যাপ ঃhttps://play.google.com/store/apps/details?id=com.gorib.onlinekhotiyaan

৩)বাবার নামে অনেক জমি রয়েছে সবগুলো দেখতে পাচ্ছিনা কেনো?


উত্তরঃ হতে পারে অাপনার বাবার নামে সব দলিল নয় বা পৈতৃক সূত্রে পাওয়ার কারণে নতুন করে রেকর্ড হয় নি সেক্ষেত্রে ভুল নাম দেওয়ার কারণে এমন অাসতে পারে। অাপনি অাপনার দাদা অথবা দাদার পিতার নামে সার্চ দিয়ে দেখতে পারেন। অনুগ্রহ করে অাপনি সব তথ্য সঠিকভাবে জেনেই সার্চ করবেন। অাশা করি সব খতিয়ান দেখতে পাবেন। সবচেয়ে ভালো হয় দাগ নং অথবা খতিয়ান নং দিয়ে সার্চ করলে।




৪)খতিয়ান দেখতে পেলাম। কিন্তু কোনো কিছু বুঝতাছি না?কে কতটুকু জমির মালিক কোনো কিছু মাথায় অাসতাছেনা?
উত্তরঃ হ্যা এরকম হওয়া স্বাভাবিক, হঠাৎ করে সবকিছু বুঝতে পাবেন না। অাপনাদের সুবিধার জন্য ভূমি জরিপের বিভিন্ন একক সম্পর্কে অ্যাপটিতে বলা হয়েছে। এখন অাসি কিভাবে মালিকানা অংশ খুঁজে বের করবেন?মালিকান অংশ খুঁজে বেব করার জন্য "মালিকের অংশ ✘ মোট জমির পরিমাণ" দিয়ে ক্যালকুলেট করুন। কি বুঝতে সমস্যা হচ্ছে? টেনশন নিয়েন নাহ্ একটা ভিডিও দিয়েছি "সাহায্য নিন" বাটন এ ক্লিক করুন তারপর "ভূমির মালিকানা হিসাব" থেকে ভিডিওটি দেখে নিন।

৫)কিভাবে করবো বুঝতাছি না?
উত্তরঃ অামাদের "সাহায্য নিন"বাটন থেকে অাপনি খুব সহজেই সব বিষয়ের উপর একটি করে ভিডিও পাবেন যেগুলো অাপনার অনেক উপকারে অাসবে।





পরিশেষে,
যদি তারপরেও কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে অাপনাদের সমস্যা উল্লেখ করে অামারে মেইল করুন অথবা ফেসবুক পেজ এ মেসেজ করুন। অামাদের সাপোর্ট টিম অাপনাদের সমস্যার সমাধান দেওয়ার সর্বদা চেষ্টা করবে।

Level 1

আমি আব্দুর রহমান লিওন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 3 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস