WALTON PRIMO: বাজারে কমদামে নতুন স্মার্টফোন

টিউন করতে ইচ্ছা হয় কিন্তু বিষয় বস্তু খুঁজেই পাইনা !! দু'একটা টিউন করে বুঝে গেছি যে আমার এই স্বল্প জ্ঞানের পরিধিতে পর্যায়ক্রমে টিউন করা প্রায় অসম্বব । তাই, নিজের মাথে না খাটিয়ে (খাটালেও লাভ হত না) নেট ব্রাউজ করতে করতে পেয়ে গেলাম এই WALTON PRIMO যা আমাদের ওয়ালটোন বাজারজাত করছে । দেখে ভালোই লাগলো, তাই তথ্যটি শেয়ার করছি আপনাদের সাথে । অনেকেই হয়তোবা ফেইসবুকের কল্যানে ইতিমধ্যেই জেনে গিয়ে থাকবেন তাই টিউনটি তাদেরই জন্য যাদের কিনা এখনও এই তথ্যটি অজানা ...।

ওয়ালটনের অ্যান্ড্রয়েড স্মার্টফোন PRIMO:

এটা অবশ্যই আশার ব্যাপার যে আমাদের দেশে এখন আমরা স্মার্টফোন ব্যাবহার করতে পারছি আমাদের সাধ্যের মধ্যেই । আপাতত আমাদের সাধ্যের মাঝেই আমরা জিঞ্জারব্রেড ব্যাবহার করতে পারছি এবন আশা করছি খুব শীঘ্রই না হলেও অ্যান্ড্রয়েডের পরের ভার্শন সম্বলিত স্মার্টফোন গুলোও আমরা মোটামুটি কম দামের মাঝেই ব্যাবহার করতে পারবো । সিম্ফোনি আমাদের দেশের স্মার্টফোনের জগতে নিশ্চয়ই এন্ট্রি লেভেলের । তারা ৬৯৯০ টাকায় এক্সপ্লোরার সিরিজের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোন বাজার জাত করছে । এবং হয়ত এরই ধারাবাহিকতায় আমাদের দেশীয় পন্য ওয়ালটোন একটি সেট দিয়ে তাদের অ্যান্ড্রয়েডের যাত্রা শুরু করল । জেনে নেই চলুন এর স্পেসিফিকেশন ।

WALTON PRIMO:

primo

General Specification

FeaturesDetails
Product typeSmartphone
Available colourBlack,White,Yellow
SimDual Sim(WCDMA+GSM) Dual Stand by
Data ServiceHSPA+, 3G, EDGE, GPRS
Dimensions(in mm)118*61.5*12.1mm
Weight(in gms)116.2gm
ChipsetQualcomm 1 GHz processor
GPUAdreno-200
MemoryRom: 512MB Ram: 512 MB
OSAndroid 2.3.6 (Gingerbread)
MultimediaFull multimedia, 3.5 mm Audio Jack
BatteryLi-ion 1420mAh



STORAGEFeaturesDetails
Memory Card TypemicroSD
Memory Card Support Capacity4GB micro SD card free (Up to 32GB upgradable**).

Display and Camera

FeaturesDetails
Screen typeTFT,Capacitive Touch
Screen Size (Pixels)3.5",HVGA (320*480 Pixels),262K Colors
Camera2 MP
Single Touch Camera OperationYes

Messaging

FeaturesDetails
SMSYes
SMS TemplatesYes
MMSYes
Send to ManyYes

Applications

FeaturesDetails
FMFM Radio
Audio playerYes
Video playerYes (Moboplayer, Realplayer)
ApplicationAngry Bird, Cut the rope,Tom loves Angela,Facebook,Adobe Reader,Skype,Kingsoft office,Touchpal Keyboard
Front CameraNo
SensorLight sensor,Proximity sensor,Motion sensor,Gravity sensor
Social NetworkingFacebook,Skype, MSN,Yahoo Messenger

Connectivity

FeaturesDetails
ServiceGPS, Wi-Fi 802.11 a/b/g/n,WLAN, Hotspot
BluetoothBluetoothV4.0 +HS,EDR,A2DP
USBCharging & Data Transfer
Headset ManagerYes

WALTON PRIMO এর সাথে আপনি যা পাচ্ছেনঃ

** একটি চার জিবি ম্যামোরি কার্ড এবং তিনটি রঙের ব্যাক কভার পাচ্ছেন ।

WALTOM PRIMO এর দামঃ

এর মূল্য ৭,৪৯০ টাকা মাত্র ।

উপসংহারঃ

যেকোন ইলেক্ট্রনিক্স প্রোডাক্টের রিভিউ দিতে হয় ব্যাবহার করে । তাহলে এর দোষ-গুন সবই ধরা যায় । কিন্তু, এ মুহুর্তে আমার এই সেটটি নেই, এজন্যেই এভাবে দিতে বাধ্য হলাম । এর কাছাকাছি সিম্ফোনির দুটি প্রোডাক্ট আছে । একটি SYMPHONY XPLORER 10 যার মূল্য বর্তমানে ৭,৪৯০ টাকা এবং SYMPHONY XPLORER W5 যার মূল্য বর্তমানে ৬৯৯০ টাকা ।

আমার মতে কেন কিনবেন এই স্মার্টফোনটিঃ

স্বল্পদামের মধ্যে কিনলে আপনার সিম্ফোনি আর ওয়ালটোনই এখন ভরসা । কেননা, স্যামসাং গ্যালাক্সি পকেট (১০,৪৯০ টাকা) আর সিম্ফোনি এক্সপ্লোরার w5 এর মাঝে w5 টাই ভালো । শুধু স্যামসাং পুরোনো এবং তুলনামূলক ভাবে দামী ব্র্যান্ড । আর আমি সিম্ফোনি w5 টা নাড়াচাড়ার সুযোগ পেয়ে যা দেখেছি এর পারফরমেন্স যথষ্ট ভালো হলেও রেজুলেশন খুবই কম । এই দিক দিয়ে ওয়ালটোনের প্রিমোর রেজুলেশন ভালো । w5 এর মতই 1Ghz প্রোসেসর যা w10 এর নেই ! তাছাড়া এর র‍্যাম এবং রম (ইউজার) সামান্য হলেও বেশি (যেহেতু অফিসিয়াল সাইটে লেখা নেই আর নিজে ব্যাবহার করে দেখিনি তাই বলতে পারছিনা ) । প্রক্সিমিটি সেনসর আছে যা w10 এ থাকলেও w5 এ নেই ।সর্বশেষেঃ দেশীয় পন্য, কিনে হোন ধন্য ! 🙂

আমার মতে কেন কিনবেন না এই স্মার্টফোনটিঃ

যেহেতু আমি অথবা আমার পরিচিত কেউ ব্যাবহার করিনি তাই কেমন হবে বলতে পারছি না । এজন্যেই বলছি । তবে আমার মনে হয় প্রোডাক্টটি খারাপ হবেনা ।এবং আশা করছি আমি এই স্মার্টফোনটি কিনে ব্যাবহার করে দেখবো । কেননা, স্পেসিফিকেশন পড়ে, পেছনের ব্যাক কভারটি ছাড়া আমার সবকিছুই ভালো মনে হয়েছে ।

বিঃদ্রঃ আমি শুধুমাত্র সিম্ফোনি মোবাইলের সাথে এর তুলনা করেছি কেননা আমি সবচাইতে কম দামের অ্যান্ড্রয়েড ফোনগুলোর কথা বলতে চেয়েছি । এবং আমার টিউনটিতে কিছু ভূল হলে তা নিশ্চয়ই ক্ষমার দৃষ্টিতে দেখবেন । কেননা, ক্ষমাই মহত্ব্য ।

ভালো থাকবেন ।

Level 0

আমি রুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 243 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিপস এন্ড ট্রিকস খুঁজে ফিরি ... :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

display pochondo hoynay

he,he etokkhone bujhte parso!

    @মুন্না: বাংলায় রিপ্লাই দাও মামুর ব্যাটা !! 😀

      @রুমার: ক্যা বাংলিশ এ দিলে তোর সমস্যা কি?(এইখানে গালাগালি ভালো না! এডমিন ডিলিট কইরা দিব!)

        @মুন্না: হায় হায় !! গালি কে দিছে !! মামুর ব্যাটাতো ভালোবাইসা বললাম !! 😀

Level 0

WALTON এর ব্যাটারির নিচে কি লিখা থাকে জানেন?
Made in China
Made by Bangladesh

Level 0

Camera 5MP ND SAMNER CAMERA 0.3 HOLE VALO HOTO

    @Dj Adil: কিছু লিমিটেশনতো থাকবেই । এখন যদি এটার ২ মেগাপিক্সেল সিম্ফোনির ৫ যে টেক্কা দিতে পারে তাহলেতো ভালোই …

Level 0

multi touch na so……………………………………….fal..

    @Dj Adil: এটা মাল্টিটাচ সমর্থিত । সূত্রঃ ওয়ালটোন

যাই হোক ওয়াল্টন সম্পর্কে একটা পোস্ট পাইলাম। ভালো লাগলো।

ওয়ালটনের জিগাতলা, ধানমন্ডি শোরুমে গেলাম ওরা এই ব্যাপারে কিছুই বলতে পারলো না। আমি মনে করি কম দামে যদি কউ এনড্রোয়েট কিনতে চায় তাহলে ওয়ালটনই কেনা উচিত। কারন হাজার হোক এটা আমাদের দেশিয় পণ্য।

ওয়ালটন নিয়ে টউন করার জন্য রুমার ভাইকে ধন্যবাদ

    @রোমেল বগুড়া: কী বলেন !! :O আমি কিন্তু ওদের ওয়েবসাইট ঘেটেই রিভিউটা দিলাম …

    আপনাকেও ধন্যবাদ …

সুন্দর উপস্থাপনের জন্য ধন্যবাদ , বর্তমানে গোছানো লেখা পাওয়া খুব কষ্ট । মোটামুটি দামের মধ্যে অসাধারণ ফিচার ! । তবে যারা ভাল রেজুলেশন সম্পন্ন ফোন চান তারা samsung নেওয়া ভাল , এখানে একটা কথা বলে রাখা দরকার যে “android ব্যবহারের মুল মজা হচ্ছে এর interface আর সেজন্য অবশ্যই ভাল রেজুলেশন দরকার “

    @GM অর্ণব: এই ক্ষেত্রে কিন্তু রেজুলেশনটাও চমৎকারই বলা চলে … ৩২০x৪৮০ – খারাপ কিন্তু নয় …

ভালো লাগলো।

Level 0

desy ponno kine hobo donno. thanks 4 nice tunes

    @mozammeldu: আপনার সাথে পুরাই একমত । দেখি, টাকা জমিয়ে এই সেটটিই নিতে চেষ্টা করব ।

Level New

nice

অনেকেই বলছেন এই মোবাইলটা দেশি পন্য । 😀 আসলে ওয়ালটন কম্পানিটা দেশি হতে পারে মোবাইলটা না । এটা চাইনার নিম্ন মানের কোন ফ্যাক্ট্ররি তে উৎপাদিত যা ওয়াল্টন বাংলাদেশে এনে বাজারজাত করেছে । সিম্ফনি একই কাজ করেছে । দেশি পন্য বলে কারর খারাপ সেট কেনা উচিত না । কারন গুগল প্লে স্টোরে আপনি ব্র্যান্ড এর সেট ছাড়া ডেভেলপার সার্পোট পাবেন না ।কাষ্টম রম , রুট করা , ওএস আপগ্রেড করা ইত্তাদি সুবিধা পাবেন না । সেজন্য একটু কষ্ট হলেও ব্র্যান্ড এর সেট কেনা উচিত । 🙂

    @ফাইয়াদ ইফতিখার রাফী: আপনার কথার সাথে আমিও একমত যে এটা আমাদের দেশীও পন্য নয় । কিন্তু ভাই, চায়নার প্রোডাক্টকে আপনি কোন ভাবেই ছোট করে দেখতে পারবেন না । নকিয়ার একটি ফোন তাদের নিজস্ব সো-রুম থেকে কিনলেওতো পিছে লেখা থাকে MADE IN CHINA! তাহলে চায়নার তৈরী সিম্ফোনি কী দোষ করল ?? বাস্তব অবিজ্ঞতার আলোকে বলছি, কিছু কিছু ক্ষেত্রে বরং সিম্ফোনি নকিয়া অথবা সমমূল্যের যেকোন সেটের থেকে ভালো সার্ভিস দিচ্ছে । আর অন্যান্য ক্ষেত্রে তুলনা করতে চাইলে বলব ‘যত গুড় তত মিঠা ” … আর আপনি যে কাষ্টম রম, রুট করা এবং ওএস আপডেট – ইত্তাদি সুবিধার কথা যে বলছেন, তাও ভুল । সিম্ফোনির সেট কিন্তু ইতিমধ্যেই রুট করা গেছে । আর ওএস আপডেটের কথা বলছেন ? এখন এটি শুধু সময়ের ব্যাপার ।

    ধন্যবাদ …

      @রুমার: 😀 চাইনা তে কিন্তু সনি এরিক্সন ও উতপাদন হয় আবার মাই ফোন ও হয় । চাইনা সেটকে আমি কখনো খারাপ বলি নাই কিন্তু আসল ব্যাপার হল সেটের মান . বিভিন্ন গ্রেডের সেট আছে । । আমিত বললামই … নিম্ন মানের কোন ফ্যাক্ট্ররি তে উৎপাদিত … যেগুলা চলে না সেগুলা নিয়ে আসে। আর সিম্ফনি যারা আমদানি করে তারা একটু চালাক । মাইক্রোম্যাক্স ইন্ডিয়াতে যে সেট গুলা চালাই ( চাইনা থেকে এনে ) ওরা আমাদের দেশে ওইগুলা সিম্পনি হিসাবে ছাড়ছে । সেজন্য রুট করতে পারছেন ।। 😀 তবে সিম্পনির সেটের মান একটু ভাল । আমি ডব্লিউ ৫ নাড়াচাড়া করে দেখেছি । http://www.androidkothon.com/post-id/270 এই পোস্ট টা দেখেন তাইলে ক্লিয়ার হয়ে যাবেন ক্যান সিম্পফনি রুট করা যায় । ধন্যবাদ 🙂

        @ফাইয়াদ ইফতিখার রাফী: এই পোষ্টটি আমি আগেই দেখেছিলাম এবং মূলত এর সুবাদেই আমি আপডেটের কথা বলেছিলাম । প্রকৃতপক্ষে মাইক্রোম্যাক্স, সিম্ফোনি, মাক্সিমাম এই কোম্পানিগুলোর কিছু কিছু সেটের হার্ডওয়্যার সেইম । শুধু নাম ভিন্ন …। যাই হোক, ধন্যবাদ …

Level 0

ভাই অনেক সুন্দর হইছে ।
http://techorb4u.blogspot.com/ দেখবেন।

The ROM is only 153 MB usable memory for a user only 65-70 MB … what a fraud ship Walton …what a fraud ship ..I am really impressed with your fraud ship … vodrota bojay rakhlam ..karon ..RAM only … 440 MB CPU OK 1.0 Ghz. but ..I just shocked and have any body a right to case against you. grrr r rrr rr
this is my gingerbread experience .. Waltonbd, this is the experience…

    @Ares Raj Mir: আপনি যা লিখেছেন তা নিজে পড়ে বুঝতে পারছেন কি ? আমি বুঝতে পারিনি । তাই, নীরবতা পালন করলাম । 🙂

Level 0

ভাই এটা আমি ব্যবহার করেছি । খুব ভাল লাগছে ।

    @Sujan: ভাই, তাহলেতো আপনাকেই আমি খুজছিলাম । আমি এটা কিনব কিনা ভাবছি । যদি কষ্ট করে এর ভালো এবং মন্দ লাগা দিকগুলো শেয়ার করতেন, তবে খুবই উপকৃত হতাম ।

    @Sujan: vai , ai phone ta die ki skype te video call kora jay?
    Performance kemon ,, ? Configuration to khub e valo mone holo ,, janaben pls ,,,

Level 0

কিন্তু রুট করা যাবে কিনা জানি না । কেও জানলে জানাবেন ।

    @Sujan: দেখা যাক, কিছুদিন তো হল মাত্র । অবশ্যই পেয়ে যাবেন …

RAM : 512
ROM :512 (free space: 151.88)
Camera: Typical Chinese 2 megapixel.

I think PRIMO is far better choice, than a symphony android at around 7,000-10,000 BDT.
Now I am user of the PRIMO, but I have a experience of symphony android too. and sorry for the my previous comment .. it was just a misunderstanding …

    @Ares Raj Mir: ভাই, রাত গায়ি তো বাত গায়ি ! – তাই কি কমেন্ট করছিলেন ভুলে যান । এখন যেহেতু আপনি প্রিমো ব্যাবহার করছেন সে কারনে যদি এর মূল ভালো এবং খারাপলাগা দিকগুলো আমাদের সাথে শেয়ার করতেন (কমেন্ট অথবা টিউন), খুবই উপকৃত হতাম …

Level 0

@Ares Raj Mir: @Sujan: ভাই, আমাদের সাথে সেট টার ভালো মন্দ দিক গুলো শেয়ার করুন, নেটওয়ার্ক, ভয়েস ক্লিয়ারেন্স, ওভারল স্পিড কেমন? আমরা কয়েকজন কেনার ইচ্ছা পোষন করছি ।

Level 0

কোন ভাই যদি সেটটি ব্যবহার করে থাকেন তাহলে ফোনটির ভয়েস কলিয়ারিটি সম্পর্কে জানাবেন, এবং আমি মনে করি কম দাম হিসেবে এটি ভালই হওয়া উচিৎ। একদিন এই সেটটিও রুট করা যাবে।

সেটটি আমি ব্যবহার করছি।কিনলাম গত ১৫/১০/১২ তারিখে। প্রথমে সেটটি কিনে আবোল তাবোল ব্যবহার করে দেখি ঠিতমতো call আসছে না যাচ্ছেনা। পরে দোকানে যোগাযোগ করে নতুন আর একটা সেট আমাকে দিলো। এতে আমি কৃতজ্ঞ। সেটটি খুবই সুন্দর। আমি এক টানা ২৪ মিনিট skype তে কথ বলেছি একটুও কাটেনি। video call করা যায়। ছবি দেখা যায় তবে front camera না থাকায় ছবি যায না।ব্যাটারী চার্জ প্রায় ৭ ঘন্টা।রেজুলেশন দাম ।অপেক্ষা ভাল।gps ভালো।আমার বন্ধুরা প্রায় সকলেই পছন্দ করেছে।rom 151mb এটাই সমস্যা।

রেজুলেশন ভালো । ক্যামেরা ২ মে.পি = নকিয়ার ১.৩ মে.পি । ভয়েস ক্লিয়ারিটি ভাল । আমার মনে হয়েছে গতি নিয়ে সমস্যা নেই । কিন্তু, এর আন্ড্রয়েড সুবিধা গুলি সব মোটামূটি ঠিক থাকলেও, কল সার্ভিস টুকু নিয়ে আমি কিছু টা অসন্তুষ্ট । যেমন *778# কিংবা *566# এ রিকোয়েস্ট কম যায়। আমি নিজে এখনও ভিডিও কলিং করিনি তাই সে ব্যাপারে জানিনা … তবে ব্যাটারি সহ অন্যান্য সকল সুবিধায় সন্তুষ্টি পেলেও ROM(151 MB free) এবং Call service, network ups-downs এগুলি নিয়ে অসন্তুষ্ট আমি ।
আমার মনে হয় ল্যাবে ফোন গুলির অ্যান্ড্রয়েড সুবিধা তেই মনো্যোগী ছিলেন ওয়াল্টন এর কর্মকর্তা গণ … সাধারণ কথা বলার বিষয়টি মুখ্য ছিলো না … ফলে ভোক্তাগন … সেবা পাচ্ছে কিন্তু ভুগতেও হচ্ছে খানিকটা।

    @Ares Raj Mir: আমি অনেক চিন্তা ভাবনা, সার্চিং মার্চিং করে অবশেষে Symphony w5 কিনেছি 🙂 । চিন্তা শেষ ।

ভাই, একটা রিকোয়েস্ট, আমাকে একটু হেল্প করেন প্লিজ প্লিজ প্লিজ।
আমি একটা এন্ড্রয়েড কিনব… খুব আরজেন্ট।
নিঃস্বার্থভাবে একবার বলেন… কোনটা ভালো হবে???
Walton Primo নাকি Symphony W5???
রুমার ভাই, আপনি কেন শেষ পর্যন্ত W5 কিনলেন???

প্লিজ প্লিজ প্লিজ জানাবেন।

    @nurul afsar: আমি প্রথমে কনফিউজড ছিলাম কেননা “অ্যান্ড্রয়েড কথনের” একটি পোষ্টে লেখা ছিল যে সিম্ফোনীর রেজুল্যেশন একটু খারাপ কিন্তু দোকানে যাওয়ার পর W10 আর W5 এর মাঝে খুবই অল্প একটু ব্যাবধান পেয়েছি । দুটিতেই আমি একই থিম ও লাইভ ওয়ালপেপার ব্যাবহার করে দেখেছি । সিম্ফোনী সেটটি খুবই ভালো সার্ভিস দিচ্ছে । আমি আসলে সিম্ফোনীর ফ্যান এবং প্রিমো কিনে রিস্ক নিতে চাইনি । এজন্যেই এই মোবাইলটি কেনা । কিন্তু, আপনি প্রিমো কিনতে পারেন । কেননা, অনেকেই এখন প্রিমো কিনেছেন এবং তারা ভালোই বলছেন । অপরদিকে, w5 এর রেজুল্যেশন ২৪০x৩২০ হওয়ায় অনেক গেইম সাপোর্ট করেনা । ( আমি এ পর্যন্ত ভারী খেলার মাঝে NFS SHIFT,POP এবং HIGHWAY RIDER এই গেমগুলো খেলেছি ।) কোন রকমের সমস্যা ছাড়াই । কিন্তু, অবশ্যই গেইম খেলার ক্ষেত্রে যত রেজুলেশন ভালো হবে ততই মজা পাবেন ।

ভাই আমিও একই সমস্যায় ভূগছিলাম। যাই হোক একজন walton primo ব্যবহারকারী হিসাবে আপনাকে পরামর্শ দিতে পারি আপনি walton কিনতে পারেন। তবে কেনার সময় দেথে নিবেন net use করার সময় call যাওয়া আসা করে কিনা।এটা ঠিক থাকলে বুঝবেন আপরা সেটটিই সেরা।

Level 0

konta ta kena jay….overall consider kore???

কেউ বলবেন যে কোন সেট কিনবঃ Walton primo না Symphony w5 or w10?

Level 0

Assalamualaikum.

* Walton has dual sim (though one is cdma).
* Symphony has AGPS, which is faster than GPS.

Anyway, looks like Walton would be better.

Level 0

Made a mistake at above post. Symphony also have dual SIM feature. And I bought the Symphony W5 model. Although the price of W10 is little higher, W10 seemed slower than the W5.

এটাতে কি N.O.V.A 3 খেলা যাবে?

Level 0

Walton Problem Found!

” ব্যালেন্স চেক করার কোড লিখে সেন্ড করি তখন ১০০% এর মধ্যে ৯৭% ভাগ সময়ই একটা এরর দেখায়, তা হল- “Connection Problem or Invalid MMI Code” যা অতি বিরক্তিকর। এমনকি স্ক্র্যাচ করে ব্যালেন্স রিচার্জ করার সময়ও একই সমস্যায় পড়তে হয়”