এন্ড্রয়েডে ইন্টারনাল মেমোরি কম??? এই সমস্যা আর নয়। আসুন এই সমস্যার সমাধান করি

অনেকেই এই পদ্ধতি জানেন অনেকে জানেন না।

যা যা লাগবেঃ

  • ১। রুটেড এন্ড্রয়েড ফোন
  • ২। কম্পক্ষে 4 gb মেমোরি কার্ড।(২gb মেমোরি কার্ডে করা যেতে পারে।কিন্তু তখন এক্সটারনাল মেমোরি কম হয়ে যাবে)
  • ৩। Link2sd সফটওয়্যার https://market.android.com/details?id=com.buak.Link2SD&hl=en
  • ৪। Mini tool partition wijard/EASEUS Partition Master Home Edition http://www.partitionwizard.com/download.html

পদ্ধতিঃ

➡ ১।যেহেতু আপনার মাইক্রোএসডি মেমরি কার্ডের একটি পার্টিশন তৈরি করা হবে তাই আগে সব কিছু কম্পিউটারে ব্যাকআপ রেখেনিন যাতে কোন সমস্যা হলে কোন ডাটা না হারায়।

➡ ২।সেকেন্ডারি পার্টিশন তৈরিঃ

  • প্রথমে আপনার ফোন এর Setting>Developer options এ গিয়ে Usb debugging এ টিক মার্ক দিন।
  • Connectivity তে গিয়ে Usb connection mode এ Mass storage mode(MSC) সিলেক্ট করুন।
  • তারপর কম্পিউটারে Mini tool partition wijard ইন্সটল করুন।Usb দিয়ে আপনার ফোন pc তে কানেক্ট করুন। Mini tool partition wijard চালু করুন।আপনার মেমোরি কার্ড সিলেক্ট করুন। উপরের দিকে দেখেন Move/Resize নামের একটা বাটন আছে। ওইটাতে ক্লিক করুন। এরপর নিচের ছবির মত কাজ করতে থাকুন।


➡ (Unlocated space after এ আপনি যতটুকু মেমোরি ইন্টারনাল মেমোরি হিসেবে বেবহার করতে চান তততুকু রাখবেন।4gb মেমোরি হলে আমার মতে 512mb/1024mb নেয়াই ভাল।)







➡ এবার আপনার ফোনটি কম্পিউটার থেকে disconnect করুন।

➡ ৩।আপনার ফোন এ Setting>Security তে গিয়ে Unknown sources এ টিক মার্ক দিন।

➡ ৪। Link2sd সফটওয়্যার টা ফোন এ ইন্সটল করুন।Link2sd চালু করুন।নিচের মত menu আসলে fat32 সিলেক্ট করে Ok দিন।(যদি এই menu না আসে তাহলে ফোন restart দিয়ে আবার link2sd চালু করুন।)

➡ Superuser request Allow করুন

➡ নিচের মত messege দেখালে ফোন restart করুন

তাহলেই মুল কাজ শেষ।

➡ ৫। সব কিছু ঠিক আছে নাকি দেখার জন্য Link2sd চালু করে Menu>Storage info তে গেলে নিচের মত দেখাবে


➡ ৬। এরপর Menu>Multiselect এ যান।

➡ এরপর যে app গুলা আপনি মেমোরি কার্ড এ নিতে চান সেগুলা মার্ক করুন।অথবা select all এ দিতে পারেন।কিন্তু system app গুলা মার্ক করা যাবে না।(play store,map বাদে)


➡ App মার্ক করা শেষ হলে Menu>Action>Create link সিলেক্ট করেন।


➡ নিচের ৩টা বক্স এ যেন টিক দেয়া থাকে।তারপর ok দেন।


➡ কাজ শেষ হলে নিচের মত দেখাবে।


➡ এরপর menu>configure এ গিয়ে Autilink এ টিক মার্ক করে বের হয়ে আসুন।

কাজ শেষ। লেখায় ভুল হলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।

Level 0

আমি তানভির। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ধন্যবাদ। ভাই একটি প্রশ্ন যদি এভাবে সফলভাবে করি তারপর মেমোরি কার্ড যদি খুলে আবার লাগায় তাতে কি কোন সমস্যা বা আবার কোন চেঞ্জ করতে হবে কি না?

ভাই রুট করা ছাড়া কোনো প্রছেস নাই? থাকলে বলেন না ভাই।

    @ডাইলখোর: koekdin age techtunes e 1ta post die cilo jeta te bola hoe cilo root carai sob app memory card r install korar process.oita dekhte paren

    App 2 SD app টির মাধ্যমে আপনি apps ইন্সটল করার পর মেমোরি কার্ড এ ট্রান্সফার করতে পারবেন। এ জন্য রুট করার প্রয়োজন নেই। এই জন্য আপনারএন্ড্রয়েড version 2.2+ হতে হবে. তবে এই পদ্ধতিতে কোন সিস্টেম অ্যাপ মেমোরি কার্ড এ ট্রান্সফার করবেন না। @ডাইলখোর

শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব ভাল ভাবে এক্সপেরিয়া এক্স১০ এ কাজ করল আপনার পদ্ধতিটি। আমার সেটটির ফার্মওয়ার ভার্সন ২.১ হওয়ায় app2 sd দিয়েও কাজ হচ্ছিলো না। link 2 sd method নিয়ে আগে অনেক পোস্ট হওয়া সত্ত্বেও কেন জানি মেমোরি পার্টিশন করার জন্য মন সায় দেইনি। তবে আপনার বিস্তারিত পোস্টটি দেখে আজকে কেন জানি পার্টিশন করার ইচ্ছা হল এবং কাজটা খুব ভাল ভাবে হল (আলহামদুলিল্লাহ)। শুধু আপনার দেয়া c/net লিঙ্ক থেকে Mini tool partition wijard টা ডাউনলোড করা গেল না। যাইহোক অন্য লিঙ্ক থেকে ডাউনলোড করে কাজটা করলাম।

Level 0

অনেক ধন্যবাদ।

vaai amar ta walton primio amar ta ki hobe ar ics a update kora jabe ki na janaben

bro…amio ei niom a sob kichu korci & successfully kaz o hoice but app link korar poro ‘dalvik-catch’ ta link hoiteche na…eita set memory tei thaika jaiteche ‘/data/dalvik-catch/’ folder a…ar amar 2nd partition dekhacce ‘data/sdext2/’…amito fat select korcilam….app er sob data ki mmc te newa jabe na ????

Level 0

Assalamualikum.
vaijan amar kaj to hochhana. ami sob thik motoe korchi partition korlam
link2sd download korlam.
link2sd jokhon open kora FAT32/FAT16 a dia ok kori tokhon nicher message ta ase…….
Link2SD could not obtai root access.
if you have root access make
sure you respond’Allow’ or
‘Grant’ to the superuser rquest.

please anybody help me

memory card ta khule jodi onno kono memory lagai, tahole ki ai system ta baad hoye jabe,!! @admin

Level 0

ami jodi partitioned memory abar ager moto korte cai tahole ki korbo. kindly janaben as soon as possible

ami jodi next time internal meomory aro barate chai…or internal partition ta delete korte chai tahole ki korte hobe..pls janaben

Level 0

অনেক ধন্যবাদ ভাই। আমার Galuxy y এর মেমোরি নিয়ে পুরা ঝামেলায় ছিলাম দুই একটা গেইম ইন্সটল দিলেই বলে phone memory almost full delet some items. আপনার পদ্ধতিটা অনেক সহজ।

Level 0

shob complete korlam but create link korar por likha uthe link2sd package invalid…ki korbo? pls janaben..

Xperia set gular jellybean(4.2.2)
version e Ki Kora somvob??@ root Kora,

অনেক সহজ হয়েছে আপনার টিউোরিয়ালটি। আমি এর আগে চেষ্টা করেছিলাম কাজ হয়নি। আজ সফল হলাম।

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই এত সুন্দর একটি টিউন করার জন্য।

thanks

vai Link2sd chalu kore FAT32/FAT16 select korer por….Mount script cannot be created..

Not allowed to SU..eitar kono somadan ace? plzz help

Level 0

Dear Admin plz help me
1.vai Link2sd chalu kore FAT32/FAT16 select korer por….Mount script cannot be created..

2. Not allowed to SU..eitar kono somadan ace? plzz help
solution plz

ভাই, আমি চেষ্টা করেছিলাম সব কিছুই ঠিকঠাক হয়েছিলো, কিন্তু শেষ পর্যায়ে couldn’t to link এই ধরনের মেসেজ আসছিলো তাই ভাবলাম আমার দ্বারা এইটা সম্ভব নই। তাই এখন আমি আমার SD Card Format দিলাম কিন্তু আমার Memory Card-এর আগের Space ফিরে পাচ্ছিনা। কেমন করে আমার হারানো Space ফিরে পাবো help me plz……….

ভাই, আমি আমার SONY EXPERIA C সেটটি রুট করেছি। আপনার টিউন মত কা্র্ড পার্টিশনও করেছি কিন্তু আমার সেটএ SUPERUSER নামে কোন OPTION আসে না। কি করতে পারি?

Link2SD দিয়ে লিঙ্ক করলে কি লাভ হয়? কোন কিছু ইন্সটল করলে তো ডিভাইস মেমুরী কমতে থাকে।