ROOT করুন আপনার Symphony W5 !

আজ সকালে টেকটিউনসে এসে “এন্ড্রয়েডে ইন্টারনাল মেমোরি কম??? এই সমস্যা আর নয়। আসুন এই সমস্যার সমাধান করি” পোষ্টটি দেখেতো আমি খুব খুশি ! ভাবি যাক, এইবার বোধহয় পাওয়া গেল একটি সমাধান ! কেননা, আমার স্বল্পমূল্যের W5 এর স্বল্প ইন্টারনাল মেমরী নিয়ে আর পারছিলাম না । তাই কেনার পর থেকে ব্যাবহারই করিনি । তো মজায় মজায় পোষ্টটি খুললাম । কিন্তু যখন দেখলাম এই প্রণালীতে “রুটেড” ফোন দরকার হবে তখন আমার আনন্দ পুরোটাই মাঠে মারা গেল । চরম মেজাজ খারাপ হল !! জিদ চেপে গেল !! মনে মনে বলি, “এখন রুট করতেই হবে ! ব্রিক হলে হবে ! এমনিতেও ব্যাবহার করিনা, নষ্ট হলে হল !!” নতুন ভাবে গুগল মামাকে খোঁচতে শুরু করলাম । এবং পেয়েগেলাম প্রথম এবং কার্যকর উপায় । চলুন শেয়ার করে ফেলি ...। কেননা, আমার মত সব W5 ব্যাবহারকারীরা যে কি কন্ডিশনে আছেন তাতো বোঝাই যায় ।

এখানে আমাদের একটি এক্সট্রা ক্যাবল লাগবে । নাম হচ্ছে OTG ক্যাবল । আমি নেট থেকে টিউটোরিয়াল দেখে বানিয়ে নিয়েছি । থাক, আপনাদের খুঁজতে যেতে হবেনা । আমিই ছোট করে দিচ্ছিঃ আমরা চাইলে কিনতেও পারি । এটি বানানোর জন্য আমাদের একটি অব্যাবহারিত ইউএসবি ক্যাবল লাগবে । আপনি আপনার ফোনের সাথে দেয়া ক্যাবলটিও ব্যাবহার করতে পারেন । নরমাল ক্যাবল আর OTG ক্যাবলের মাঝের পার্থক্যটি নিচের চিত্রে সাহায্যে খেয়াল করুন ।

f

ছবির রেগুলার ক্যাবলের মাথার SENSE এর অংশটি খালি থাকে । আর OTG ক্যাবলে এই অংশটি GND (এর মানে সম্ভবত GROUND) এর সাথে যুক্ত থাকে । ব্যাস । এটাই কাহিনী । আপনাকে যা করতে হবে তা হচ্ছে আপনার ক্যাবলের মাথাটি খুললে দেখবেন চারটি তার । চার রঙের । এর মাঝে একটি জায়গা ফাঁকা । সেই ফাঁকা যায়গা কে কালো তারটির স্থানের সাথে যুক্ত করে দিতে হবে । এই যা । তবুও আমি ইলাস্ট্রেট করে দেখানোর চেষ্টা করছিঃ

gf

আরও ভালো করে দেখুন । আমার ক্যাবলের ছবিই দিএ দিয়েছিঃ

ফদ্গফ

দেখুন । আপনি যখন ক্যাবলের মাথাটি কাটবেন (সাইড থেকে) তখন প্রায় এরকম একটি অংশ পাবেন । এখানে চারটি রঙের মাঝে নীল রঙের স্থানে সাদা তারও পেতে পারেন । কিন্তু আপনার কালো ছাড়া অন্য কোন রঙের দিকে মনযোগ দেয়ার প্রয়োজনই নেই । শুধু কালো তারটি সাথে বাকী যে একটি ফাঁকা অংশ আছে তা যুক্ত করে দিলেই হয়ে যাবে । ওই ক্যাবলটি হয়ে যাবে OTG ক্যাবল । এখন প্রশ্ন হতে পারে, “নরমাল ক্যাবল কেন নয়?” এজন্যেই নয় – কেননা নরমাল ক্যাবল দিয়ে পিসির সাথে কানেক্ট করলে পিসি মাঝে মাঝে ডিভাইসটি পায়, আবার মাঝে মাঝে পায়না । কিন্তু, এই কাজটি OTG ক্যাবল দিয়ে করলে হয় না । আপনি আপনার সিম্ফোনী ডিভাইসটি নরমাল ক্যাবল দিয়ে কানেক্ট করে ডিভাইস ম্যানেজারে গিয়ে দেখতে পারেন । দেখবেন একবার পাচ্ছে, আবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে । যাই হোক, আমারা OTG ক্যাবল প্রস্তুত করে ফেলেছি । এখানে একটি কথা বলে দেই যে ক্যাবলের মাথা কাঁটার সময় অবশ্যই সাইড থেক কাটবেন । ছবিটি দেখুনঃ

ggfgfgf

যারা এ নিয়ে কাজ করেছেন । তারাতো জানেনই । আর যারা নতুন তারা দেখবেন ক্যবলের সাইডে ঠিক মাঝে একটি জোড়ার অংশ আছে । ওখানে সাবধানে ব্লেড দিয়ে কাটবেন । আর একটী কথা টানা টানি করে কাটতে গিয়ে ক্যাবলের সবুজ তারটি ছিড়ে গিয়েছিল । আপনারও যদি একই সমস্যা হয় তবে ভয় না পেয়ে ক্যাবলটি মোবাইলটির সাথে কানেক্ট করে অপর প্রান্তের MALE অংশটি ইউসবি পোর্টে ঢুকান (পেনড্রাইভের যে অংশটি আমরা ইউসবি পোর্টে ঢুকাই তা হচ্ছে MALE আর যেখানে ঢুকাই তা হচ্ছে FEMALE) । দেখবেন ব্যাটারীতে চার্জিং ইন্ডিকেট করছে । এখন ছিড়ে যাওয়া তারটি ফাঁকা দুটি অংশের যে কোন অংশে ঢুকান (ফাঁকা অংশ কিন্তু এখন দুটি । কেননা একটি আগেই ফাঁকা ছিল, আর অন্যটি থেকে তার ছিড়ে অংশটি ফাঁকা করে দিয়েছে) । যদি দেখেন যে স্ক্রিনে কোন পরিবর্তন আসছে না তখন অন্যটিতে লাগান । যে ফাঁকা স্থানটির সাথে তারটি লাগালে আপনার স্ক্রিনে “USB DEBUGGING” অংশটি আসবে, সেই অংশ থেকেই তারটি ছিড়েছিল । জোড়া দিয়ে নিন । OTG নির্মান শেষ !!

এবারে এখান থেকে সবগুলো ফাইল এক এক করে ডাউনলো করুন ।

সবার আগে মোবাইলের ব্যাটারীর চার্জ পূর্ন করুন ।

ধাপ-১:

W5 কে পিসিতে কানেক্ট করলে যে সমস্যায় প্রথমেই পরি তা হচ্ছে এর ড্রাইভার নিয়ে ! আর ড্রাইভার ছাড়া রুট সম্ভব নয় । তাই এই ধাপটি ড্রাইভারর ইন্সটলেশনের ।

► ড্রাইভার ইন্সটল করার জন্য প্রথমে উপরের লিঙ্ক থেকে ডাউনলোড করা “MT6575 USB VCOM drivers.7z” ফাইলটি extract করুন ।

► আপনার মোবাইলটি বন্ধ করে ব্যাটারী খুলে ৪ থেকে ৫ সেকেন্ড অপেক্ষা করে ব্যাটারীটি পুনরায় লাগিয়ে ফেলুন । মোবাইল চালু করবেন না ।

► এবার OTG ক্যাবলটি মোবাইলের সাথে এবং MALE প্রান্তটি ইউসবির সাথে যুক্ত করুন ।

► ডিভাইস ম্যানেজারে যান এবং নিচের চিত্রের সাথে মিলিয়ে দেখুন ।

fd

► এখন আপনি যদি ডিবাইসটি রিমুভ করেন পিসি থেকে এটি হারিয়ে যাবে এবং ইনসার্ট করলে আবার ফিরে আসবে । যদি তা না হয় তবে OTG ক্যাবলেই সমস্যা হয়েছে । ধরি আপনার OTG ক্যাবলটি ঠিকই আছে । তাহলে আপনি আপনার ডিভাইসটি ইনসার্ট করলে “Unknown Device” অপশনটি আসবে এবং এটি স্থির থাকবে । এখন এর উপর রাইট ক্লিক করে “Driver” অংশে গিয়ে “Update Driver” এ ক্লিক করব । এবং ব্রাউজ করে একটু আগে এক্সট্র্যাক্ট করা “MT6575 USB VCOM drivers” ফোল্ডারের মাঝে রাখা “WIN7” সিলেক্ট করে OK করব । এভাবে সফলতার সাথে ইন্সটল করার পরে আমরা নিচের চিত্রের মত একটি চিত্র দেখতে পাব ।

gfg

ধাপঃ ২

► এবার নামিয়ে নেয়া ফাইল গুলো থেকে “SP_Flash_Tool_v3.1224.01.7z” এবং “ROM-Boot.7z” ফাইল দুটি extract করবো ।

► আপনার মোবাইলটি বন্ধ করে ব্যাটারী খুলে ৪ থেকে ৫ সেকেন্ড অপেক্ষা করে ব্যাটারীটি পুনরায় লাগিয়ে ফেলুন । মোবাইল চালু করবেন না ।

► এবার OTG ক্যাবলটি মোবাইলের সাথে এবং MALE প্রান্তটি ইউসবির সাথে যুক্ত করুন ।

► এখন ডিভাইস ম্যানেজারে গিয়ে চেক করব যে “MTK USB Port” ডিটেক্ট করেছে কিনা ।

► এখন এক্সট্র্যাক্ট করা SP Flash Tool folder থেক “Flash_tool.exe” রান করব এবং প্রথমত আমরা মোবাইল থেকে পড়ার চেষ্টা করবো অর্থাত “Read” করার চেষ্টা করবো ।

► নিচের চিত্রের মত “Scatter-loading” অথবা “File –> Open Scatter-loading File…” বাটনে ক্লিক করবো । এবং ব্রাউজ করে এক্সট্র্যাক্ট করা “ROM-Boot.7z” ফোল্ডারের ভেতরে “Test-Read-Back” ফোল্ডারটির মাঝে রাখা “MT6575_Android_scatter.txt” ফাইলটি সিলেক্ট করবো । “Download agent” এর জন্য আমরা নিশ্চিত হয়ে হব যে “MTK_AllInOne_DA.bin” এই ফাইলটি সিলেক্ট করা আছে কিনা । “BOOTIMG” তে টিক দেব । নিচের চিত্রটি ভালো ভাবে লক্ষ্য করুন ।

fdfd

► এবার “Read Back” ট্যাবে ক্লিক করে “Add” অপশনটিতে ক্লিক করব । “PageSpare” এর উপর ডাবল ক্লিক করব । নিচের চিত্রটি দেখুনঃ

fdfdfdfd

► boot.img টাইপের একটি ফাইলনেম টাইপ করুন ।

► নিচের চিত্রের মত একটি উইন্ডো আসবে । “Hex” এবং “Read Page Only” অপশন দুটিতে ক্লিক করবো । এবার Start Address হিসেবে 0x5C0000 এবং Length হিসেবে 0xA00000 দিয়ে OK করবো এবং “Read Back” অপশনটিতে ক্লিক করবো । নিচের চিত্রটি দেখুনঃ

gfgf

► সব কিছু ঠিক থাকলে নিচের চিত্রের মত একটি উইন্ডো পাবেন ।

trtrtr

►  আমরা যে boot.img পেয়েছি সেটিই মূল ইমাইজ । এটি সংরক্ষুন করুন যদিও একটু আগে নামানো ফাইলগুলোর মাঝে মূল ইমেইজটি দেয়া আছে । পরবর্তিতে ফিরে যেতে চাইলে এটি ব্যাবহার করতে পারেন ।

► এবার আমরা unprotected rom কে write করবো ।

[ এ পর্যন্ত না আসতে পারলে পূর্বের ধাপ গুলো ফলো করুন । ]

এখন আবারোও,

► আপনার মোবাইলটি বন্ধ করে ব্যাটারী খুলে ৪ থেকে ৫ সেকেন্ড অপেক্ষা করে ব্যাটারীটি পুনরায় লাগিয়ে ফেলুন । মোবাইল চালু করবেন না ।

► এবার OTG ক্যাবলটি মোবাইলের সাথে এবং MALE প্রান্তটি ইউসবির সাথে যুক্ত করুন ।

► এখন ডিভাইস ম্যানেজারে গিয়ে চেক করব যে “MTK USB Port” ডিটেক্ট করেছে কিনা ।

► আবার “Flash_tool.exe” রান করব । “Scatter-loading” বাটনে ক্লিক করে এক্সট্র্যাক্ট করে রাখা “ROM-Boot.7z” ফোল্ডারে যাব । এবং এর ভেতরে থাকা “Symphony-Unprotected-Bootimage” ফোল্ডারটির মাঝে রাখা “MT6575_Android_scatter.txt” ফাইলটি সিলেক্ট করব । এখানে খেয়াল করুন যে শুধুমাত্র BOOTIMG এ টিক দেয়া আছে । এবং এতে ডাবল ক্লিক করে নিশ্চিত হয়ে নিন যে এটিতে “boot-un-pt.img” সিলেক্ট করা আছে কি নেই । আর PRELOADER ফাইলটিতে ডাবল ক্লিক করে নিশ্চিত হয়ে নিন যে এর মাঝে “preloader_gionee75cu_nand_gb2.bin” সিলেক্ট আছে কিনা । না থাকলে সিলেক্ট করে দিন । উল্লেখ্য, PRELOADER এ টিক দেয়া যাবেনা । ওটা ফাঁকাই থাকবে । ভালোভাবে বুঝতে নিচের চিত্রটি দেখুনঃ

gfdgdfgdf

► এবারে “Download” বাটনে চাপ দেব । তখন রাইট করার কাজ শুরু হবে । যদি কাজটি সফল হয় তবে আপনি OK এর একটি উইন্ডো পাবেন । (এখানে আমার একটি উইন্ডো এসেছিল যেখানে “Not all ….” টাইপের কিছু লেখা ছিল । আপনারও যদি আসে তবে OK দিন । এই কাজটি সফল ভাবে হলে আপনি আপনার মোবাইলটি আনপ্লাগ করে, মোবাইলটি বন্ধ করে ব্যাটারী খুলে ৪ থেকে ৫ সেকেন্ড অপেক্ষা করে ব্যাটারীটি পুনরায় লাগিয়ে ফেলুন । এবার আপনি আপনার মোবাইলটি অন করুন ।

► মোবাইল থেকে Settings –> Application –> Applications এ গিয়ে “Unknown sources” টিক চিহ্ন দিন যদি দেয়া না থাকে । এরপর আবার Settings –> Application –> Applications –>Development এ গিয়ে “USB debugging” এবং “Allow mock locations” এ টিক চিহ্ন দিন ।

► এবার আপনার মোবাইলটি নরমাল ক্যাবল দিয়ে পিসির সাথে কানেক্ট করে ডাউনলোড করা “SuperOneClickv2.3.1-ShortFuse” ফোল্ডারটি এক্সট্র্যাক্ট করে এর মাঝে থাকা “SuperOneClick.exe” রান করান । এক্ষেত্রে আপনি যখন মোবাইলটি পিসির সাথে কানেক্ট করবেন তখন কিছু না দেখালে বা ইরর দেখালে ব্যাপারটি জাস্ট ইগনর করে যান । ব্যাপার নাহ !! * “SuperOneClick.exe” করার পর “Root” অংশে ক্লিক করুন । এটি প্রয়োজনীয় ড্রাইভার ইন্সটল করা শুরু করবে । এই প্রক্রিয়ার মাঝে কিছু উইন্ডো আসবে যা আপনাকে কনফার্মেশনের জন্য বলবে । OK অথবা Yes করুন । আর এভাবেই আপনার ফোনটি রুটেড হয়ে যাবে ।

দেখুন " কীভাবে Symphony W5 এ CWMR (Clockworkmod Recovery) ইন্সটল করতে হয় " ...

আমি এই টিউটোরিয়ালটি রবিউল ভাইয়ের ব্লগ থেকে সংগ্রহ করেছি । বলা চলে টিউটোরিয়াল অংশটি একেবারেই শুধু ট্র্যান্সলেট করেছি । আপনাকে অনেক ধন্যবাদ রবিউল ভাই । এবং আপনাদের বলছি এই পদ্ধতি ডাবল ভেরিফায়েড অর্থাৎ প্রথমে রবিউল ভাই এবং পরে আমি সফল হয়েছি পারফেক্টলি । তবুও ভাই, সতর্ক ভাবে করবেন । কেননা, ব্রিক টিক হলে আমাদের কিন্তু দোষ দিতে পারবেন না ।

ধন্যবাদ ।

Level 0

আমি রুমার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 243 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিপস এন্ড ট্রিকস খুঁজে ফিরি ... :)


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অভিনন্দন, রুট করতে সফল হওয়ায়। পাশাপাশি অনেক ধন্যবাদ বাংলা ভার্শনের জন্য।

রবিউল ভাইয়ের পোস্টে আমি কমেন্ট করেছি, খেয়াল করেছেন হয়তো। ওখানে কিন্তু তিনি বলেছেন OTG ক্যাবলের পাশাপাশি USB male to male connector লাগবে। আমি এই ব্যাপারটা বুঝিনি। আপনার পোস্টেও এই USB male to male connector এর কথা বলা নাই। প্লিজ বিষয়টা ক্লিয়ার করেন।

আর OTG ক্যাবল বানানোর যে তরিকা দিলেন, তা বেশ সহজ লাগছে। আমার কাছে নোকিয়ার পুরনো একটা মাইক্রো ইউএসবি ক্যাবল আছে, এটা দিয়ে আমি মাঝে মধ্যে আমার W5 চার্জ দেই, কাজ হবে এটা দিয়ে?

আপনার সাথে তো আরেকটা পোস্টে আমার হালকা কথা-বার্তা হয়েছিল, মনে আছে? ওই যে W5 রুট নিয়ে….

ডিভাইসটা রুট করতে না পেরে কি রকম যন্ত্রণার মধ্যে আছি বুঝতেই পারছেন 🙁

    @মাসউদুল আলম: জ্বী ভাইয়া । আশা করি যন্ত্রনা শেষ !! তবে রুট করার পরেই অবশ্যই অরিজিনাল রম ব্যাকাপ করে নেবেন । আমি ব্যাক আপ করার আগেই বহু কিছু মুছে দিয়েছি ।

আচ্ছা, রুমার ভাই, OTG Cable বানাতে কালো তারটির সাথে ফাঁকা অংশের জোড়া দিতে যে কোন সাধারণ তার হলেই চলবে? নাকি নির্দিষ্ট কোনো তার লাগবে? আপনি এক্ষেত্রে কি করেছেন?

    @মাসউদুল আলম: খুব সাধারন তার হলেই হবে । আমিতো তারের কুন্ডলির মাঝে যে চিকন তার গুলি থাকে তার একটি দিয়ে কাজ করেছি ।

Level New

ata ki shodho symphoni-w5 er jonno naki onnanno andoid mobileo hobe

    @sohel_199885: আমি নিশ্চিত নই, তবে MTK ডিভাইস গুলোর ক্ষেত্রে কাজ করার কথা । হালকা মোডিফাই করতে হবে আর কি …

এতো কষ্ট করে ইউএসবি ক্যাবল কেটে খুললাম, খুলে দেখি মাত্র চারটা পিনই আছে। কোন ফাঁকা পিন নাই। শুধু শুধু নোকিয়ার অরিজিনাল একটা ক্যাবল নষ্ট 🙁

Level 0

অনেক ধন্যবাদ অনুবাদের জন্য। আপনি অনুগ্রহ করে পুরো পোস্টটা বর্ননা করলে অনেকেরই সুবিধা হবে। বিশেষ করে CWMR ছাড়া root করা বিপদজনক আর একরকম অর্থহীনও।

@মাসউদুল আলম:
usb male to male এর ব্যপারটি হলো, যখন আপনি otg কেবলের micro usb অংশটি মোবাইলে লাগাবেন, তখন কেবলের অন্যপ্রান্তে থাকবে usb female port (কম্পিউটারের মতো), এটা কম্পিউটারে লাগবে না। তখন এই female port এ male to male connector লাগাবেন, আর male to male connector এর আরেক মাথা কম্পিউটারে লাগাবেন। যদিও আমি করি নাই, কিন্তু বিষয়টা বুঝেছি। নিজে সাধারন কেবলকে otg করলে যেমন রুমার ভাই করেছেন, তখন আর male to male connector লাগবেনা, এটা দরকার শুধু অরিজিনাল otg কেবলের জন্য।

    @abakelite: আচ্ছা ওটাও দিব …।

    @abakelite: আপনিই কি রবিউল ভাই ?

      Level 0

      আসসালামুআলাইকুম।
      জ্বী ভাই, ঠিকই ধরেছেন :)।
      আপনি কি আ্যডমিনে আছেন? আপনার বাংলা লেখাটা খুব সাবলীল, প্রচুর পড়েন বোধহয়।
      ভালো থাকবেন।
      ধন্যবাদ।

ami kisu din age amar walton primio ta root korlam but kisu buzlam na kono lav hoi na abar internal memory low dekhai keen:((

Level 0

ভাই custom cwm recovery install করা ছাড়া এভাবে root করে পরে অশুবিধায় পরতে হবেনা!!

Level 0

super one click soft ta use koren,hudai eto vejal korben kn?
ami amar w10 korsi.
w5 o howar kotha.
try kore dekhte paren…

    @m.d.vikral: ডিরেক্ট সুপার ক্লিক দিয়ে করলে কাজ হয়না । আমি দেখেছি । অবশ্য আগে ড্রাইভারও ছিলনা ।

ভাই অনেক ধন্যবাদ । জটিল টিউন । ভাই আমি রুট করতে চাই না তবে একটা ব্যাপারে আপনার সাহায্য প্রয়োজন । আমার Symphony w 5 আছে । Symphony অফিসিয়াল সাইট থেকে pc suite নামাইছি কিন্তু driver কোথাও পাইনাই । pc suite instal দিছি কিন্তু mobile connection পায় না। Connect করতে চাইলে দেখায় যে your driver instal was not successful. আমার সেটের জন্য ভাল pc suite, driver কোথায় পাব কিনবা কি ভাবে pc সাথে আমার mobile connect করব ? আপনি যে Driver দিসেন তা আমার মোবাইল দিয়া নামাইছি কিন্তু দেখি মাত্র দুই কেবি। বুঝতাছিনা কি নামাইলাম আর তা দিয়া কাজ হবে কিনা ! আমি Computer > manage > device manager > Symphony driver icon হলুদ হয়ে থাকে । scan for hardware change করছি কিন্তু কোন কাজ হয়নাই।

    @কামরুল: ভূল বলেন কেন ? জিপ ফাইলের সাইজ ২.০৮ কেবি ! আর এক্সট্র্যাক্ট করলে হয় ২৪ কেবির মত !! 😀 😀 … মজা করলাম । ভাই, সাইজ ছোট হলেই যে কাজ হবেনা তা কিন্তু নয় । উপরে উল্লেখিত নিয়মানুসারে OTG ক্যাবল দিয়ে ড্রাইভার ইন্সটল করে নিন । আর, রুট করবেন না কেন ? আমি কাল রুট করেছি । ৪০ টির উপর অ্যাপস ইন্সটোল করার পরেও আমার রম ৭৭ এমবি খালি আছে … তাহলে বুঝুন …। আর এছাড়াও আমি অনেকবার স্ক্রিন ক্যাপচার করতে চেয়েও ব্যার্থ হয়েছিলাম । কিন্তু রুট করার পর প্রথম বারেই সফল ! এরকম হাজারো কাজ আছে যা রূটেড ফোন দিয়ে আপনি করতে পারবেন । সো, ট্রাই করে দেখতে পারেন । সমস্যা হলে থোরা বহুত যা নলেজ আছে তা দিয়েই না হয় সাহায্য করব । এছাড়া রবিউল ভাইও আছে ।

vai ami to manage device e others devices e pelam na, ki krote pari ? plz help, khob jontronay asi vai

“Device Manager” এ যাওয়ার পর যদি আপনার ফোনটি সফল ভাবে OTG এর সাথে যুক্ত থাকে তবেই Others device অপশিনটি পাবেন । আর এরপর এর ড্রাইভার ইন্সটল হয়ে গেলে PORTS (COM and LPT) এর মাঝে পাবেন ।

আপনার BOOTIMG ডাউনলোড হতে কয় মিনিট সময় লেগেছিল?

    @মাসউদুল আলম: খুবই কম । ধরুন, ৪০ সেকেন্ড থেকে ১ মিনিট … বা তারও কম … একটা ছবি আপডেট করে দিলাম আপনার জন্য । দেখুন, আশা করি কাজে লাগবে ।

অবশেষে Symphony W5 রুট করতে সক্ষম হলাম 🙂 অনেকানেক ধন্যবাদ আপনাকে

Level 2

bro aivhabe ki samsung galaxy pocket kra jabe????

    @Rafit: আপনি সরাসরি গুগলে সার্চ দিন । এটিতো বিশ্বমানের সেট । অনেক লিঙ্ক পাবেন ।

অনেক ধন্যবাদ।

vai ami skydrive theke download korte parchi na. pls help

    @alamgirfeni: আসলে রবিউল ভাইয়ের আপডেট করা ফাইলগুলোর লিঙ্ক দিয়েছি । আমি করেছি, মাসুদুল ভাই করেছেন … হচ্ছেতো ডাউনলোড …। আপনি ভালো করে আইডিএম দিয়ে চেষ্টা করে দেখুন । শুধু এক একটির উপর ক্লকি করলেই চলবে …

vai skydrive theke download korte parchina. pls mediafire-e den.

rumar vai, amar data cable er 4ta pin pelam . black ta ki still base er sathe connect korbo ?

    @bandor-pola: ৪টা পিন পেলেন ? নাকি ৪টা পিনের সাথে তার যুক্ত আছে, আর আরেকটা পিন খালি ? যদি চারটা পিনই শুধুমাত্র থাকে তবে এটা দিয়ে সম্ভবত হবেনা । ৫ পিনের হতে হবে । এবং একটি পিন খালি থাকবে । ওই খালি পিন টাকে কাল তার (গ্রাউন্ডের সাথে যোগ করতে হবে) ।

      @রুমার: vai 4ta pin e pelam. khali pin nai. now ki ai cable diye hobe naki cable kinte hobe ? 5pin r cable chinbo kivabe ?

ভাই
সিম্ফনি যে usb charger+cable দিসিলো অইটা দিয়ে কি হইসে??
আমি ত কুনো খালি পিন পেলাম না
যদি এইটা দিয়া না হয় তবে আর কনটা ইউস করতে পারি
না বাজার থেকে আলাদা কিনতে হবে???
জলদি কিসু বলেন
ফন চার্জ দিতে পারছি না

ভাই
কাল অংশ টা খুল্লে শাদা রঙ্গের শক্ত আবর্অন টা কাটতেই পারি নাই।

    @Callmefenix: আপনি কি সিম্ফোনির চার্জার খুলছেন নাকি স্যামসাঙ্গের ? স্যামসাঙ্গের টার ভিতরে এইরকম থাকে । আমার একটায় পাইছি । সিম্ফোনি বা অন্য কোন চাইনিজ চার্জারের ক্যাবল দিয়ে ট্রাই করতে পারেন ।

vai ami symphonir ta katsi , 4ta pin paisi. khali pin pelam na. kalo oin ta kontar sathe connect korbo ?

    @bandor-pola: তাহলে অন্য ক্যাবল ব্যাবহার করতে হবে ভাইয়া । কেননা, খালি পিন না থাকলে হবেনা । খালি পিনটি সেনস যুক্ত হবে গ্রাউন্ডের সাথে ।

      @রুমার: vai apnare akhazar kiss :-* root korlam ai matro. tnx tnx tnx tnx tnx

        @bandor-pola: কনগ্রাচুলেশন বস । রুট করার পরে মনে অনেক শান্তি লাগে, তাইনা ?

Level 0

জটিল টিউন !!!!!!!!!!!

bai amar W10 pls help me root korbo.. (Bai Cell number ta deban? [email protected]

    @এস,এম,সুমন নেট: বস, সেল নম্বর দিতে আমার সমস্যা নেই । কিন্তু, আমি আপনাকে w১০ এর ব্যাপারে সাহায্য করতে পারবোনা। আমি যদি আন্দাজও করি যে এই/ঐ প্রক্রিয়ায় হবে তবুও আমি আপনাকে সাহায্য করবোনা । কেননা, আমি এই টিউনটি তখনই দিয়েছি যখন আমি নিজে এই প্রক্রিয়ায় সফল হয়েছি । আর আমার কাছে তো w10 নেই । তাই আমি শিওর হতে পারবো না । তবে আশার কথা হচ্ছে, w5 এর অনেক আগেই w10 রুট করা সম্ভব হয়েছে । একটু কষ্ট করে যদি গুগলে সার্চ করেন তবে নির্ঘাত পেয়ে যাবেন ।

    ধন্যবাদ ।

      @রুমার: একজন আদর্শ টিউনার সুলভ মন্তব্য। ইদানিং দেখি অনেকেই নিজে টেস্ট না করেই আবালের মত টিউন করে। Thanks.

রুমার ভাই আমি Sympnony W60 কিনেছি কিভাবে রুট করব? এই পদ্ধতিতে কি হবে? দয়া করে জানাবেন।

Level 0

ভাই আমি অনেক তরী করেও আমার w৫ সেটটি রুট করতে পারসিনা. আমি “Read Back” অপশনটিতে “Hex” এবং “Read Page Only” অপশন দুটিতে ক্লিক করে Start Address হিসেবে 0x5C0000 এবং Length হিসেবে 0xA00000 দিয়ে OK করে “Read Back” অপশনটিতে ক্লিক পর usb device not recognise মেসেজ টি দেখাস্সে. এখন আমি কি করতে পারি?

“Read Back” অপশনটিতে ক্লিক করবো সময় usb device not recognise মেসেজ টি দেখাস্সে.

    Level 0

    ভাই আমি অনেক try করেও আমার w৫ সেটটি রুট করতে পারসিনা. আমি “Read Back” অপশনটিতে “Hex” এবং “Read Page Only” অপশন দুটিতে ক্লিক করে Start Address হিসেবে 0x5C0000 এবং Length হিসেবে 0xA00000 দিয়ে OK করে “Read Back” অপশনটিতে ক্লিক পর usb device not recognise মেসেজ টি দেখাস্সে. এখন আমি কি করতে পারি?

@ রুমার ভাই,
Symphony Xplorer W20 কে রুট করার বিষয়ে কিছু আলোচনা এখানে আছে :
http://forum.projanmo.com/topic41621.html
একটু দেখে যদি সাহায্য করতেন ।
Symphony Xplorer W20 এর scatter ,

লিংক: http://pastebin.com/2UsMhL5C
Symphony Xplorer W20 Hardware Detail (Image) :
http://img138.imageshack.us/img138/340/symphonyw20.jpg

    @সুফিয়ান আহমেদ: w20 রুট করার অনেক প্রক্রিয়া আছে নেটে । একটু ঘেটে দেখুন । কেননা, আমি আপনাকে শুধু ধারনা দিতে পারব । এবং এই সামান্য ধারনায় আপনার ক্ষতিওতো হতে পারে …

Level 0

ভাই আমার কেবল টা otg হইল না নাই এইটা কিভাবে বুঝব ??
plz help me @রুমার ভাই

    @Nishat 1: আপনি দেখলাম আমার নামে রবিউল ভাইয়ের ব্লগে একটি সেমি অভিযোগ করেছেন । আর আপনাদের মন্তব্য পড়ে যা বুঝলাম সম্ভবত আপনার সমস্যার সমাধান হয়ে গেছে । তবুও আপনার প্রশ্নের জবাব দিচ্ছি ।

    আপনার OTG ক্যাবল হলে আপনার ডিভাইসটি আননোন ডিভাইস থেকে চলে যাবেনা । ডিভাইসটি লিস্টে স্ট্যাবল হবে । আর যদি আপনার OTG ক্যাবলে ভূল হয়ে থাকে তবে আপনি আননোন ডিভাইস লিস্টে জাস্ট আপনার ডিভাইসের একটু বেশি লেন্থের ব্লিপ দেখতে পাবেন, অর্থাৎ সেটা স্ট্যাবল হবেনা ।

Level 0

sry vai
apni j kothai nai hoy gesilen bujhi nai !!
akhn kisu custom rom den dekhi !

    @Nishat 1: কাস্টম রম 😀 …. হ্যা, বলতে পারেন আমি আমার রম থেকে হাবিজাবি বহুত কিছু মুছে দিয়ে টোটাল ইন্টারনাল ফ্রি মেমরী বানিয়েছি ১২৬+ …। এইটাকেও কাস্টম রম বল চলে, কি বলেন ? 😀

Level 0

Amr mote to oita stock rom `mone hocche 😛 😛

Level 0

vai apni ai phone tr brenchmark dekhsen ??
onno knw tr sathe ki mil ase ??

    @Nishat 1: জ্বী, আমি বেঞ্চমার্ক দেখেছিলাম কিন্তু খেয়াল নেই স্কোর …। আর অন্য W5 এর সাথে মিলিয়ে দেখার কথা মনেও হয়নি অবশ্য …।

Level 0

vai apnar fb account nai ?
r apni ki knw custom rom use koren nai ?

    @Nishat 1: আমার এফবি অ্যাকাউন্টটি ডিঅ্যাকটিভেট আছে । আপনি আপনার আমাকে দিয়ে রাখতে পারেন । যখন অ্যাকটিভ করব তখন না হয় আপনাকে জানাবো । আর এছাড়া, আমার মেইল আইডিঃ [email protected]

    আর আমি এখনো w5 এর জন্য কোন কাস্টম রম খুজে পাইনি ।

Level 0

http://www.facebook.com/ami.nishat?refid=12
ok
active kriyen
active krte to r tk lge nah 😛
😛 😀

    @Nishat 1: 😀 .. আমি কাস্টম রম পেলে আপনাকে অবশ্যই জানাবো ।

Level 0

tnhx
fb te onk koekta grup e bohut rom ase
bt use krtesina officialy na toh !
obosso ase dui ek ta !
apnr accunt active thakle add krai ditam !

Level 0

rumar bhai er cheye shohoj podhhoti nai????? 🙁 !!!!!! jemon “theone” bhai ekta tune korechilen je superoneclick diye kemne root korte hoi!!!! kintu amar oi podhhoti use korte bhoi lagche karon shhe w10 root korsen w5 noi!!!!! tai apnar kase poramorsho chachhi je oi superoneclick diye korlei ki kaj hobe????? ar arekta proshno ekhane keno otg cable lagche ??? normal cable diye hobe na keno??? otg cable ki kaj korche??? bhai rag koiren na!!! ami emnei eishob kom ektu kom bujhi tai jigesh korlam!!!! plzzz ei proshno gulir uttor taratari diben!!!! 😀

রুমার ভাই, আমি আপনার দেওয়া উপায়ে আমার W5 Root করতে পেরেছি। কিন্তু Micromax এর A25 মডেলের সেট রুট করতে পারছি না দয়াকরে সাহায্য করেন।