Walton Primo এর Internal মেমোরী ২০ মেগা্বাইট বাড়িয়ে নিন।(আপডেট করা হল)

walton primo এর ICS 4.0.4(অফিসিয়াল) রম এ যে বেসব্যান্ড ব্যবহার করা হয়েছে তার Internal মেমরী ১৫১ মেগা্বাইট। কয়েকটা app ইন্সটল করলেই মেমরী Low. এটা আমার কাছে মনে হয় মহা বিরম্বনা। তাই অনেক দিন থেকে খুজতে থাকি Internal মেমরী বাড়ানোর উপায়। XDA ফোরাম এ ঘেটে পেলাম । কিন্তু আমার কাছে কেন জানিনা একটু কঠিন মনে হল। তাই আর একটু ঘেটে সামান্য সহজ করে নিলাম। এই ট্রিক টি সঠিক ভাবে শেষ করতে পারলে আপনার মোবাইল এর Internal মেমরী ২০ মেগা্বাইট বেড়ে যাবে। প্রথমে একটি ফাইল ডাউনলোড করতে হবে।

অনেকের মোবাইল ব্রিক হয়ে গেছে। sorry. যাদের ব্রিক হয়ে গেছে তারা  পদ্ধতি ১ apply করে ঠিক করে নেবেন।  আমার আপলোড করা ফাইল এ কিছু মিসিং ছিল। ফাইল গুলো আবার  আপলোড করা হল। এবার কাজ হবে। ১০০%। তবে factory reset হবে তাই প্রয়োজন মত Backup করে নিবেন।

                                                        দ্ধতি ১    

         প্রথমে আমার এই পোস্ট টি দেখুন। তারপর এই ফাইল টি ডাউনলোড করুন। ডাউনলোড করা ফাইল টি ICS BP  মানে TBW5913_ICS_WCDMA_V000003 বেসব্যান্ড এর ফোল্ডার এ paste করুন। তারপর পোস্ট অনুসরন করে ফ্লাস করুন ।ব্যাস হয়ে গেল। XDA এর লিঙ্ক।

                                                        পদ্ধতি ২ 

             ডাউনলোড১---ডাউনলোড২    চেক করার জন্য android assistant

তেমন কোন কঠিন কাজ না। মোবাইলের পাওয়ার বাটন এবং ভলিউম(+)বাটন একসাথে চেপে ধরুন।সবুজ পর্দা আসলে বাটন ছেরে দিন। ডাটা ক্যাবল দিয়ে মোবাইল পিসির সাথে কানেক্ট করুন। ডাউনলোড করা ফাইল ২ টি Extact করুন। প্রথমে  ডাউনলোড১ এর   Click to Flash Appsboot.bat এ ডাবল ক্লিক করুন। তারপরে নিচের চিত্র গুলি অনুসরন করুন। যদি  ডাউনলোড১ এর কারনে আপনার মোবাইল এ কোন সমস্যা হয় তবে  ডাউনলোড২ এর   Partition.bat এ ডাবল ক্লিক করুন। তারপরে নিচের চিত্র গুলি অনুসরন করুন। যদি তারপরেও কোন সমস্যা হয় তবে  পদ্ধতি ১ apply করুন।আশা করি হয়ে যাবে।

সব ঠিক থাকলে  আপনার মোবাইল এর Internal মেমরী ২০ মেগা্বাইট বেড়ে যাবে। ১৫১ থেকে ১৭২ হবে। কোন সমস্যা হলে জানাবেন। ভাল হোক আর খারাপ হোক টিউমেন্ট করতে মানে কমেন্ট করতে ভুলবেন না।

Level 0

আমি সঞ্জয় সাহা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Primo G2 root korar purno niom ta janale khushi hobo…

Level 0

amar ta to partition kore link2sd use kori.barano jabe?

    @dOn_3: @kamrul725: যাবে। আমি নিজেও প্রিমো তে link2sd ইউস করি। দেখুন আমি এ্কটি screenshot দিয়েছি।

Level 0

Dada amr set brick korse…..primo bat ta open kora sob kaj korsi reboot hoia boot screen hang hoia as a….ami ics a asi

    @dOn_3: আপনি কোন baseband ইউস করেন একটু বলবেন। cmw থেকে wipe cache partition ও wipe Dalvik cache করুন। তারপরেও ঠিক না হলে wipe data/factory reset করুন। তারপরেও না হলে আমার আগের পোষ্ট থেকে শুধু ap part টি ফ্লাশ করুন। আশা করি হয়ে যাবে। না হলে জানাবেন।

      Level 0

      দাদা কাজ করছে.100%

        @dOn_3: ধন্যবাদ। আপনি সফল হয়েছেন জেনে খুশি হলাম। চেষ্টা করব আপনাদের জন্য আর ও কিছু দেবার।আবার ও ধন্যবাদ।

    @dOn_3: আমার ভুলে আপনার অসুবধার জন্য দুখিঃত। আমার আপলোড করা ফাইল এ কিছু মিসিং ছিল। ফাইল টি আবার আপলোড করা হল। এবার কাজ হবে। ১০০%।

Level 0

by apnar Number ta diben ?

    @jisans12: দেবনা কেন। অবশ্যই দেব। কিন্তু আ্পনার mail address এ। আরে্কটা কথা বকাবকি করলে এখানেই করতে পারেন……হা…হা…।

591369_8379_WCDMA_V000001
এই baseband এর মেমরি ১৯২ mb

    @নীল অরন্য: কিন্তু এটাতে মনে হয় প্রিমো ics 4.0.4 ইন্সটল করা যায়না।কারন প্রিমো ics 4.0.4 এর জন্য ২০০ মেগা system মেমোরী লাগে। আপনি প্রিমোর ics 4.0.4(অফিসিয়াল) ব্যবহার করছেন কিনা জানাবেন। ধন্যবাদ।

Level 0

Symphony W125 vs. Wlaton G1 which is best?

    @jisans12: @BotMaster: এই দুটি মোবাইল সম্পরকে টিটিতে review রয়েছে। দেখে নিলে বুঝতে পারবেন।ধন্যবাদ।

Level 0

এটা দিয়ে কি Walton Primo জিঞ্জারব্রেড 2.3.6 এর মেমোরি বাড়ানো যাবে? কিংবা জিঞ্জারব্রেড 2.3.6 এর জন্য এরকম কোন উপায় আছে কিনা জানালে উপকৃত হতাম।

Vhi kisu koilen na to.. asa chira dimu naki.. [email protected] e pathaien link

Level 0

Bhai ata korte driver lage na?ami age kaj korcilam xp te.kinto same driver ta 7 a kaj kortece na.ki korbo?

আপনি কোন Baseband এ সফল হয়েছেন সেটা দয়া করে জানান। আপনার এই Tune অনুসরণ করতে যেয়ে আমাকে আজ ৬ বার ফোন ফ্ল্যাশ করতে হয়ছে।

আমি 591379_8376_WCDMA_V000003 এই Baseband আর অফিশিয়াল Firmware ব্যাবহার করি। এবং আপনার কথা মত ফ্ল্যাশ বুট মুড চলে গিয়ে ফোন এক বার Vibrate হয়ে স্ক্রীন কালো হয়ে থাকে আর Fastboot menu ও আসে না।

    @রেদওয়ান: এই Tune অনুসরণ করতে যেয়ে আপনাকে আজ ৬ বার ফোন ফ্ল্যাশ করতে হয়ছে। আমার আপলোড করা ফাইল এ কিছু মিসিং ছিল। ফাইল টি আবার আপলোড করা হয়েছে। এবার কাজ করার কথা। আমি 591379_8376_WCDMA_V000003 Baseband আর অফিশিয়াল Firmware এ সফল হয়েছি। আপনি কি আমার পরের আপ্লোড করা ফাইল দিয়ে করেছেন? যদি পরের আপ্লোড করা ফাইল দিয়ে করে থাকেন তবে আমি আবার আমার মোবাইল এ ট্রাই করে জানাব।

    @রেদওয়ান: https://dl.dropboxusercontent.com/u/146900309/Android/appsboot.mbn এই ফাইল টি 591379_8376_WCDMA_V000003 এর মধ্যে replace করে ফোন ফ্লাশ করুন হয়ে যাবে। আমি এখন ই করলাম। প্রমান সরুপ screen shot এর লিঙ্ক দিলাম।
    https://dl.dropboxusercontent.com/u/146900309/Android/screenshot.zip। হয়ে গেলে জানাবেন। আমি আমার primo তে সফল হয়েছি তাই সুধু শেয়ার করেছিলাম। আপনারা এরকম বিপদে পরবেন জানলে পোষ্ট করতাম না।

Level 0

Walton primo r1 jelly bean a upgrade kora jabe? Jodi kora jai ahple kivabe korte hoi?

    @aarshad: এখনো কোন পদ্ধতি পাওয়া যায়নি। পেলে জানাব।

আমি Baseband আপডেট দিয়ে সফল হয়েছি। আসলে আমি https://www.techtunes.io/android/tune-id/189363 এই টিউন অনুসরণ করে ফোন Upgrade করেছিলাম। পরে আপনার Baseband ডাউনলোড করে দেখি যে আমার ডাউনলোড করা Baseband এ দুটি ফাইল মিসিং যেগুলোর মধ্যে আপ্পস বুট ফাইল টাও ছিল।

তো আমার মনে হয় মুকুট ভাইয়ের Tune যারা অনুসরণ করে Upgrade করেছেন তাদেরকে প্রথমে আপনার দেয়া Baseband Flash দিতে বললে ভাল হয়।

এই কৌশলটা আমি অনেক দিন ধরে খুঁজেছিলাম। কিন্তু পাইনি। তাই শেষ পর্যন্ত আপনাকে খুব বড় সড় একটা থ্যাংকস দিতেই হয়। ধন্যবাদ।

    @রেদওয়ান: সবাই কে আপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ। সবাই কে আপনার { আমার মনে হয় মুকুট ভাইয়ের Tune যারা অনুসরণ করে Upgrade করেছেন তাদেরকে প্রথমে আপনার দেয়া Baseband Flash দিতে বললে ভাল হয়।} কথা টি অনুসরণ করার জন্য অনুরোধ করা হল।

Level 0

Thnx.opekkhai roilam apnar next tune er @ sanjoy saha . Jelly bean a upgrade processing ta jdi mail kpren tahole aaro besi upokrito hotam. Mail adrs [email protected]

Level 0

Great work kaj hoiche thanks.Ram baranor kuno system ache ki?ami ram expandor diye try korechi hoy na.

    @kamrul725:ধন্যবাদ। র‌্যাম এক্সপেন্ডার দিয়ে হবে না। কারন এর কারনেল র‌্যাম এক্সপেন্ডার support করে না। কোন উপায় পেলে জানাব।

Level 2

yap …. i got it …. মাগার ভাইজান সেট ত ব্রিক খাইসিলাম , অন্য এক ব্লগ এর সাহায্য নেওয়া লাগসে । আপনার প্রসেস টা ভাল , কিন্তু প্রথম সফট টা আপডেট করা লাগবে মনে হয় । ওইটা আমার পিসি তে crash খাইসিল 🙂 এখন সব থিক কারন এটা ics

Level 2

ho vai , হাচাই কইছেন … ram বাইরা গেছেগা । ১ম rule ei ….
mamy many many many many many many thanxxxxxxxxxxxxxxx,………………………………………………………………………………..

Level 0

আপনার ICS এর টিউন টি আপডেট করুন প্লিজ। যাতে শুধু ওটা অনুসরণ করেই ঝামেলা ছাড়া ICS আপগ্রেড করতে পারি। @ sonjoy saha