এবার স্ক্রিন শট নিন আপনার এন্ড্রয়েড ফোনের রুট ছাড়াই । ১০০% পরীক্ষিত ।

(যাদের হট কি দিয়ে স্ক্রিন শট নেওয়া যায়না , পোস্ট টি শুধু তাদের জন্য )

সরাসরি কাজের কথায় আসি । আমি অয়াল্টন প্রিমো ইউজার । ফোন কেনার পর আমার মন খারাপ হয়ে গেছিলো যখন প্রিমো তে হটকি ব্যাবহার করে স্ক্রিনশট নিতে পারছিলাম না ।মূলত এন্ড্রয়েডএ পাওয়ার বাটন+ভলিউম ডাউন বাটন প্রেস করলে স্ক্রিন শট পাওয়া যায় ।
কিন্তু প্রিমো সহ কিছু সেটে এভাবে কাজ করে না । আবার রুট করতেও ভয় লাগে নতুন মোবাইল যদি কিছু হয়ে যায় !!!
যাইহোক পরে গুগলে ঘাঁটাঘাঁটি করে একটা টিপস পেলাম , এবং টিপস টি ব্যাবহার করে আমার সেটের নিচের স্ক্রিন শট টি নিলাম । এবং আরো ব্যাবহারকারির উপকার হতে পারে ভেবে এইটা আপনাদের মাঝে শেয়ার করতে বসলাম ।

 

 

স্ক্রিনশট নেওয়ার জন্য আপনাকে যা করা লাগবে। 

১ প্রথমে এখান থেকে এই এপ্স টি ডাউনলোড করে আপনার ফোনে ইন্সটল করুন (Download .apk) । (কোন রুটের প্রয়োজন নেই )

২ তারপর প্রয়োজন হবে একটি কম্পিটার এর এজন্য কম্পিটার আপনার না থাকলেও হবে কারণ প্রয়োজন হবে মাত্র একবার  তাই আপনি কাজটা সাইবারক্যাফ বা বন্ধুর কম্পিটার থেকে সেরে নিতে পারেন ।

৩ এবার এই এপ্স টি ডাউনলোড করে পিছি তে ইন্সটল করুন (Download .exe )।

৪ এবার USB ক্যাবল দিয়ে পিছির সাথে ফোন টি কানেক্ট করুন ।

৫ এবার আপনার ফোন USB debugging এনাবেল করুন (Setting>Applications>Development>USB debugging এ টিক চিহ্ন দিন )

৬ এবার পিছিতে কানেক্ট থাকা অবস্থায় আপনার ফোন রিস্টার্ট দিন ,এবং পিছি থেকে screenshot It ওপেন করুন কিছুক্ষন অপেক্ষা করে এনাবেল অপশন পাবেন নিচের ছবির মত এনাবেল করে দিন ।

এবার ফোন পিছি থেকে ডিসকানেক্ট করে দিন।
এবং ফোনে ইন্সটলকৃত No Root screenshot এপ্স টি ওপেন করে ইচ্ছে মত স্ক্রিন শট নিন । এবং তা শেয়ার করুন ব্লুটুথ,মেইল ,ফেসবুক,ল্যান এবং অন্যান্য সকল থার্ড পার্টি এপ্স দিয়ে ।

আমি প্রিমো তে পরিক্ষা করেছি , এই টিউন টি আপনার ফোনে কাজ করলে কমেন্ট করতে ভুলবেন না ।

লিখালিখির অভ্যাস খুব কম । যেকোন প্রকার ভুলের জন্য অগ্রিম ক্ষমা পার্থি ।

এরকম নিয়মিত এন্ড্রইড টিপস, ট্রিক্স এবং এপ্স সরাসরি পেতে আমার ব্লগ ভিসিট করতে পারেন Apps For Apk

http://appsforapk.com

 

 

Level 0

আমি Apps For Apk। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

My android related site: www.appsforapk.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

phone restart korle abar ki computer dia process ta korte hobe??

জি করতে হবে , এই একটা সমস্যা থেকেই গেল , এটা দিয়ে আপাতত চলাতে থাকেন , এর থেকে ভালো কিছু পেলে আবার দেওয়ার চেস্টা করবো ।ধন্যবাদ ।

ভালো টিউন ।।
আমার কাছে একটা অ্যাপ আছে কিছু প্রয়োজন নেই … শুধু এন্ড্রয়েড ফোন হলেই চলবে … রুট এর দরকার হবেনা …

    @শেখসাদী শুভ: এপ্স তার নাম কি ? এন্ড্রয়েড কত ভার্সন সাপর্ট করবে , এগুলো একটু জানালে সকলের ই উপকার হয় । ধন্যবাদ ।

    @শেখসাদী শুভ: শুভ ভাই আপনার কাছে যে এপস্ আছে তার নামটা দিন।

naam ki apps tar???

Level 0

go launcher ex use korlaeto hoy.khub easy.phone jhaki marlae hoy

Level 0

Hmm nishondehe valo tune……..Oneker upokar hobe………… Tobe ami ei bishoe ekti tune korte ceyechilam……..Ami onek gula tricks jani……jar madddome unrooted/rooted sob phonei screenshot nite parben……kono apps er dorkar nei………….amar harddisk ta break down hoyai kichudin wait korte hobe apnader……….Asha rakhi agami sopthaye tune ta korte parbo……………

    @মঈন: ধন্যবাদ , আশা করি আপনার টিউন হতে আরো কিছু শিখতে পারবো , অগ্রিম শুভ কামনা থাকলো আপনার টিউনের জন্য ।

ভাই , আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ট্রিকস টা বলার জন্য । তবে আমি শুধু পাওয়ার বাটন+ভলিউম ডাউন বাটন প্রেস করেই নিতে পারছি । এটা জানা ছিল না ।