সকল অ্যান্ড্রয়েড এর জন্য জিপি ফ্রী নেট

আমরা অনেকে অনেক ভার্সন এর অ্যান্ড্রয়েড ব্যাবহার করি। ফ্রী নেট সব অ্যান্ড্রয়েড এই ব্যাবহার করা যাবে। তবে পুরনো ভার্সন আর 4.0 এর উপরের ভার্সন এর নিয়ম তা সামান্য আলাদা হয়। এই জন্য অনেকেই সমস্যা তে পরে। তো যাই হোক। কথা বাড়াবো না। সোজা পোস্ট এ চলে যাই। বলে রাখি অনেক সাইট ঘাটাঘাটি করে আমি নিজে এখন w68 এ এই ফ্রী নেট ব্যাবহার করছি। এটা সংগৃহীত। আমি সুধু আপনাদের সাথে শেয়ার করছি।

ফ্রী নেট
ফ্রী নেট

 

 

যাদের ভার্সন 4.0 এর নিচে তারা প্রথমে gpmms সেটিংস করে নিন>>>>>
আপনাদের
Name : GP MMS
Apn : gpmms
Proxy: 10.128.1.2
Port:8080

*** আর যাদের অ্যান্ড্রয়েড ভার্সন 4.0 অথবা তার ও ওপরে তারা এই ভাবে সেটিংস করুন >>>>>>>>

Name : GP MMS
Apn : gpmms
Proxy:010.128.001.002
Port:8080

.........................................................................................................

যাদের ভার্সন 4.0 এর নিচে তারা অপেরা হ্যান্ডেলার ডাউনলোড করুন।। নতুন ট্যাব এ ওপেন করুন।

Oupeng761hui.apk DOWNLOAD

**** আর যাদের অ্যান্ড্রয়েড ভার্সন 4.0 অথবা তার ও ওপরে তারা >>>>>>>>

Yandex_opera_Mini_APK DOWNLOAD

দুটোরি আনলক কোড
ডাবলু ডাবলু ডাবলু.nextwap.net

তারপর Opera টি open করুন !
তারপর নিচের মত Handler Setting
Proxy type:HTTP.
Proxy server:
Anik @82.145.210.16

N:B:- Use space befour @ ………[Anik @]
এবার সেভ বাটনে ক্লিক

NB: এইটা আগের সেই নিয়ম যাতে ৩ মিনিট পর পর লাইন কেটে যাবে। আবার একাই কানেক্ট হয়ে যাবে। তাই ডাউনলোড দিতে সমস্যা হতে পারে। কিন্তু সাইট ভিজিট করতে কোন সমস্যা হবে না। যে কোন সাইট সরাসরি ভিজিট করা যাবে।

>>>> টিউন টা কাজে লাগলে অন্তত নির্বাচিত মনোনয়ন হিসাবে একটা ভোট পেতেই পারি আপনাদের থেকে তাই নয় কি? কারন তাহলে টিউন টা সামনে থাকতো আর সবার ই সাহায্য হত। কমেন্ট কিন্তু অবশ্যই চাই। না হলে কিন্তু ককটেল মাইরা দিমু। ককটেল অহন খুব সহজে পাওয়া যাইতাছে সব জাইগা হা হা হা হা হা ............।।

ধন্যবাদ।

Level 0

আমি আমি কে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক আগে থেকেই ইউজ করছি,
Handler Setting
Proxy type:HTTP.
Proxy server:
Anik @141.0.11.253
এটা দিয়েও কাজ হয় (Yandex)

    @হাসিব: ভা্ই আপনি যে খানে অনিক ব্যবহার করছে ন সেখানে যে কোন নামই ব্যবহার করতে পারবেন কোন সমস্যা নেই

      আমি ওখানে অন্য নামই ইউস করি, উপর থেকে কপি-পেস্ট করেছি তো, তাই আর ওটা চেঞ্জ করি নি ।

Level 0

ভাই, language পরিবর্তন করব কিভাবে??ভাষা চাইনীজ।

    @Afsan: ভাই এটা ই্ংরেজী ভার সন ডাউনলোড করুন ,

Level 0

ওটার ভাষা চাইনা ই থাকবে। ২ দিন ব্যবহার করেন এমনিতেই নিজেই বুঝতে পারবেন। একটু কষ্ট করেন কি আর করা।

    @anikbasak: ভাই ডিসকান্টে যাতে না হয় এরকম কোন উপায় আছে কিনা? জানাবেন

un root করা মোবাইল কি আমি পারব ।এর আগে অনেক চেষ্টা করেছিলাম পারিনাই।

    Level 0

    হবে বস। আমার ফোন ও তো রুট করা না। চেষ্টা করেন। অবশ্যই হবে।

ভাই আপনাকে অনেক ধন্যবাদ। কাজ হয়েছে আপনার এই trick. আমি sony ericssion wt19i ব্যাবহার করছি। ডাউনলোড speed এবং browsing স্পীড ভাল। আপনাকে আবার ধন্যবাদ 🙂

Level 0

vai chorom post…amar phone e kaj korse…

vai ami onek chesta koreo pari nai.lekha ashe “content blocked by operator” ki korbo pls help koren.

Level 0

ধন্যবাদ সবাইকে। আমার প্রথম পোস্ট এটা। ………। একবার ওপেন করে exit না করে সরাসরি বের হয়ে গেলে অনেক সময় এই লেখা আসে যে content blocked by operator।
এই জন্য এটা করে নিন>> setings>. Advance>>exit buton ON

এর পর বের হবার সময় মেনু থেকে exit এ ক্লিক করে বের হবেন।

    @anikbasak: ভাই ডিসকানেক্ট হবার পর Resume করার পর আবার প্রথম থেকে ডাউন লোড শুরু হচ্ছে, এটার কি কোন সমাধান হবে? আমার Symphony w35

      Level 0

      না বস। তবে একটা কাজ করতে পারেন। ৩ মিনিট যেই হবে কিংবা তার একটু আগে ডাউনলোড পুশ করে দিন। নেট রি-কানেক্ত হলে এবার resume দিন। কষ্ট করতেই হবে যদি কেষ্ট মেলাতে চান। হা হা হা হা হা ।

    @anikbasak: ভাই এটা নিয়ে আমিও চিন্তায় ছিলাম। যাক এখন জা পাই তাই লাভ। জুস্ত যদি পারেন তবে দেখেন যে কিভাবে আমি DC থেকে পরিত্রান পাব

GPMMS দিয়ে Big File ডাউনলোড করা যায় এমন পদ্ধতি বের করেন

ভাই, আপনারে যে কি বলে ধন্যবাদ দিবো তার ভাষা হারিয়ে ফেলেছি। আমি কয়েকদিন হলো জিপি সিম নিলাম শুধু এই ফ্রি নেটের কথা শুনে। টেকটিউনে এমন কোন ফ্রি নেটের পোষ্ট নাই যে আমি পড়ি নাই। কিন্তু লাভ হয় নাই। অবশেষে আপনার টা দিয়ে হলো। অনেক Thanks । জিপি সিম কিনা সার্থক হলো।

ভাই, আনলক কোড টা আবার বলেন, অইটা দিয়ে ট্রাই করতেসি। হচ্ছেনা কেন জানি

write without space……… direct link dte parbo na tai ami apace diye dilam.

bhai , Yandex_opera_Mini_APK ta open korla (child lock code) kojee….but code ta ki??? help koren plss

Level 0

big file kivaba dnld korbo????

vai just kesu somoy use kortai akta lekha asse seta holo connection failed r necha lekha asse blocked by operator., please help me….

    একবার ওপেন করে exit না করে সরাসরি বের হয়ে গেলে অনেক সময় এই লেখা আসে যে content blocked by operator।
    এই জন্য এটা করে নিন>> setings>. Advance>>exit buton ON

    এর পর বের হবার সময় মেনু থেকে exit এ ক্লিক করে বের হবেন।

    আর ৩ মিনিট পর পর লাইন কাটবে আবার একাই ঠিক হয়ে যাবে।

      @অনিক বসাক: @অনিক বসাক: Apnake onk onk dhonnobad, Life a first time onk den try korer por apner ai system a ame successfully free net use korlm goto rat a . But unfortunately ajke sokale apner deyoa apn ta deya net er connection on hossa na. Apn change kore default Apn dela aber net er line on hossa. Plz help me..

        হবে। কেন হবে না। আমি তো সারা দিন ব্যবহার করছি। আপনি সিম এ আবার p1 চালু করেন। এবং অপেরাটা uninstel করে আবার instal করেন। ফোন টা restart করবেন। আসা করি অবশ্যই হবে।

      @অনিক বসাক: Apnake onk onk dhonnobad, Life a first time onk den try korer por apner ai system a ame successfully free net use korlm goto rat a . But unfortunately ajke sokale apner deyoa apn ta deya net er connection on hossa na. Apn change kore default Apn dela aber net er line on hossa. Plz help me..

bhai , eta korta ki gp net chalo thakta hobe/ gp net package nita hobe??? help me

    না বসস। যে কোন পেকেজ চালু থাকলেই হবে। p1 করে রাখেন। টাকা থাকলেও সমস্যা নাই। না থাকলেও নাই।

ভাই ,অ্যাপ স, গেইমস তো ডাউনলোড করা যায়না ?

Level 0

আমার symphone w68 phone এই মাত্র কনফিগারেশন করলাম এবং ডাউনলোড করলাম… তার পর কাজ করল।

Level 2

bro;
i m succeeded.
thak u so much.

Level 0

vi 28 octobar rat thaka off kora deasa.
r kono change lorla asba nake???????

post ta onak sundor celo . thanks anik vi. I am a fan of u.

    কই অফফ করে নাই তো। আমি তো এই মাত্র ব্যবহার করলাম। মনে হয় আপনার সেটিং এ কোথাও ভুল হয়েছে। ভাল করে দেখুন বসস…

age thekei use kortesi but 15mb er soto file o download korte parci na…..

Level New

browse to thik thak motoi hosse. download er jonne kicu koren vai.

@অনিকবসাক
Boss no comment about browsing …
but wanna download big file.. thanks a lot..

ভাই W32 তে কি কাজ করবে

আমাকে হেল্প কর তো…।।

গেম সাহায্য কর যা w68 এ খেলা যাবে >>>>>

গেম গুল যেন ছোট হয়। ১০০ এম বি এর বেশি না।
অনেক মজার হতে হবে। পার্ট বাই পার্ট খেলা যাবে এই রকম। যে একটা মিশন শেস করলে পরের পার্ট খুলবে।
শুটার, রেস, একশন, এডভেঞ্চার এগুল হলে ভাল হয়।
যার কাছে যত আছে সব নাম দেও। খেলি।

যদি w68 এর Ram 512 হয় তাহলে
Nutty Fluffies
Plant Vs Zombi 2
Bloody Harry
Tiny Troppers ETC

    হ্যাঁ বস। ram 512. ১০০ mb এর ভিতর আর অনেক মজার কি কি গেম আছে?

Level 0

Boss plz help me,amar Android primo H2 te akhon data connection dile connection pay na,mobile a tk thakleo na,shudhu mb kenar data connect hoy, ki kori bolen to, tai akhon free tao ckeck korte parsi na,

Level 0

vai onek donnobad kaj hoyeche … kintu vaia apnar deya opera chara onno kno browser /android er fb er app dea ki chalanor kno way nei ..tnx

Level 0

vai symphony w68 e hoy na ki korbo?????? proxy set korbo kibhabe???? pls hlp me…..

    কি বলেন ?। আমি নিজেই তো w68 ব্যবহার করি। কোথাও ভুল করেছেন। ঠিক করে দেখেন।

আনরুট মোবাইল এর জন্য বাংলালিং ফ্রিনেট কিভাবে ব্যবহার করতে হয় ।

Level 0

ajk ki net off kore dise naki…?

Bro speed ki 3g na 2g? mane koto kbps

    গ্রামিন এ নরমাল নেট এর যত স্পীড এটাতেও একি স্পীড।

Level 0

Mobile Networks→Access Points Names →এখানে এসে দেখি GP MMS আছে। এখন আমি কি এটাকে এডিট করবো নাকি নতুন করে-GP MMS- নামে Access Point Name ক্রিয়েট করবো?
পূর্ব অবিজ্ঞতা না থাকায় সেটিংসের ধাপটা আমি মোটেই বুঝতে পারছি না।
আমি এই বিষয়ে নতুন তাই বুঝতে পারছি না কোন জায়গা থেকে শুরু করবো। সেটিংসের ধাপটা বলে দিলে আমার মতো যারা নতুন আছে তাদের জন্য সুবিধা হয়। আমি জেলিবিন ৪.২.২ ব্যবহার করছি।
ধন্যবাদ!!

    ভাইয়া আপনি ওগুলো এডিট করবেন না। অপশন থেকে অ্যাড এ নিউ apn নিবেন। তার পরে আমার দেখান মতন সেটিং করুন। হয়ে যাবে। ধন্যবাদ। setings>> more>> mobile network >Acces point Name >>option> New Apn>> তারপর আমার দেখান মতন সেটিং করুন। সেভ দিন। বের হয়ে এসে যেটা এডিট করলেন সেইটা ওকে করুন। ফোন টা restart দিন।

সব কিছু করার পর ‍save দিলে Operamini instilling আসে পরে আর কিছুই আসে না এখন কি করব। plz বলেন।

ভাই, আমার symphony zII, কিন্তু root করা নাই, সব কিছু ঠিক ঠাক follow করলাম, কিন্তু কাজ হচ্ছে না। gp কি টের পেয়ে গেল নাকি !!

Level 0

vaia kono system ase naki j, pc’r net diye android phone a net chalano jai? usb bebohar kore.

Level 0

অনীক ভাই আমার এন্ড্রয়েড ট্যাবলেট ৪.0 তে উল্লিখিত পদক্ষেপ গ্রহণ করলাম ।
ফোটন + ডোঙ্গল দিয়ে চেষ্টা করলাম cannot connect বলছে , opera mini
open করার সময় কোন কোড চাইছেনা । দয়া করে সমাধান দিলে উপকৃত হই ।

Level 0

@Anik Basak vai…..amio w 68 use kori ami apner direction onujaie kaz korlam but Save button e click korle lekha ase j “Opera mini installing” er kisukkon pore lekha ase “Unable to connect to the Internet.Please check your settings”. plz help me.
N.B : amar p5 packeg neya silo but p1 chalu ase………….

Level 0

anik@ ei tricks ta off hoe gese naki on ase? ami ei matro try korlam bt kaj hoy nai.

বন্ধ হয়ে গেছে। আমি মাত্র একদিন ব্যবহার করেছি।

ধন্যবাদ, এর আগে একটি কমেন্ট করেছিলাম কিন্ত কেন জানি একটিভ হয় নাই, যাই গত ২্১১্১৩ তাং হইতে আর কানেকশন পাচ্ছিনা আরো কোন উপায় আছে কিনা? যদিথাকে বলবেন, আমরা সবাই আপনার নিকট কৃতগ্য।
আবারও ধন্যবাদ ভাল থাকবেন।