এয়ারটেল সিমে আনলিমিটেড ফ্রি ইন্টার নেট চালান আপনার এন্ড্রয়েড মোবাইল দিয়ে ১০০% কাজ হইবো।

বিসমিল্লাহির রাহমানির রাহিম
সবাইকে শিশির ভেজা কনকনে ঠান্ডার শুভেচ্ছা জানিয়ে আজকের টিউন শুরু করছি।
অনেকদিন পর আবার এয়ারটেল ফ্রি নেট চালু হইছে। আমি শুধু এন্ড্রয়েড ফোনের সিস্টেম টা দিবো। প্রথমে আপনার এয়ারটেল সিম আপনার ফোনে ঢুকান। যে কোন একটা প্যাকেজ এক্টিভ করুন।
প্যাকেজ এক্টিভ করতে ডায়াল করুন *321*7#
অথবা p1 এক্টিভ করতে PG2 লিখে 5000 সেন্ড করুন। এর পর সেটিং এ যান তারপর একটা কনফিগারেশন তৈরি করুন।
Name:Free
apn:wap
proxy:10.6.0.2
port:8080
আর সব অপরিবর্তনীয় রেখে সেভ করুন। তার পর নিচের লিংক থেকে যেকোনো একটা অপেরা or তিনটেইই ডাউনলোড করুন।
১) https://db.tt/L9AX4vDB
২) https://db.tt/OAjhgKkq
৩) https://db.tt/3IJqjmFk
ডাউনলোড শেষে ইন্সটল দিয়ে open করুন যদি কোড চায় তবে এই:www.nextwap.net কোড দিয়ে আনলক করুন। তার পর হ্যান্ডলার মেনুতে যান।
proxy tipe:http
proxy server:0.facebook.com.server4.operamini.com/?0.facebook.com/alsadiksaeem এইটা লিখে সেভ করুন। অপেরা ইন্সটল হলে। অপেরা এর সেটিং এ যান এডভান্স সেটিং এ যান Protocol: socket/HTTP থেকে HTTP করে দিন। ব্যাস কাজ শেষ ধুমছে ফ্রি নেট চালান আর এয়ারটেল কে বাশ দিন।
বি:দ্র: এই টিপস সব মোবাইলে নাও কাজ করতে পারে।এবং প্রথম বার ঢোকার সময় কয়েক পয়সা করে কাইটা নিবো। আর টাকা না থাকলে তো কোন কথায় নাই।
ফেসবুকে আমি আছি http://fb.com/saeem35
আজ এই পর্যন্তই। যদি আমার এই টিপস কাজ করে তাহলে নির্বাচিত হিসেবে মনোয়ন দিয়েন।
অ আরেকটা কথা সামনে আমার টেস্ট পরিক্ষা সবাই আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।

Level 3

আমি সাইম আল সাদিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 108 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কাজ হয়,কিন্তু যেই স্পিড নাউজুবিল্লাহ। আল্লাহ মাফ করুক।

    @Abid khan247: MB কিনলে স্পিড বেশি পাবেন। আমি ১mb কিনে ১৭০ mb ডাউনলোড করছি।

amar kaj hocce na

আমি ১৯৯টাকার প্যাকেজ ব্যবহার করি।মেয়াদ ১৮ দিন।
পাচ্ছেন ২০০টাকা এয়ারটেল টকটাইম।
২০০টাকা অন্য অপারেটোরে টকটাইম।
২০০টাকার এসএমএস।
২০০টাকার ইন্টারনেট(১৪৪এমবি)।

সুতরাং আমার এসব ঝামেলার দরকারই নাই।

Level 0

bhai opera mini r sarvar a apner nam toh nah dile o parten

dur 1kb/s speed >:(

    @rusho karim: p1 বাদে যে কোন প্যাকেজ এক্টিভ করুন মিনিমাম ১৫-৪০কেবিপিএস স্পিড পাবেন।

copied from Rana!!

Jara Speed passen na Tara akti PKZ kine nin then airtel er official setting die connect korun….operate setting ta obbosoi korte hobe…Browse korun MB katbena.

Level New

টিউনার ভাই, ভালো কিছু করেন, মানুষকে চুরি শেখাচ্ছেন কেন? টিটিতো চুরির জায়গা নয়। আপনার দক্ষতা থাকলে পর্ন সাইট হ্যাক করে যুব সমাজকে অশ্লীলতা থেকে বাচান। আপনার হেদায়ত কামনায় বিদায়।

vai ami airtel sim use kom kori tai package somporke kicu jani na.. plz vai kivabe airtel a small package kivabe active korbo bolen….

Level 2

valo kaj korsen eita off koraiya disen apnader jalai free ar thakbo na ei trick 2 dino tiklo na

Level 0

@taher bahari: apnar moto khat er jonno tt noy

ভাই symphony w35 এ কাজ হবে কি?????????

useless tips…কোন কাজের না…

Level 0

আমি SIM গুলো আমি বগুড়া customer
care হতে কিনেছিলাম । আর আমার
নামে, আমার ID card, Photo
দিয়ে কেনা ছিল। আমি একবার SIM
গুলো হারিয়ে ফেলি। যেহেতু
আমার নামে, আমার ছবি দিয়ে SIM
কিনেছিলাম। তাই SIM
গুলো দিয়ে কেউ যেন
কোনো খারাপ কাজ
করতে না পারে এই
ভয়ে বগুড়া থানায়
জিডি করেছিলাম । এখন SIM
গুলো যেহেতু অন্যদের
নামে registration করা তাই ঐ ভয় আর নাই।
আমি SIM গুলো ব্যবহার করতাম না।
কিন্তু মনের মদ্ধে ভয় ছিল SIM
গুলো নিয়ে। কারন নিজের
নামে registration করা SIM তো তাই ।
আমি ইচ্ছা করলে SIM গুলো documents
দিয়ে তুলতে পারব। বগুড়া customer
care যত কথাই বলুক। কিন্তু তুলব না।
আর রেজিস্ট্রেশন করা SIM
নিয়া জিডি করতে চাই না।
আমার নামে registration
না থাকলে কি থানা আমাকে জিডি করতে দিত?
থানা আমার কাগজ দেখেই
তো জিডি নিয়েছিল , তাই না?
আবার তারাও আমার নামে registration
আছে দেখেই Bogra customer care SIM
replacement করে দিয়েছিল । আমার
কাছে প্যাকেট, registration Form,
replacement paper সব আছে। এখন আমি GP
ব্যবহার করছি। তাছাড়া Airtel এর
network coverage ও ভালো না। তাই
বেচে গেছি জিডি এর
ঝামেলা থেকে।
আমার খারাপ লেগেছে এই Airtel operator
এর কান্ড দেখে। যে SIM
গুলো তারা একটু বেশি দিন বন্ধ
দেখতাছে ঐ গুলো তারা ভিন্ন
নামে বাজারে ছেড়ে দিচ্ছে,
নতুন SIM এ তো সরকারকে নতুন
করে ভ্যাট-ট্যাক্স দিতে হতো।
আর পপুরনো SIM e তো আর
তা দিতে হচ্ছে না। যার
ফলে আমাদের সরকার তথা আমাদের
দেশ হারাচ্ছে বিপুল পরিমাণ
রাজস্ব। আর airtel দিচ্ছে ভ্যাট
ফাঁকি। কারন তারা পুরনো SIM ই
বাজারে ছাড়ছে। আমাদের
সরকারের এই বিষয়ে নজর দেয়া দরকার।
অন্য কোনো operator এই কাজ
করলে তাদেরও শাস্তির
ব্যবস্থা করা দরকার। কারন
যে কম্পানি রাজস্ব
ফাঁকি দিতে চায় তার motive কখনোই
ভালো হতে পারে না।