অতি সহজে Flash Video দেখুন যে কোন এন্ড্রয়েড ফোনে

বর্তমানে অধিকাংশ ওয়েবসাইটই Flash এর উপর নির্ভর করে তাদের কন্টেন্ট তৈরি করে। আবার Youtube, MySpace, Facebook ইত্যাদিতে ভিডিও দেখতে হলে Adobe Flash Player এর বিকল্প নেই, শুধু এসব ওয়েবসাইট কেন- যে কোন ওয়েব ভিডিও দেখতেই এই প্লেয়ার প্রয়োজন যা মূলত ব্রাউজার প্লাগ-ইন হিসেবে কাজ করে।

পিসিতে তেমন কোন সমস্যা না হলেও অনেকেই এন্ড্রয়েড ফোনে ভিডিও দেখতে পারেন না, অনেক সেটে ফ্ল্যাশ প্লেয়ার সাপোর্ট করে না। আমারো এই সমস্যা অনেক দিন ধরে চলছিল, তবে আজকে একটা খুব সহজ সমাধান পেয়েছি যা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। এটি সহজেই Android 4.0.3 এবং Android 4.1+ এ কাজ করবে, অন্যগুলো সম্পর্কে আমি নিশ্চিত নই। তাহলে চলুন শুরু করি, দুইট জিনিস লাগবেঃ

১। Flash Player - Download: http://bit.ly/P0lrPX

২। Dolphin Browser - Download: Dolphin Browser 10.2.8 (latest)

Image

কাজটা খুব সহজ। প্রথমে ডলফিন ব্রাউজার সেটাপ দিন। এরপর ফ্ল্যাশ প্লেয়ার সেটাপ দিন (স্বাভাবিকভাবে যেভাবে apk সেটাপ দেয়া হয়)।

এরপর Dolphin Browser -> Web Content -> Flash Player -> On Demand সিলেক্ট করুন। এরপর সেট একবার রিস্টার্ট দিন। ব্যস, কাজ শেষ। ইচ্ছামত Android এ ভিডিও দেখুন যে কোন সাইট থেকে। উল্লেখ্য, আমি যে ফ্ল্যাশ প্লেয়ারটা দিয়েছে সেটা ব্যবহার করে এভাবে 4.1+ চালিত যে কোন এন্ড্রয়েড ফোনে ভিডিও দেখা সম্ভব।

Level 0

আমি আহমেদ সাদমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 231 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আপনাকে ভাইয়া

অনেক সুন্দর কাজ করে দেখি @ ধন্যবাদ

Bro I can not download from that site. When I clicked on download then an exe file is started to download.

    @Kaushik-Mirza: কোন সাইটের কথা বলছেন? BillionUploads? যদি তাই হয় খুব সম্ভবত আপনি কোন এড (বিজ্ঞাপন) এর বাটনে ক্লিক করেছেন, ঐ Download লেখা জাতীয় এড অনেক সময় থাকে।
    আর হ্যাঁ, আরেকটা কারন হতে পারে। সাইটে যাওয়ার পর Download or Watch এ ক্লিক করলে ডাউনলোডের পেজ আসবে। সেখানে ডাউনলোড শুরুর পূর্বে “Get coupons exactly when you….” জাতীয় লেখা থেকে টিক চিহ্ন উঠিয়ে দিয়ে ডাউনলোড করুন, হবে, ইনশাল্লাহ।