অনেক সুন্দর একটা বাংলা অফলাইন ডিকশনারি। বাংলা টু ইংলিশ & ইংলিশ টু বাংলা। এন্ড্রয়েড এবং আই-ফোনের জন্য।

ডিকশনারিটি  আসলেই অনেক সুন্দর। খুব সমৃদ্ধ।

  • বাংলা টু ইংলিশ & ইংলিশ টু বাংলা। এন্ড্রয়েড এবং আই-ফোন দুইটাতেই ব্যবহার করতে পারবেন।
  • আরও মজার হল ডিকশনারিটি অফলাইনে চালাতে পারবেন।
  • অটো সাজেশন পাবেন ওয়ার্ড টাইপ করার সময়।
  • ১০৬ হাজার+ বাংলা ওয়ার্ড এবং ১০০ হাজার+ ইংলিশ ওয়ার্ড।

তাহলে ডাউনলোড করে নিন-

এন্ড্রয়েড গুগল প্লে ডাউনলোড লিঙ্ক 

আই-ফোন ডাউনলোড লিঙ্ক

সমস্যা হলে আমাকে জানাবেন।

ধন্যবাদ সবাইকে।

Level 2

আমি আইটি সরদার। Web Programmer, iCode বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 261 টি টিউন ও 1750 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 22 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইমরান তপু সরদার (আইটি সরদার),পড়াশুনা করেছি কম্পিউটার বিজ্ঞান এবং প্রযুক্তি নিয়ে; পেশা কন্টেন্ট রাইটার এবং মার্কেটার। লেখালেখি করি নেশা থেকে ফেব্রুয়ারি ২০১৩ থেকে। লেখালেখির প্রতি শৈশব থেকেই কেন জানি অন্যরকম একটা মমতা কাজ করে। আর প্রযুক্তি সেটা তো একাডেমিকভাবেই রক্তে মিশিয়ে দিয়েছে। ফলস্বরুপ এখন আমার ধ্যান, জ্ঞান, নেশা সবকিছু...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

Level 0

vi doya kore direct download link din. ami google play theke download korte pari na.