এন্ড্রয়েড ডেভেলপমেন্ট [পর্ব-৪২] :: এন্ড্রয়েড অ্যাপ এ যোগ করুন Admob অ্যাড -1

এন্ড্রয়েড ডেভেলপমেন্ট

আজকের পর্বে আমরা এন্ড্রয়েড অ্যাপ এ কিভাবে অ্যাড যেমন Admob যোগ করা যায় তা শিখব। প্রথমত আপনার অ্যাপ এ  অ্যাড যোগ করার জন্য Admob এর নিজস্ব সাইট এ গিয়ে সাইনআপ করতে হবে।

সাইনআপ করার জন্য যান এই সাইটে সাইনআপ ।

এখান থেকে আপনি সাইনআপ করার পর ,নিচের ছবির মতন অপশন দেখতে পাবেন।

2014-09-21_211009

এখান থেকে add app manually অপশন থেকে আপনার অ্যাপ এর নাম এবং এর প্লাটফর্ম নির্বাচন করে অ্যাড অ্যাপ এ ক্লিক করুন।

তারপর নিচের ছবির মতন অপশন দেখতে পাবেন। এখান থেকে Banner অ্যাড অথবা Interstitial অ্যাড সিলেক্ট করে দিন। Banner অ্যাড text , Image অ্যাড সাপোর্ট করে। অন্য দিকে Interstitial অ্যাড অতিরিক্ত হিসেবে video অ্যাড সাপোর্ট করে।

2014-09-21_220341

তারপর এখান থেকে আপনার অ্যাড এর জন্য একটি নিজস্ব আইডি পাবেন যা পরবর্তিতে সেটআপ করার জন্য কাজে লাগবে। এরপর View setup instructions নামে একটি অপশন দেখতে পাবেন। এখানে Create another ad unit বাটন এ ক্লিক করে আপনার অ্যাপ এর admob এর monetize অপশন সম্পন্ন করলেন।

এন্ড্রয়েড ডেভেলপমেন্ট এর সর্বশেষ পর্ব সম্পর্কে নোটিফিকেশান পেতে লাইক করুন ফেসবুকের এই পেইজে এ।

Level 0

আমি নাঈম হায়দার ঋদ্ধি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 76 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Computer ও Programming পছন্দ, আমার youtube channel https://www.youtube.com/channel/UCYKbAf2kXLgKav30hd3zDPQ . আমার ফেসবুক প্রোফাইল https://www.facebook.com/nayeem.riddhi


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস