এবার Android এ Slow GAME খেলুন Full Speed এ

আসসালামু  আলাইকুম
আমি সাজ্জাদ । TT নতুন Tuner । ভাল ভাবে বাংলা লিখতে পারিনা । ভুল ত্রুটি হলে আশা করি ক্ষমা করবেন ।
এর আগে আমি X-Plorer symbian অ্যাপটি  modify করে mobile9.com আপলোড করেছিলাম। তা থেকে
হয়তবা আমাকে চিন্তেও পারেন।      কাজের কথায় আসি
কিভাবে Android স্লো গেম গুলো Full Speed এ খেলবেন। আপনার মোবাইলটি অবশ্যেই Root থাকা লাগবে। Tune টা সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতা থেকে। কিরুপ ফল পেলেন আশা করি জানাবেন।
১. প্রথমে এই App টি download করুন Resolution Changer

http://www4.zippyshare.com/v/75546450/file.html

২. Install করে  open করুন  Root permission দিন।

এখন যে Resolution টা দেখতে পারছেন তা আপনার মোবাইল এর Default Resolution। এটি কে সেভ করে রাখতে option click করে  Save settings as preset সিলেক্ট করুন এবং নাম দিন  Original অথবা আপনার পছন্দ  মত তারপর ok দিন।

৩. এখন Resolution টি যা ছিল তার থেকে এক step অথবা দুই step কমিয়ে দিন তারপর টিক চিনহে click করুন এতে Loding হয়ে একটি window আসবে  yes দিন। App টি থেকে বেরিয়ে আসুন। আপনার মোবাইল এর মেনু আইকন গুলো হয়তো Change হয়ে গেছে। ভয় পাবার কিছু নেই ।

৪. এবার আপনার পছন্দের গেম টা open করে খেলে দেখুন আশা করি বড় ধরনের পরিবর্ত দেখতে পাবেন। যদি তারপরও slow মনে হয় তাহলে Resolution আরও কমিয়ে নিন।

৫. গেম খেলা শেষ হলে Resolution Changer app টিতে যান Simple এ ক্লিক করুন Presets ক্লিক করুন Orignal লিখাটিতে ক্লিক করুন তারপর yes দিন।

কাজ শেষ।  মোবাইল এর Default Resolution ফিরে এসেছে। App টি থেকে বেরিয়ে আসুন। আপনার মোবাইল এর মেনু আইকন গুলো যদি আগের মত না আসে তাহলে মোবাইলটা Restart দিন।সব কিছু আগের মত হয়ে যাবে।
যতবার আপনি গেমটি খেলবেন ততবার আপনার এই কাজটি করতে হবে।

Level New

আমি সাজ্জাদ হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 100 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সুন্দর টিউন

এই ভাবে করলে টার্চ এ তো কাজ করে না