অ্যান্ড্রয়েড ফটো এডিটিং [পর্ব-০৬] :: কিভাবে নিজের ইচ্চেমত নির্দিষ্ট জায়গায় ইফেক্ট দিবেন, সাথে একটা সুন্দর ইফেক্টের সাথে পরিচয় হয়ে নিন।

আসসালামু আলাইকুম। আশা করি ভালই আছেন।
অ্যান্ড্রয়েড ফটো এডিটিং এর ষষ্ঠ পর্বে আপনাকে সাগতম। যারা মিস করেছেন তারা দেখে নিতে পারেন।
ক্লিক এখানে :p
আমার এই টিউন গুলা ভাল লাগা না লাগা একটু জানানোর চেস্টা করবেন।

যাইহোক আজকে দেখবো PicsArt-photo studio দিয়ে কিভাবে নির্দিষ্ট জায়গায় ইফেক্ট দেয়া যায়। এটা করা একদম সহজ, অনেকেই হয়তো জানেন আবার জানেন না।

.

 

 
কথা না বাড়িয়ে ছবিটা অপেন করুন। তারপর effect এ যান। আমি Artistic সিলেক্ট করলাম।

 

 

 

 
তারপর sketch 1 ইফেক্ট।
এবার গিয়ার বাটনে ক্লিক করলে ইফেক্ট ইডিটের অপশন পাবেন।
ছবি অনুযায়ী ঠিক করুন। তবে দুই নাম্বার (mask 2) আর চার নাম্বার (magic 4) এ হাত দিবেন না। ওটা খারাপ রেজাল্ট দেয়।

 

 

 

প্রথমে কালার টু নেন। একদম সাদা না কিছুটা নিচ দিকে নেন। 

 

 

 

 

 

 

 

 এবার কালার 1 নিন। কালার দুই আগে নিলে পরবর্তীতে কালার এক সিলেক্ট করতে সুবিধা হয়। আসল লুক বোঝা যায় আরকি।

 

 

 

 
এবার ব্রাশ বাটন থেকে original সিলেক্ট থাকা অবস্থায় বাম পাশের মাঝখানেরটার উপর চাপ দিলে ব্রাশ স্টাটাস দেখাবে। সাইজ বড় করে নিন।

 

 

 

 এবার যে অংশে আগের মত রাখতে চান,সেখানে চাপলেই হয়ে যাবে।
ভুল বশত বেশি করে ফেললে effect সিলেক্ট করে ঘসলেই ইফেক্ট হবে।।

 

 

 

 

 

 

বুঝতে সমস্যা হলে টিউটমেন্ট করুন।
ভুল ত্রুটি (বেয়াদবী) হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। PicsArt-photo Studio এর ডাউনলোড লিঙ্ক পুর্বের টিউনে দেয়া আছে।।

Level 0

আমি Ultimate SoHeL। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 29 টি টিউন ও 107 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

(আগে মানুষ হয়ে নেই? ইয়ারপর বায়োগ্রাফিক্যাল ইনফো লিখব।। ) ⊙ω⊙ আপাতত নামটা মুহাম্মদ সোহেল .(•ิ_•.... I Love techtunes..... ωαηηα ѕтαу ωιтн тєcнтυηєѕ..... ♥


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস