এন্ড্রয়েড স্মার্ট ফোন ফ্ল্যাশিং পদ্ধতি [পর্ব-০২] :: খুব সহজে নিজেই ফ্ল্যাশ করুণ আপনার Samsung S3 স্মার্ট ফোন।

এটি এন্ড্রয়েড স্মার্ট ফোন ফ্ল্যাশিং পদ্ধতি চেইন টিউনের ২য় পর্ব

এন্ড্রয়েড স্মার্ট ফোন ফ্ল্যাশিং পদ্ধতি

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। আর বকবক না করে এখন কাজের কথায় আশা যাক, আজকে আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে ফ্ল্যাশ করবেন আপনার Samsung S3 এন্ড্রয়েড ফোন।

মনেকরি আপনার Samsung S3 কিছুদিন আগে কিটক্যাট ৪.৪.২ তে আপডেট দিছেন। আপডেট দেওয়ার পরে আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। এখন আপনি আপনার  Samsung S3 কিটক্যাট হতে জেলিবিন এ ডাউনগ্রেড করবেন। কিভাবে করবেন তা নিম্নে আলোচনা করবো, চলুন শুরু করা যাক।

ধাপ ১ঃ প্রথমে নিশ্চিত করুণ যে, আপনার  Samsung S3 তে ৮০% বা তার বেশি চার্জ রয়েছে।

ধাপ ২ঃ ডাউনলোড ODIN এবং আপনার কম্পিউটারে ইন্সটল করুণ।

ধাপ ৩ঃ আপনার Samsung S3 এর মডেল অনুযায়ী যেই Firmware টি এখান থেকে Download Samsung Galaxy S3 File ডাউনলোড এবং Extract করুণ।

ODIN আপনার ডিভাইসে MD5 ফাইল ব্যবহার করে ROM ইনস্টল করার একটি প্রোগ্রাম. এই MD5 ফাইল যেমন Modem, recoveries বা এমনকি ROM-ফ্ল্যাশ দিতে পারবেন।আপনি Samsung S3- ODIN এর মাধ্যমে  স্টক রম ফ্ল্যাশ করতে পারবেন, এর আগে আপনার ডিভাইসের ড্রাইভার আপডেট দিতে. এটা দুভাবে করা সম্ভব, হয় আপনি আপনার আপডেট ড্রাইভার জন্য ইন্টারনেটের মাধ্যমে অনুসন্ধান এবং তারপর ডাউনলোড করে আপনার পিসিতে এটি ইনস্টল করতে পারেন. অন্যান্য উপায় ডাউনলোড বা আপডেট কিয়াস।  তারপর ইনস্টল অথবা ড্রাইভার আপডেট. ড্রাইভার ইনস্টল করার পরে, আপনার পিসি রিস্টার্ট করুন।

ধাপ ৪ঃ ইন্সটল ODIN এবং ইন্সটল শেষে ODIN ওপেন করুণ। ওপেন করার পরে PDA বাটনে ক্লিক করুণ এবং আপনার ডাউনলোড করা MD5 ফাইলটি খুঁজুন। MD5 ফাইলটি .tar ফরমেটে থাকবে।

Step6

ধাপ ৫ঃ আপনার Samsung S3- ডিভাইস টি কম্পিউটার থেকে Disconnect করুণ।

ধাপ ৬ঃ Samsung S3 ডাউনলোড মুডে নিতে হবে। যেভাবে  ডাউনলোড মুডে নিবেন,  (Volume down + Home + Power) বাটন  চেপে ধরে রাখুন  তারপর  volume up বাটন চাপুন।

 

ধাপ ৭ঃ আপনার Samsung S3 কম্পিউটারের সাথে Usb Cable এর মাধ্যমে কানেক্ট করুণ এবং কিছুক্ষণ অপেক্ষা করুণ যাতে আপনার ডিভাইস টি কম্পিউটার ডিটেক্ট করতে পারে।

root-your-samsung-galaxy-s3-and-flash-stock-roms-using-odin-for-windows.w654

ধাপ ৮ঃ যখন আপনার ডিভাইস টি ODIN ডিটেক্ট করতে পারবে তখন নিচের বক্সে  “ADDED” ম্যাসেজ দেখতে পাবেন। ভুলেও Re-Partition এ মার্ক করবেন না।

ধাপ ৯ঃ কয়েক মিনিট পরে যখন একটি রঙ্গিন বক্স  "COM: 3" প্রদর্শিত হবে। এর মানে আপনার কম্পিউটার (আপনার) ডিভাইসটিকে ডিটেক্ট করতে পেরেছে এবং আপনার Samsung S3 সম্পূর্ণ  রেডি ফ্ল্যাশ দেওয়ার জন্য।

ধাপ ১০ঃ Start বাটন ক্লিক করে ফ্লাশিং রান করুণ।

Odin-PASS-Box

ধাপ ১১ঃ ফ্ল্যাশ সম্পূর্ণ হলে উপরে দেওয়া ছবির মত দেখাবে। সবুজ রঙ এর ঘরে Reset or Pass লেখা দেখতে পাবেন। এখন আপনার ফোনটি কম্পিউটার থেকে Disconnect করুণ। ফ্ল্যাশ শেষে ফোনটি চালু করতে একটু সময় লাগবে (পাঁচ মিনিটের মত) ভয়ের কিছু নাই।

মনে রাখবেনঃ

  • পনার ফোনের কিছু হলে আমাকে দায়ী করতে পারবেন না। সম্পূর্ন নিজ দায়িত্বে করবেন।
  • ফ্ল্যাশ দেওয়ার আগে আপনার সকল ব্যাক্তিগত ডাটা ব্যাকাপ করে নিন।

আমার সকল টিউন পিসিতে দেখতে এইখানে এবং মোবাইলে দেখতে এইখানে ক্লিক করুণ।

আমার ফেবু গ্রুপ লিঙ্ক- FB Group

ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আগামী টিউনে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত খোদাহাফেজ।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 175 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 72 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই খুব ভাল হয়েছে ভাই ০১৯১৬৫৩০৬৩৩ এ নং.. আমার আপনার নং..দেবেন পি…….

ভাই আমার এই( TML-I9192DDUCNH1 )Firmwar টা দরকার কিন্তু কোন ভাবেই নামাতে পারছিনা plz help for download it…. Thank You.

Level 8

@ raysulhasan
আমি ডাউনলোড করলে আপনাকে কি করে দিবো!

Level 8

@ Sundorban
আপনি আমার ফেবু গ্রুপে এ্যাড হন তারপর আপনাকে ম্যাসেজে জানিয়ে দিবো।