Android Games: আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার একটি লো কনফিগারেশন এর ফুটবল গেম(মিডিয়া ফায়ার ডাউনলোড লিঙ্ক)

টিউনের শুরুতেই বলে নেই, এই Android games টি আগে কেও শেয়ার করেছে কিনা আমার জানা নেই। করে থেক্লে দুঃখিত।

আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি চমৎকার একটি Android এর  ফুটবল গেম। নাম Puppet soccer 2014. International  টিম গুলো পাবেন এইখানে যারা বিভিন্ন গ্রুপে ভাগ করা, এক একটি গ্রুপে ৪টি দল আছে। যথারিতী  আপনাকে একটা দল সিলেক্ট করতে হবে, এবং খেলতে হবে। প্রত্যেক দলে একজন করে প্লেয়ার আনলক করা আছে, আপনি চাইলে অন্য প্লেয়ার আনলক করতে পারেন, তবে তার জন্য আপনাকে খেলে কয়েন বাড়াতে হবে। যেমন ব্রাজিল দলে নেইমারকে আনলক করতে আপনাকে ১২০০০ কয়েন তৈরি করতে হবে খেলে, আর্জেন্টিনা দলেই মেসিকে আনলক করতে আপনাকে ১৪০০০ কয়েন তইরি করতে হবে। অবশ্যই আপনি এইসব প্লেয়ার আনলক করলে আরও ভাল খেলতে পারবেন ।

ও, হ্যাঁ, এতক্ষন আপ্নারা মনে করছিলেন যে গেম টি চলতে apk ছাড়া আলাদা অনেক ডাটা ডাউনলোড করা লাগবে। আসলে কিন্তু তা না। আর apk এর সাইজও কিন্তু বেশি না। মাত্র ২৮ মেবি।

গেমটি খেলতে গিয়ে আপনি প্রতিপক্ষের খেলোয়ারকে খোঁড়া বানাতে পারবেন, বরফ বানাতে পারবেন। আরও অনেক কিছু করতে পারবেন।

আমি ৫১২ মেবি র‍্যামযুক্ত মোবাইলে খেলেছি। স্মুথ চলে।

ডাউনলোড করুন মজার এই গেমটি।

গেমটি সম্পর্কে আগে এইখানে প্রকাশিত।

চলুন কিছু স্ক্রিনশট দেখা যাকঃ

 

Level 0

আমি আলোর নিশান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 45 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস