এবার আপনার হেডসেটের বাটন দিয়ে নিয়ন্ত্রন করুন আপনার মিউজিক প্লেয়ার, ডায়ালার সহ ২৫টি অপশন! আপনার হেডসেটের বাটন হবে এখন সবকিছু। [মেগাটিউন]

Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা
————————–— بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ————————–—

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

দিনের পরিবর্তনের সাথে যে হারে অ্যান্ড্রয়েড ব্যবহার কারীর সংখ্যা বাড়ছে তাতে টিউন করার পরিকল্পনা করলে অ্যান্ড্রয়েড ছাড়া অন্য কিছু মাথায় আসেনা। আমি আমার সর্বশেষ টিউনগুলোতে অ্যান্ড্রোয়েড ইউলিটি এপস সম্পর্কে লিখেছি। আজও এর ব্যাতিক্রম করতে চাচ্ছিনা। তবে চলুন শুরু করা যাক।

মোবাইল ফোনে গান শুনেন অথচ হেডফোন ব্যবহার করেন না এমন ব্যবহারকারী সংখ্যা নাই বললেই চলে। আমরা সকলেই জানি হেডফোনের মাইক্রোফোনের সাথে একটা বাটন আছে। যার সাহায্যে আমরা কল রিসিভ করি কিংবা গান পরিবর্তন করি (চাইনা মোবাইল গুলোতে গান চালু হওয়ার পর বন্ধ করা যায়)। এর চেয়ে বেশি কাজ আমরা এই বাটন দিয়ে করতে পারিনা। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে এই বাটন দিয়ে আপনি মিউজিক প্লেয়ারের প্রায় সব অপশন ব্যবহার করতে পারবেন। এর আগে এই বিষয়ে কেউ টিউন করছে কিনা আমি জানিনা। নিচে আমার টেকটিউনস সার্চ রেজাল্ট প্রদর্শিত হলো।

হেডসেট বাটন কন্ট্রোলারঃ

শিরোনাম দেখেই হয়তো বুঝতে পারছেন আজ যে এপসটির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি তার নাম Headset Button Controler। তাহলে এবার চলুন শুরু করি এই এপসটি দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন।

নিচের লিস্টটি এক নজরে দেখে নিন। যেসব কাজ করতে পারবেন-

  • Play / Pause
  • Previous Track
  • Previous Track (2x)
  • Next Track
  • Rewind
  • Rewind (Other Players)
  • Fast Forward
  • Fast Forward (Other Players)
  • Volume Control
  • Volume Up (One Step)
  • Volume Down
  • Mute / Unmute
  • Voice Search
  • Voice Command
  • Voice Command Native
  • Redial Last Number
  • Say Time
  • Launch App
  • Launch Shortcut
  • Tasker Task
  • Switch Profile

দেখলেন তো কি কাজ করতে পারবেন আপনার হেডসেটের এক মাত্র বাটন দিয়ে। যাদের হেডসেটে তিনটি বাটন আছে তারা আরো ভালোভাবে তাদের বাটন গুলো কাস্টমাইজ করতে পারবে।

ব্যবহার বিধিঃ

এবার আসুন জেনে নিই কিভাবে এপসটি ব্যবহার করবেন। আপনি যখন এপসটি ওপেন করবেন তখন নিচের মতো চিত্র দেখতে পারবেন। খেয়াল রাখবেন ট্যাবটিতে যেন Easy অপশনটি সিলেক্ট করা থাকে।

চিত্রে ভরাট হলুদ বৃত্ত হলো ক্লিক সংখ্যা আর লম্বা দাগ হলো আপনাকে বাটন চেপে হোল্ড করতে হবে। এবার আপনি বাটনের কোন অপশন এর জন্য কোন ফিচারটি চান সেটা নির্বাচন করুন। আপনি হয়তো ভাবছেন কাজ শেষ কিন্তু আসলে আপনাকে আরো কিছু কাজ করতে হবে। উপরের ট্যাব থেকে Advanced অপশনে ক্লিক করুন এবং আপনার পছন্দ মতো সেটিং দিয়ে দিন। আর অতি অবশ্যই General Settings থেকে Enable অপশন টি মার্ক করতে ভুলবেন না। না পারলে ছবি দেখুন।

এবার তাহলে শুরু করুন, আর আলসেমিতে ডুবে থাকুন। ছোট বেলা থেকে আমার পরিবারের লোকজন বলে আমি নাকি পৃথিবীর সেরা আলসে। নিজে আর কতো দিন এই অপবাদ সহ্য করবো। আপনাদের আলসে বানাতে তাই আজকে এই ছোট্ট প্রয়াস।

ডাউনলোডঃ

টিউন শেষ হয়ে গেলে আর আপনারা কেউ ডাউনলোড করার কথা মনে করিয়ে দিলেন না! যাহোক নিচের লিংক থেকে ঝটপট ডাউনলোড করে নিন। সাইজ নিয়ে চিন্তা করলে আপনার চিন্তা আরো বাড়িয়ে দিত বলবো এটির সাইজ অনেক বিশাল! ইন্টারনেট স্পিড না থাকলে সারা জীবনেও ডাউনলোড করতে পারবেন না। এটা একটা পেইড এপস কিন্তু টেকটিউন পরিবারের জন্য একদম ফ্রি।

Headset Button Controller | Size 355KB

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে টিউমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি-

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 158 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

oh bro.nice tune >>>>>>>>>>

Thank You For Reading My Tune.

বরাবরের মত সুন্দর টিউন @ ধন্যবাদ

Bluetooth headphone a kajj korba ?

    @জয়: আমি জানিনা কাজ করবে কিনা। আপনার যদি ব্লুটুথ হেডফোন থাকে তাহলে চেষ্টা করে দেখতে পারেন। সাপোর্ট করলে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না।

গ্রেট টিউন!!!! ধন্যবাদ আপনাকে।

অলস মানুষ হয়েও এতো বড় টিউন লেখার জন্য আপনাকে ধন্যবাদ। একমাত্র অলসতার কারনে আমিও কোন টিউন করতে পারি না। অনেক কষ্টে কমেন্ট করলাম ।

দারুন জিনিস তো । কথায় পেলেন এটা ?

Thanks