এন্ড্রয়েড স্মার্ট ফোন ফ্ল্যাশিং পদ্ধতি [পর্ব-০৮] :: খুব সহজে নিজেই ফ্ল্যাশ করুণ আপনার Walton Primo Rx2 স্মার্ট ফোন।

এটি এন্ড্রয়েড স্মার্ট ফোন ফ্ল্যাশিং পদ্ধতি চেইন টিউনের ৮ম পর্ব

এন্ড্রয়েড স্মার্ট ফোন ফ্ল্যাশিং পদ্ধতি

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। আর বকবক না করে এখন কাজের কথায় আশা যাক, আজকে আপনাদের সাথে শেয়ার করবো, কিভাবে ফ্ল্যাশ করবেন আপনার  Walton Primo RX2  এন্ড্রয়েড ফোন।

ধাপ ১ঃ এই Download বা Download লিঙ্ক হতে Android Usb Drivers ডাউনলোড করুন এবং আপনার কম্পিউটারে ইন্সটল করুণ। ইন্সটল করা শেষ হলে পরের ধাপ লক্ষ্য করুণ। Firmware এর ভিতরে ও Drivers দেওয়া উপরের গুলো কাজ না করলে ঐ Drivers টা ইন্সটল করে নিবেন।

ধাপ ২ঃ Walton Primo RX2 এর স্টক রম এখান থেকে কিটক্যাট (4.2.2) ডাউনলোড করে নিন। ডাউনলোড শেষে Extract করুণ।

ধাপ ৩ঃ এখন ফ্ল্যাশটুল (Flash tool) ফোল্ডার হতে MultiPortDownload.exe ওপেন করুন।

ধাপ ৪ঃ এখন Scatter-loading (MT6592_Android_scatter.txt“ file from “SW” folder) ফাইল টি Software ফোল্ডার হতে সিলেক্ট করুন এবং Start All বাটনে ক্লিক করুন।

Posted Image

ধাপ ৫ঃ এখন ফোনের ব্যাটারি খুলে ডাটা ক্যাবল দিয়ে কম্পিউটারের সাথে কানেক্ট করুন (যতক্ষণ ফ্লাশিং প্রসেস Start না হওয়া পর্যন্ত  volume up key চেপে ধরে রাখুন)।

ধাপ ৬ঃ কিছুক্ষণ এর মধ্যে ফ্লাশিং শুরু হবে এবং ফ্লাশিং শেষে Cksm(USRDATA) OK…100% সবুজ আইকন দেখতে পাবেন।

Posted Image

মনে রাখবেনঃ

  • আপনার ফোনের কিছু হলে আমাকে দায়ী করতে পারবেন না। সম্পূর্ন নিজ দায়িত্বে করবেন।
  • ফ্ল্যাশ দেওয়ার আগে আপনার সকল ব্যাক্তিগত ডাটা ব্যাকাপ করে নিন।
  • উপরের Installable USB Drivers টি প্রায় সব এন্ড্রয়েড ফোন কাজ করবে।

আমার সকল টিউন পিসিতে দেখতে এইখানে এবং মোবাইলে দেখতে এইখানে ক্লিক করুণ।

আমার ফেবু গ্রুপ লিঙ্ক- FB Group

ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আগামী টিউনে আবার দেখা হবে। আজ এই পর্যন্ত খোদাহাফেজ।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 175 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 72 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vai walton zx e kivabe deya jay………

Level 0

ভাই আমি অনেক ট্রাই করেও আমার Symphony Z2 ফ্লাশ করতে পারিনি।। কি ভাবে করবো একটু হেল্প করেন।

Level 0

ভাই আপনার কাছে কি Walton R2 এর Kitkat রম আছে। কিভাবে Walton R2 তে Kitkat রম ব্যবহার করা যাবে। জানাবেন প্লিজ। ধন্যবাদ।

Level 8

@ Himadri
R2 এর জন্য কোন কিটক্যাট রম নাই।

Level 8

@ মোঃ গোলাম রব্বনী
next tune e try korbo. sathe thakben.

কেউ কি Sumsang GT-S7562 এর ভাল কাস্টোম রম এর ডাউনলোড লিংক দিতে পারেন। আর প্রতিটা সেটে ফ্লাশ দেয়ার জন্য কি আলাদা আলাদা সফটওয়্যার আর আলাদা আলাদা স্টক রম লাগবে এমন কোন সফটওয়্যার আর এমন কোন স্টক বা কাস্টম রম নেই তা দিয়ে যেকোন ফোন ফ্লাশ করা যাবে।

sum-19105 এ কিটকেট দেওয়া যাবে কিনা?

Level 8

@ রাশিকুল
@ আমিন
Sumsang এর স্টক Firmware ডাউনলোড করার চেষ্টা করেছি কিন্তু পারিনি।