সকল এন্ড্রয়েড এর IMEI ঠিক করুণ খুব সহজে [রুট ফোনের জন্য]।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভাল আছি। কিছুদিন আগে আমি IMEI INVALID সমস্যায় ভুগেছি। কিভাবে সমাধান করা যায় তা অনেক ঘাঁটাঘাঁটি করে সহজ একটি উপায় আপনাদের কাছে উপস্থাপন করব। আর বক বক না করে কাজের কথায় আসি।

প্রথমে IMEI_windows.zip এবং IMEI_FLASHABLE.zip ফাইল দুটি ডাউনলোড করে Unzip করে নিন এবং নিচের প্রসেস গুলি ঠিক ভাবে করুন।

১। উপরের ফাইল দুটি ডাউনলোড করে Unzip করুন। এখন ফাইল দুটো C Drive এ রাখুন। [বিঃদ্রঃC:\Documentes and Settings\User\ on your computer]

২। এখন command prompt [windows key+R] চাপুন এবং Run Box এ cmd চাপুন।

৩। এখন নিচের ছবির মত একটা পর্দা আসবে।

৪। এখন Command Prompt এ imei.exe <15digit_IMEI_1> <15digit_IMEI_2> লিখুন এবং Enter চাপুন।

৫। Enter চাপার পরে Successful হইলে এমন বার্তা পাবেন।

৬। এখন MP0B_001_NEW ফাইলটি এই MP0B_001 নামে রিনেম করুন এবং মুভ করুন data/nvram/md/NVRAM/NVD_IMEI/MP0B_001 ফোল্ডারে।

৭। এখন ফাইল দুইটা zip ফাইলে কনভার্ট করুন।

৮। এখন Zip ফাইলটা মোবাইলে নিবেন এবং রিকভারি মুড এ গিয়ে ZIP ফাইল্টা ইন্সটল দিবেন। ব্যাস মোবাইল এখন রিবুট দেন আর দেখুন আপনার মোবাইলের IMEI থিক হয়ে গেছে।

বিঃদ্রঃ আপনার মোবাইলে যেই IMEI নাম্বারটা আছে ঠিক ঐ IMEI নাম্বার ব্যবহার করবেন। যদি অন্য কোন IMEI নাম্বার ব্যবহার করে সমস্যায় পরেন তাইলে আমি এবং টেকটিউনস কতৃপক্ষ দায়ী থাকবো না।

আজকে এই পর্যন্ত। সবাই ভাল থাকবেন আর আমার জন্য দোয়া করবেন।
খোদা হাফেজ।

Level 8

আমি রায়হান ফেরদৌস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 175 টি টিউন ও 131 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 72 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বুঝছি ।

thanks … 🙂

দুইটা IMEI নম্বর দেওয়ার কারনটা কি????????? আমার মোবাইলেতো একটা IMEI নম্বর আছে, আমি দুইটা পাব কোথায়??????????????????

Level 8

@ মাসুদুর রহমান
আপনি একটাই দিবেন।

    ভাই আমি ফ্ল্যাশ দেয়ার সময় ফুল ফ্ল্যাশ শেষ না হতে বিদ্যুৎ চলে যাওয়ায় আর ফোন অন হচ্ছে না এবং ফ্লাশও নিচ্ছে না।।
    এর সমাধান কি???

আমার ফোন এর IMEI চেঞ্জ হয়েছে কেনার আগে,তাই আমি ফোন এর IMEI জানি না।এখন ফোন এর ব্যাটারি খুলে পিছনে যে IMEI লেখা আছে সেটা দিয়ে flash করলে কি হবে?
IMEI টা আমি চেক করে দেখেছি,আমার ফোন মডেল এর ই।

    Level 8

    তানিম ভাই
    আপনি ব্যাটারি খুলে যেই imei নাম্বারটা পাবেন ঐটাই আপনার ফোনের imei নাম্বার। সেই imei ফ্লাস করলেই হবে।