Whatsapp এর পার্ট করা ভিডিও মিউজিক বা গেইম & এপ্লিকেশন decode & join করার পদ্ধতি

      বিসমিল্লাহির রাহিমানির রাহিম
সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি।
পার্ট করা ভিডিও মিউজিক বা গেইম
বা এপ্লিকেশন decode & join করার
পদ্ধতি এ জন্য যা যা লাগবে
Whatsapp file sender pro

      Droid Sliptter

1) whatsapp এর সকল পার্ট download করুন।
2) sd card এ যান তারপর whatsapp>media>
whats app audio তে যান। এখানে পার্ট
করা file mp3 আকারে দেখাবে।
3) পার্ট করা mp3 file এ click করুন। দুটি options আসবে, আপনি whats app file sender এ click করুন, then decode এ click করুন। এখন যে folder decode করতে চান সেই folder এ ডুকে নিচে open এ click করলে ফাইলটা decode হবে। এভাবে এক একটি করে সব পার্ট একটি folder এ decode করুন।
4) decode করা ফাইল গুলি পার্ট আকারে থাকবে যেমন:
movie.part1.mp4
movie.part2.mp4
5) এখন Droid Spiltter এ ডুকুন। ডান পাশের লাল চিহ্নিত option এ click করুন।

image

তারপর নিচের চিত্রের মত হলে

image

লাল জায়গা (pending file list) এ ক্লিক করুন।

image

One click Auto Detect এ ক্লিক করুন।
তারপর SD Card এ প্রবেশ করুন। এবং ফাইলের উপরে ক্লিক করুন

image

এখন select target folder এ click
করে যে folder এ join করাতে চান সেই
folder এ ডুকে select করে নিচে start
click. করুন।

image

কিছুক্ষন অপেক্ষা করলে ফাইল গুলো join হয়ে যাবে।
প্রয়োজনে যোগাযোগ: MY FACEBOOK ACCOUNT
ভাল থাকবেন। সবাইকে ধন্যবাদ।

Level 3

আমি সাইম আল সাদিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 108 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস