অ্যাপ ডাউনলোড করুন গুগল প্লে থেকে সরাসরি পিসিতে অথবা আপনার মোবাইলে । [মেগা টিউন] A to Z টিউটোরিয়াল।

সুপ্রিয় টেকটিউন্স কমিউনিটি আমি ইমরান মোঃ আজিজুল ইসলাম । আগে কখনও টিউন করা হয়নি এটা আমার প্রথম টিউন । তাই ভুল হলে ক্ষমা করবেন আশা করি।

আজকে আমরা জানব একটা অতি দরকারি বিষয় যা হল গুগল প্লে থেকে আপ ডাউনলোড করার উপায় । অনেকে জেনে থাকতে পারেন কিন্তু যারা জানেনা তাদের জন্য মুলত এই টিউন টি করা।

গুগল প্লে থেকে অ্যাপ নামাতে আপনি দুই টি উপায় অবলম্বন করতে পারেন

  1. ব্রাউজার এক্সটেন্সান ব্যবহার করা।

  2. থারডপারটি ওয়েবসাইট ব্যবহার করা।

প্রথম উপায়টি অনেকে জানে তাই আর এ নিয়ে লিখলাম না...............

দ্বিতীয় উপায়ে আপনি পিসি ছারাই , ব্রাউজার এক্সটেন্সান , ডিভাইস আইডি ব্যবহার এর ঝামেলা বাদ দিয়ে অ্যাপ নামাতে পারবেন। ত আর দেরি কেন? চলুন শিখে ফেলি উপায়টি।

ইন্টারনেট এ অনেক সাইট থাকলেও ১০০% নির্ভর যোগ্য হলঃ

  1.  Apkleecher.com

  2.  downloader-apk.com

  3.  apk-downolader.org

এদের ব্যবহার একই তাই মূলত আমি একটির ব্যবহার শিখিয়ে দিছি।

ধাপ একঃ প্রথমে  Apkleecher.com এই লিংক এ যান।

ধাপ দুইঃ ইনপুট প্যানেল এ আপনার অ্যাপ এর গুগল প্লে লিংক, অ্যাপ আইডি , অ্যাপ নাম দিন। এবং Generate Download Link বাটন এ ক্লিক করুন।(অ্যাপ আইডি মূলত হবে এরকমঃ “com.whatsapp”)

ধাপ তিনঃ অ্যাপ এর Release Date And Version মিলিয়ে নিন এবং Proceed to download বাটন এ ক্লিক করুন।

ধাপ চারঃ অ্যাপ ডাউনলোড শুরু হবে।

বিঃ নোঃ এটা আমার প্রথম টিউন তাই ভুল হলে ধরিয়ে দিবেন। এটা আগে কোথাও পাইনি তাই শেয়ার করলাম।

সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেয।হ্যাপি টিউনিং 🙂

কোন প্রয়জনেঃ

ফেসবুকঃ Imran Md Azizul Islam

Level 0

আমি ইমরান মোঃ আজিজুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

যদিও এগুলো প্রায় সকলেই জানে, তারপরও নতুনদের কাজে আসবে। এরপর আরেকটু গুছিয়ে Screenshot টিউন করার পরামর্শ রইল। স্বাগতম প্রথম টিউনে।

    @harun24hr: ভাইয়া অনেক থ্যাংকস আপনার পরামর্শের জন্য । আমি আগামি টিউন গুলো আর সুন্দর করার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন।

আজকাল টিউনের আগে মেগা টিউন শব্দ বসানো কালচার হয়ে দাঁড়িয়েছে!

jei tune kore. . . Shudhu bole. Eta amar amar prothom tune :p

jei tune kore. . . Shudhu bole. Eta amar prothom tune :p

    @মারুফ আহমেদ: ওই বেটা নিজে উপরে ভাল কইরা দেখো আমার টিউন ১ টি । এটাই
    ত আমার প্রথম টিউন তাই প্রথম টিউন লিখলে তোমার সমস্যা কথায়?????????

eida mega tune kemne hoilo !

    @ধূসর পান্ডুলিপি: ঠিকিই বলেছেন ভাই । এটা মেগা টিউন হয়নি তবে হবে। এটা পাবলিশ করলেও এটার আপডেট করা হবে(Screenshot, Content, Tricks, Narrative Style) ইত্যাদি। সময় পেলে আপডেট করে দেব । তখন এটা মেগা টিউন ই মনে হবে। থ্যাংকস ফর টিউমেন্ট।

দাদা এন্ডয়েড তো হয়েই যায়। পিসিতে অথবা মোবাইলে। যদি সম্ভব হয় তবে আইওএস সফটওয়্যারগুলো কিভাবে পিসিতে সরাসরি ডাউনলোড করে রাখা যায় সেটার চেষ্টা করুন। আমি অনেক সাইটেই ডাউনলোড করতে গিয়েছি কিন্তু যখনি ডাউনলোড করতে চাই ওটা সরাসরি আই টিউনস এ চলে যায়।

Level New

Not a “Mega” tune. Only tiny tune