Google Play Store থেকে Dollar $ ছাড়াই Paid Apps , Software , Games ডাউনলোড করুন সম্পুর্ন ফ্রিতে (100% working)

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন?  আশা করি Software HAT এর সাথে থাকলে  ভাল থাকবেন। আমিও আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে ভাল আছি।


                                এখন আমরা চলে যাবো পোষ্টের মুল আলোচনায় । বর্তমান সময়ের আলোচিত ও সমালোচিত বিষয় হল এন্ড্রয়েড চালিত মোবাইল ফোন । এন্ড্রয়েড অপারেটিং এ চলে এই স্মার্ট মোবাইল গুলি। বিভিন্ন ধরনের গেমস এবং এপস আমরা এই স্মা্র্টফোনে চালিয়ে থাকি। যার জন্য Google Play Store সহ আরো বিভিন্ন ওয়েব থেকে আমরা এই এপ্স , গেমস ডাউনলোড করে থাকি। অনেক সময় কিছু কিছু এপস এবং গেমস থাকে যা আমাদের ডলার দিয়ে কেনা ছাড়া ডাউনলোড করতে পারি না। 

         আজকে আপনাদের দেখাবো কিভাবে Google Play Store থেকে Dollar $ ছাড়াই Paid Apps , Software , Games ডাউনলোড করবেন সম্পুর্ন ফ্রিতে।

 Play store এ অ্যাপস ও গেমস দুইপ্রকার, free ও paidঅনেকের প্রশ্ন মামু, নেট কিনা play store থাইক্কা অ্যাপস ও গেমস ডাউনলোড দেই,টাকা খরচ কইরাই তো নামালাম। যদি নেট এর টাকা আর play store এর টাকার পার্থক্য না বুঝেন তাহলে হয়ত এই পোষ্টটি আপনার জন্য নাহ।। 

    ফ্রী ও পেইড অ্যাপস ও গেমস এর মধ্য পার্থক্য আকাশ পাতাল। যারা ব্যাবহার করেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন।। প্লে স্টোরে কোন প্রয়োজনীয় অ্যাপস ও গেমস দেখলেই আমাদের ইচ্ছা হয় নামাতে,অনেকে হয়ত নিজের ক্রেডিটকার্ড ব্যবহার করে নামাতে পারেন, অনেকে হয়ত গুগল মামার সহায়তায় বিভিন্ন ওয়েবসাইট ঘুরে কাঙ্খিত অ্যাপস ও গেমস নামতে সক্ষমও হন।। কিন্তু আজ আমি কয়েকটি ধাপে প্লে স্টোর এর পেইড অ্যাপস ও গেমস ফ্রীতে নামানো শিখাব।।


১। প্রথমে নিচের লিঙ্ক থেকে অ্যাপসটি নামিয়ে ইন্সটল করে নিন।

Click Here To Download This Apps


২।# play store প্রবেশ করুন, যেকোনো অ্যাপস সিলেক্ট করুন।।

৩।# menu তে ক্লিক করে share অপশন সিলেক্ট করুন।

৪।# free store দেখিয়ে দিন।

৫।# download এ ক্লিক করুন।।

6।# ব্যাস , download শুরু হয়ে যাবে, এবার install দিয়ে আরামছে ব্যবহার করুন  যেকোনো পেইড অ্যাপস ও গেমস একদম ফ্রিতে।।

 আপনাদের জন্য অনেক কষ্ট করে আমরা বেছে বেছে সেরা টিপস দেয়ার চেষ্টা করি। তাই সবার প্রতি অনুরোধ একটি সুন্দর কমেন্টস করে উৎসাহ দিবেন।

 লেখাটি পুর্বে আমার ব্লগে প্রকাশিত ।  আমার সাইট

Level 0

আমি মোঃ মহসিন উল হাসান। Proprietor, M/S Raaisa Trading House, Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 103 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

শুধু মানুষ হতে চাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি যেই এপস দিছেন তা নিয়ে অলরেডি বেশ কিছু টিউন আছে….আর কত ভাই???? এইটা টিটি অন্ততপক্ষে রুলস গুলো তো পডবেন, বিরক্ত হলাম

    @হাবিব উল্লাহ: দুঃখিত ভাইয়া। আমি সার্চ দিয়েছিলাম। কিন্তু এমন কিছু পেলাম না বলেই টিউনটি করলাম। আপনি কি আমাকে আগের টিউনের লিঙ্কটি দিতে পারবেন?

অবশ্যই। এই দেখুন লিংক https://www.techtunes.io/android/tune-id/291813

আশা করি পরের বার থেকে ভূল হবে না । টিটির সাথেই থাকুন

Level 0

জানা ছিল তবুও ভাল পোস্ট।

অনেক আগে এই অ্যাপসটা ব্যাবহার করেছি কিন্তু এখন এটা কাজ করে না 🙁

techtunes এর এডমিন এর দৃষ্টি আকর্ষণ করছি !!!!!!!! আমার টিউনার শিপ বাতিল করা হইছে | কিন্তু আমি বুজিই নি আমি কোথায় স্পাম করেছি | সে জন্য আমি খুবই দুঃখিত | আমার প্রিয় সাইট এ আমি আবার পোস্ট করতে চাই | তাই আমার টিউনার শিপ আবার চালু করে দেয়ার জন্য আনুরুধ করছি |

vai share button nai to

Level 0

কাজ করে কিনা তা নিজে যাচাই করে টিউন করবেন, অযথা নিজের ও আরেকজনের সময় নষ্ট করবেন না প্লীস। ফালতু পোস্টের জন্য ধন্যবাদ।