আপনার android mobile কে আপনার পিসি/ল্যাপটপের mouse এবং কি বোর্ড হিসাবে ব্যবহার করুন wifi এর মাধ্যমে সাথে থাকছে পিসি কন্ট্রোল করার বেস কয়েকটি চরম ফিচার no needed root

সবাইকে সালাম আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এবারের টিউন। আশা করি আপনারা সকলে ভালই আছেন.? সব সময় প্রযুক্তির সাথে থাকলে ভাল থাকারি কথা। আর Techtunes  এর সাথে থাকা মানেই প্রযুক্তি সাথে থাকা।

আমি আগেই বলে রাখি এই ধরনের টিউন আমার জানামতে আগেও হয়েছে তবে সেখানে কি অ্যাপস ব্যবহার করা হয়েছে বা কি রকম সফল হয়েছেন আপনারা আমি তা জানি না। তবে আমার বিশ্বাস আমার এই ট্রিক্স টা আপনাদের ভাল লাগবেই। আমার শেয়ার করা অ্যাপস আশা করি আগে কেউ আপনাদের সাথে শেয়ার করে নি। যারা আগে খুব ভাল ভাবে সফল হয়েছেন বা আগে থেকে জানেন তারা দয়া করে ২১৩ গজ দূরে থাকেন আর হর্ন দেন.এবং যারা আমার বকবাকানি এতক্ষন হুনছেন আর হুনতে মন চায় না তারা জাইয়া মায়ের বুকে মাথা রাইক্ষা একটা ঘুম দেন, আমার বাকি লেখা আপনি না পড়লেও চলবে.

আমার মত অনেকেই আছেন যাদের ল্যাপটপ বা কম্পিউটার ১০ হাত দূরে রেখে দূর থেকে ব্লুটুথ বা wifi এর মাধ্যমে কম্পিউটার ব্যবহার করতে মন চায় আর সে জন্য আবার কি সব কি বোর্ড, মাউস কিনতে হয় আর দামের কথা হুনলে মুখ নিছের দিকে দিয়ে দোকান থেকে বের হয়ে চলে আশা লাগে। আবার কিনলেও কয় দিন পর ডিস্টাব আরম্ভ। আমি অনেক কষ্ট কইরা সস্তা দেইক্ষা একক্ষান android মোবাইল কিনছি আর ঐডারে দিয়াই আমি আমার সব কাজ সারাই বার চাই। সস্তা দেইক্ষা কিনছি কারন জানেনি ত আপনেরা অপ্ল দামে সস্থা গরিবা মানুষের আশাকরি আপনারাও উপকৃত হবেন। এবারের টিউনে আপনাদেরকে দেখাব কি ভাবে আপনি আপনার android device কে আপনার পিসি/ল্যাপটপ এর মাউস এবং কি বোর্ড হিসাবে ব্যবহার করবেন। শুধু তাই নয় সাথে থাকছে আপনার পিসি কন্ট্রোল করার মত বেশ কয়েকটি চরম ফিচার। যেমন direct shutdown option, windows tsk manager এ রানিং সব windows …জাই হক বাকি গুলা আপনেরা দেখে নিয়েন.আমি সরাসরি কাজের কথায় চলে জাই.

Step 1:প্রথপমে আপনি দুইটি apps…

একটি আপনার মোবাইলের জন্য wifi mouse… play store থেকে ফিরি নামাই নিতে পারেন অথবা আমি আপনাদের জন্য মিডিয়া আগুনে আপলোড করে দিসি.  LINK HERE  (size 5.04 mb)

Step 2:দ্বিতিয় অ্যাপস পিসির জন্য। mouse server-download করে নেন  official site থেকে অথবা আমি আপনাদের জন্য এটাও মিডিয়া আগুনে আপলোড করে দিয়েছি. download  link here  (size 1.09 mb)

Step 3:আপনি প্রথমে আপনার পিসিতে ডাওনলোড করা অ্যাপস mouse server ইনস্টল করে রেখে দিন। এটা ওপেন করার দরকার নাই কারন এটা বেকগ্রাউন্ডে auto running হয়ে থাকে।

Step 4:আপনার মোবাইলে ডাওনলোড করা অ্যাপস wifi mouse apps টা ইন্সটল করে রেখে দেন। এবার মোবাইলের সকল প্রকার ইন্টারনেট কানেকশান বন্ধ করে দেন.তারপর mobile এ হটস্পট অন করুন (menu-settings-wirless & networks –tethering & portable hotspot)

যারা manually  করতে পারেন না তাদের সুবিদার্থে আমি সর্ট দিয়ে দিয়েছি। দেখে নিন.

প্রথমে menu-settings-wirless & networks –tethering & portable hotspot এ জান. তারপর Tethering & portable portable hotspot এ ক্লিক করেন.

এখন wifi hotspot অন করেন অতঃপর wifi hotspot লেখার উপর ক্লিক করেন.

এবার  setup wi-fi hotspot লেখাতে ক্লিক করেন.

এখন আপনি network ssid তে যে কোন একটা নাম দিন। যদি আপনি hotspot এ পাস ব্যবহার করতে চান তা হলে security option থেকে wpa2 psk দিয়ে ৮ ডিজিটের একটা পাস দিয়ে সেভ করে দিন।

আর পাস না দিতে চাইলে security option থেকে নান এ ক্লিক করে সেভ করে দিন.

এবার আপনি আপনার পিসি/ল্যাপটপে wifi sacan করলে আপনার hotspot টি পাবেন এবং সেটি কানেক্ট করে দিন.

এবার মোবাইলে ফেরত জান এবং আপনার আগে ডাওনলোড করা এবং ইন্সটল করা অ্যাপস টি রান করান.

রান করানোর পর দেখবেন আপনার hotspot এর সাথে কানেক্ট করানো পিসি/ল্যাপটপের আইপি  সো করছে এবং সাথে পিসির নামো সো করতেছে। এবার টিক মার্কে ক্লিক করে সার্ভারকে কাজ করার পার্মিসান দিন.

এবার দেখুন আশল মজা আপনার সামনে এখন যে স্কিন সো করতেছে তা হল আপনার মাউস পেড.

এবার আপনি আপনার মোবাইল থেকে কি বোর্ড বা কন্ট্রোল করতে বেক করেন তা হলে সেখানে সকল অপসান পাবেন.

এবার কন্ট্রোল option থেকে কিছু  প্রোগ্রাম আপনি দেখে নিন.

আজ এই পর্যন্তই সবাই ভাল থাকবেন। আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের জন্য সব সময় ভাল কিছু নিয়ে আসতে পারি.কোন ভুল ত্রুটি হলে ক্ষমা ও সোন্দর দৃষ্টি তে দেখবেন। কোন কিছু না বুজলে বা কোন সমস্যা হলে টিউমেন্ট করতে ভুলবেন না.

চাইলে আমাকে fb তে একটা add পাঠাতে পারেন fb id

Level 2

আমি সাইবার গোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

জানতে আর শিখতে চাই অনেক কিসু কিন্তু দুষ্ট বুদ্ধির কারনে কিসুই শিখা হয় না।।। আইটি-কম্পিউটার আর ইন্টারনেট পাগল....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস