এবার আপনার অ্যান্ড্রোয়েডে চালান লিনাক্স। আসুন দেখি কিভাবে সম্ভব।

হ্যালো টেকটিউন্স কমিউনিটি।কেমন আছেন সবাই।

সবাইকে ধন্যবাদ কস্ট করে আমার টিউনটি দেখতে আসার জন্য।

এইবার কিছু আলোচনা হয়ে যাক।

আমরা সাধারনত পিসি অথবা ল্যাপটপে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে

থাকি।

যেমনঃ উইন্ডোজ ৯৫ , ৯৮ , ২০০০মি , এক্সপি , ভিসতা , ৭ ,৮.১ অথবা ১০।

কিন্তু সব সময় আমার লিনাক্স এর উপর আগ্রহ বেশী ছিল।

লিনাক্স কি এটি একটি কার্নেল।(অপেন সোর্স)

এর বেশী আপাদত লেখার দরকার মনে করলাম না তাই লিখলাম না।

শুধু এটুকু বলতে পারি উইন্ডোজ থেকে লিনাক্সের জনপ্রিয়তা বেশী।

এর একটি জ্বলন্ত প্রমান হয়তো আপনার কাছেই আছে আর তা হলো আপনার শখের এন্ড্রোয়েড ডিভাইসটি। একবার নিজেই ভেবে দেখুন আপনার মতে এ্যান্ড্রোয়েডের সারা বিশ্বে জনপ্রিয়তা কেমন তাহলেই হবে।

লিনাক্সের অনেক ডিস্ট্রো আছে কিন্তু আমি আজ অ্যান্ড্রোয়েডের জন্য লিনাক্সের সব থেকে ছোট

ডিস্ট্রো নিয়ে হাজির হলাম।

যা সহজেই আপনার অ্যান্ড্রোয়েড থেকেই চালাতে পারবেন।

যাদের পিসি নেই তারা মোবাইলে আজ থেকে পিসি হিসাবে ব্যবহার করতে পারবেন।

যা লাগবেঃ

১।আপনার অ্যান্ড্রোয়েড এর র‍্যাম ১জিবি হলে ভাল এর থেকে কম (৫১২র‍্যাম)

হলে লেগ করবে কিন্তু

 চালানো যাবে।

২।_লিমবো_অ্যাপ_এখান_থেকে_ডাউনলোড_করে_নিতে_পারেন।(৬এম্বি)

 

৩।_লিনাক্স_ডিস্ট্রো_এখান_থেকে_ডাউনলোড_করে_নিতে_পারেন।(৫০এম্বি)

প্রথমে লিমবো অ্যাপটি ইন্সটল করে ফেলুন।

তারপর লিনাক্স ডিস্ট্রোটি ডাউনলোড করে যেখানে রেখেছেন তার ডিরেক্টরি মনে রাখুন।

এবার লিমবো অ্যাপটি অপেন করুন।

অপেন করলে নিচের মত আসবে।

 ➡ I Acknowledge এ ক্লিক বা প্রেস করুন।

 ➡ install লেখাটা না যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।

 ➡ এখন Load VM: এ গিয়ে New সিলেক্ট করুন।এবং আপনার পছন্দমত একটা নাম দিয়ে ক্রিয়েট করুন।

 ➡ এবার Start বাটনে টাচ করুন।আর অপেক্ষা করুন লিনাক্সটি রান না হওয়া পর্যন্ত।

 ➡ এরকম আসলে বুঝে নিতে হবে অপেক্ষার সময় শেষের দিকে।

 ➡ এই নিন নিজেই দেখুন Dam Small Linux আমার মোবাইলে চলতেছে।আরো কিছু দেখুন।

 😛 আজকে শুধু dsl চালানো দেখালাম ।

 ➡ এতে আপনি ডিএস এল এর সকল অ্যাপ্স চালাতে পারবেন।

যেমন এর ফিচারে মজিলা ফায়ারফক্স সহ আরও ভাল কিছু সফটওয়্যার বিদ্যমান আছে।

তবুও আপনি চাইলে নতুন কিছু ডাউনলোড করে নিতে পারবেন।

 ➡ এবং এটি চালাতে রুট থাকতে হবেনা ।

 ➡ আপনার এন্ড্রোয়েড ডিভাইসটি আনরুট থাকলেও চলবে।

 ➡ এই প্রক্রিয়াটি আপনার ডিভাইসের অন্যান্য এ্যাপ এর মতো চলবে।

তাই দুশ্চিন্তা করার দরকার নেই।

আপনারা চাইলে উইন্ডোজ অথবা লিনাক্স নিয়ে আরো টিউন করতে রাজী আছি।

তবে আমার একটা শর্ত রইল তা হলো কমেন্টস করেঃ

 উৎসাহ দেওয়া আর নয়তো আমাকে এই রকম টিউন থেকে

বিরত করে দেওয়া অথবা কোন প্রকার সাহায্যের প্রয়োজন মনে করলে জানানো।

একটা কথা "মানুষ মাত্রই ভুল হয়" ।
তাই কোন ভুল হয়ে থাকলে ভুলগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজ থেকে কপি পেস্টকে না বলুন এবং যারা কপি করে নিজের নামে চালিয়ে দেয় তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলুন।

আজ আর নয় দেখা হবে আগামীতে নতুন কোন বিষয় নিয়ে।

ফুলগাজীর কেউ থেকে থাকলে জানাবেন।

পোস্টটি প্রথম প্রকাশিতঃএখানে

 💡 সৌজন্যেঃ-ফুলগাজীর ছেলে সৌরভ।

Level 3

আমি সৌরভ। Founder And Author, DarkMagician, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।

নিজেকে নিয়ে বলার মত কিছু নেই আমি খুব সাধারন একজন। তবে আমার একটি ছোট্ট ব্লগ রয়েছে চাইলে ঘুরে আসতে পারেন আরো জানতে। DarkMagician


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Faltu, Jana thakle android delete dia linux distro install dear tricks den.

ধন্যবাদ ভাই এতো সুন্দর একটা টিউন করার জন্য।

ভাই ৫১২ র‍্যাম এর সংখ্যা একটু বেশী তাই এমন ব্যবস্থা করুন যাতে ঠিকমতো চলে

Many Many Thanks For Read this tune @ অতঃপর ভবঘুরে. Brother.

অনেক সুন্দর হয়েছে কিন্তু বর্তমানে লিনাক্স ছাড়া w7 w8 ফাইলগুলু দিলে ভাল হত ধন্যবাদ।

You can run slax with 512Mb ram but slowly @ মোঃ রাসেল মাহমুদ সোহাগ Brother .
Thanks for read.

I also write this if u want windows i can try to create a new tune .
Thanks for your tument @Sohel Cyber.

লিনাক্সের এপ্সগুলো ইনস্টল করব কিভাবে??

DSL Have a Store For download . You have to download and softwere will installed automatically .
@ Abdullah Al Asif thanks for your tument.

gd…windows xp run korar tips lagbe

কাজের টিউন , ভালো লিখেছেন

গুড টিউন্স!

ভাইয়া iso/img দিয়া চালান যাবে কি?

iso তো ডাউনলোড হচ্ছে না

অনেক সুন্দর টিউন কিন্তু আমার সেটে রেম ৫১২ এমবি চলবে

অনেক সুন্দর টিউন কিন্তু আমার সেটে রেম ৫১২ এমবি চলবে?

Level 0

Nice tune….

bro…ami…ki..chaile…j..kono…os..i mean iso file limbo die run korate parbo…??

naki..only moded iso…os dl dite hobe ?

অসাধারণ, ভাই Win 7 টা দিতে পারলে খুব ভাল হত।

সুন্দর টিউন। ধন্যবাদ।

কিন্তু, ফোনকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবো কিভাবে???
(লিনাক্স আন ইন্সটল করে???)

আমারও সেম প্রশ্ন। ফোন আগের অবস্থাই ফিরিয়ে আনবো কিভাবে?

dsl software পাবো কই?? কোন ডাউনলোড লিংক আছে নাকি??? after all nice tune.

ধন্যবাদ @সাহেব বিশ্বাস , @আরিফুল ইসলাম আরিফ , @সাইফুল ইসলাম ভাই। ধন্যবাদ কষ্ট করে পাশে থাকার জন্য।

লিনাক্সটি অন্যান্য App এর মত Back বাটনে প্রেস করলে অ্যা্ন্ড্রোয়েডে ফিরে যেতে পারবেন। @সেখ রাকিব হোসেন @Pankha Kazi।

@walid , @মুবিনুন আলম ফিক্সড iso/img ফাইল চালানো যাবে তবে মোড হতে হবে।

সবার জন্য রইলো এক বস্তা ভালোবাসা।

অ্যান্ড্রয়েড পুরোপুরি মুছে ফেলে উবুন্টু টাচ কিভাবে ইন্সটল করব জানা থাকলে বলেন।

    @Raihan Khan: যদিও এই মুহুর্তে জানা নাই তবুও খুব শ্রীঘ্রই নিজে জেনে জানানোর চেষ্টা করবো।ধন্যবাদ ভাই কষ্ট করে টিউমেন্ট করার জন্য।

আমারো একি কথা ফ্রেশ উবুন্টু চাই। ধন্যবাদ

টিউনটি অনেক ভালো হয়েছে, ধন্যবাদ সুন্দর একটি টিউন করার জন্য। পরবর্তিতে Windows 7/8 চালানোর টিউটোরিয়ালের অপেক্ষায় রইলাম।

কিভাবে আবার আগের জায়গায় ফিরে আসতে পারি? আর এন্ড্রয়ড কি মুছে যাবে?

ভাই আমি মনে হয় ঠিক মত কাজ করতে পারছিনা।
ami. micromax unite2a106 use kori.er ram 1gb ta kaj hoccena kano.
ভাই ৫৮ এম্বি মনে হয় নষ্ট করলাম।
ভায় আপ্নার fb idta daben.akhane screen shoot dite percina….
helpme….
amr fb id https://mbasic.facebook.com/profile.php?_e_pi_=7%2CPAGE_ID10%2C9246245242.

plese hellp me & add fb friend

Windows 7 চালানোর পদ্ধতি জানা থাকলে সেয়ার করেন …..পোস্ট টা অনেক ভাল হইছে ….চালিয়ে যান…..ধন্যবাদ.