Android Mobile ফ্ল্যাশ করার পদ্ধতি,জেনে রাখুন হয়তো বা ২০০/৩০০ টাকা বেচে যেতে পারে

আসসালামু আলাইকুম

নানা কারনে আপনার স্মার্ট ফোনটি ব্রিক করতে পারে।। তখন স্টক রম ফ্ল্যাশ করতে হয়।আর ফ্লাস করতে গেলে ২০০ অথবা ৩০০ টাকা লাগে।
আর যাতে এই টাকাটা খরচ না হয় সেজন্যই আজকের আমার এই টিউন।অর্থাৎ নিজেই নিজের মোবাইল ফ্লাস দিন আর টাকা বাচান।
চলুন তাহলে শুরু করি
যা যা লাগবেঃ

১. SP Flash Tool

২. আপনার মোবাইলের ড্রাইভার

যেভাবে স্টক রম ফ্ল্যাশ করবেনঃ

১. প্রথমে USB Driver ইন্সটল করে নিন।।
২. স্টক রমটি এক্সট্রাক করে নিন।।
৩. SP Flash Tool ডাউনলোড করুন
৪. SP Flash Tool ফোল্ডারের থেকে sp tool.exe ওপেন করুন।

৫. Scatter-loading এ ক্লিক করে scatter_emmc.text ফাইলটি সিলেক্ট করুন।

৬. এবার দেখুন sp tool এর নিচে সব গুলো option টিক দেওয়া আছে কি না। না থাকলে সব গুলো option টিক দিয়ে দিন
৭. এখন Download এ ক্লিক করুন

৮. মোবাইল বন্ধ করে ব্যাটারি খুলে ফেলুন আর USB cable দিয়ে পিসির সাথে কানেক্ট করুন।।
৯. সবকিছু ঠিক মত করলে অটো ফ্ল্যাশ শুরু হবে।।
১০. ঠিক মত ফ্ল্যাশ হয়ে গেলে সবুজ গোল সিগন্যাল দেখাবে।

১১. এবার sp tool ভাল ভাবে close করে usb ডিসকানেক্ট করুন।
১২. ফোন on করুন। প্রথম অবস্থায় মোবাইল চালু হতে ৫/৬ মিনিটের মত সময় নিবে।তারপর আপনি আপনার মোবাইল
টি আগের অবস্থায় ফিরে পাবেন।


কোন সমস্যা হলে আমাকে
অবশ্যই ফেসবুকে জানাবেন।
অামার ফেসবুক আইডি

Level 0

আমি মোহিদ হাসান হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ ভাই

Bhai symphony W75 stock ROM koi pabo?

Google এ গিয়ে search দিন,
“Stock rom for symphony W75”
পেয়ে যাবেন।

Symphony w15 er stock rom flash neyar moddhe failed ashe. Ami google er shob w15 er stock room use korse all are same.Kono upay na paye micromax bolt a27 er stock room install disi.
Jodi Symphony w15 er real stock room ta thakle plz share koro……………..Thanks.

ধন্যবাদ

এইটা শুধু mtk Device এর জন্য, বলে নেওয়া উচিত ছিল। sony, samsung, lg, htc এরা কেউ mtk র chipset দিয়ে সেট বানায় না। শুধু china ফোন , symphony, walton এরা কমদামি mediatec chipset use করে। এজন্য sp flash tool শুধু মাত্র China সেটের জন্য।

Thank You.

ভাই samsung, সেটের ফ্লাস করার নিয়ম নিয়ে টিওন করবেন প্লিজ

আপনার ফেসবুক আইডি টা দেন খুব দরকার।

ভাই আমার Walton primo N1 কিভাবে ফ্লাশ করব একটু বলবেন প্লিজ।
ফেসবুকে…
Md Ibrahim IK Khalil লিখে সার্চ দিলেই পাবেন।

??? ??? “symphony w30” ??????? ???? ??? sp flash tool ???? ???? ??? ??????? ??????? ?????? ??? ???? ?????? ?????? ??????? ??? sp flash tool ???? ??????? ???? ??? ??? ??? format ????? ????? ???? ???? ??????? ????? ?? ??? ?????????? ???? ??? ?? ???? ???? ???? ??? ?? ?? ?? ???????? ??? ??? ?? ??????? ? ??????? ??? ?????? ????? ???? ? ??? ?????? ???? ??? ???? ???? ??? ??? ?? ???? ???? ??????? ???? ?????……