এন্ড্রয়েড মোবাইল দিয়ে খুব সহজে নিজের ফটো স্লাইডশো (Slideshow) তৈরি করুন

আজকে আমি আপনাদের জন্য একটা মজার এন্ড্রয়েড অ্যাপ নিয়ে এলাম আশাকরি করি আপনাদের কাজে আসবে সঙ্গে ভালও লাগবে। বর্তমান সময়ে আমাদের কাছে একটা পিসি না থাকেও একটা অ্যান্ড্রয়েড মোবাইল অবশ্যই আছে সেটা যে দামের হোক কাজ একি। আর যাদের পিসি নিয়ে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল আছে তারা পিসির অনেক কাজ এই মোবাইল দিয়ে করতে পারে না কিন্তু এখুন আর সেই দিন নেই কারন এখুন পিসি প্রায় সব কাজি এন্ড্রয়েড মোবাইল দিয়ে করা সম্ভব যেমন আজকে আমি আপনাদের সঙ্গে যে অ্যাপসটি শেয়ার করবো সেটা ব্যবহার করে আপনি খুব সহজে আপনার বিভিন্ন পছন্দের ফটো দিয়ে একটি স্লাইডশো (Slideshow) তৈরি করতে পারেব কোন ঝামেলা ছাড়ই। তাহলে চলুন নিচে থেকে ইন্সটল করেনিন আপনার ডিভাইসে এই সুন্দর অ্যাপটি।

 techcolorbd

আপনারা যারা এন্ড্রয়েড মোবাইল দিয়ে দিয়ে এই টিউন দেখছেন তারা নিচের লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট গুগল প্লে থেকে অ্যাপটি আপনার মোবাইলে ইন্সটল করেনিন।

Slideshow Maker
গুগল প্লে লিঙ্ক (Rating: Rating: 4 - vote-‎36,443)
বা আপনি নিচের টা ব্যবহার করতে পারেন (Rating: 4 vote-1,26,784)

নিচে থেকে কিছু স্ক্রীনশর্ট দেখে নিন এটা কেমন দেখতে হবে তবে উপরে দুটি অ্যাপস এর লিঙ্ক দিয়েছি দুটির ব্যবহার ভিন্ন কিন্তু জটিল না নিচে প্রথম লিঙ্কে অ্যাপ এর স্ক্রীনশর্ট দিলাম।

Slideshow maker
Slideshow maker
Slideshow maker

তাহলে আজকের মত এই পর্যন্ত আজকের এই টিউন সুধু মাত্র নতুন এন্ড্রয়েড মোবাইল ব্যবহার কারিদের জন্য কারন টা খুব জনপ্রিয় একটি অ্যাপ তাই অনেকেই হয়ত এটা সম্পর্কে যানেন তবে নতুন দের কাজে আসবে বলেই আমি মনে করি। তাছাড়া টিউনটিতে কোন রকম সমস্যা থাকলে অবশ্যই টিউমেন্ট করে যাবেন। টিউনটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভাল থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।

টিউন সূত্রঃ টেক কালার বিডি

কিছু জনপ্রিয় টিউন

১০০ টাকায় খুলেনিন আপনার ব্যাংক Account বয়স ১৮ এর কম হলেও হবে। সাথে থাকছে ফ্রি Master Debit Card।

 

অ্যান্ড্রয়েড মোবাইলে গেস্ট অ্যাকাউন্ট তৈরি করুন

 

ভবিষ্যতে আমাদের হাতে আসছে অণু পরমাণু দিয়ে চালিত ডিভাইস

Level 0

আমি নেওয়াজ মোর্শেদ ইমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন এপ। এমন একটি এপই খুজছিলাম। অনেক ধন্যবাদ।

যারা মুভি ভালবাসেন তারা আমার মুভি সাইটটি ভিজিট করতে পারেন।  এখানে হিন্দি, ইংলিশ, তামিল সব ধরনের নতুন পুরাতন ছবি পাবেন।