যেকোনো Apps Locker Software কে Hack করুন।কোন Password ও pattern জানা লাগবে না। [Android]

আশা করি সবাই ভালো আছেন।আর ভালো থাকবেন এই কামনাই করি।গত একটা Tune এ দেখিয়েছিলাম কীভাবে কোনপ্রকার Software ব্যবহার করা বাদেই Phone এর গুরুত্ব পূর্ণ File,Photo,Video,Audio Hide করবেন।চাইলে দেখে নিতে পারেন এখানে । আজ আপনাদের দেখাবো কীভাবে কোন Phone এর Apps Locker apps কে "মামু" বানিয়ে Lock করা Apps গুলো ব্যবহার করবেন।প্রায় অনেকেই আছে যারা Privacy এর জন্য Phone এর সকল Apps গুলোকে Apps Locker software দ্বারা Lock করে রাখেন।বিভিন্ন Apps Locker software Play store এ পাওয়া যায়।যতো রকম Power full apps ই হোক না কেন আমি কথা দিলাম সকল Apps এই আপনি ঢুকতে পারবেন।তাহলে চলুন শুরু করা যাক!!!

১/যেকোনো একটা Apps open করেন এবং দেখে নিন Apps Lock টার নাম কি।চিত্রে দেখুন দেয়া CM AppLock এখন All apps এর ভেতর দেখুন এই নামে কোন Apps টা আছে কি না?বলে রাখি শুধু CM AppLock  নামে কোন Software নেই।এটা Clean Master apps টার একটা Feature।

২/এবার Apps থেকে Clean master Apps টার উপর চেপে ধরে রেখে উপরে আসা App Info তে গিয়ে ছেড়ে দিন।নিচের চিত্র দেখুন।

৩/এবার নিচের চিত্রের ন্যায় Force Stop এ চাপ দিন।Force Stop লেখাটা Transparent হয়ে গেলে বের হয়ে আসুন।এবার দেখুন কোন Apps এ ঢুকতে গেলে আর Apps Locker এর Dialoge Box আসবে না।সরাসরি ঢুকতে পারবেন।

বিঃদ্রঃএখানে বলে রাখা ভালো যে সকল Phone এ এরকম Drag করলে App Info আসে না।যাদের আসে না তারা নিরাস হবেন না।বলে দিচ্ছি কি করবেন।প্রথমে Settings এ যান।তারপর More Settings>>>Application Manager এ যান। 


এবার All Apps List থেকে আপনার কাঙ্খিত সেই Apps Locker Apps টার উপর চাপ দিন।তারপর ওটাকে Force Stop করে দিন।অন্যান্য Apps Lock Apps এর জন্য ও এই একই পদ্ধতি অনুসরণ করবেন ১০০% কাজ হবে।ধন্যবাদ!!!!

Facebook এ আমি!

আমার FB Group! 

আমি কামরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃকামরুল ইসলাম(কামাল)।নিজের সম্পর্কে অত বলার কিছু আমার নেই। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করচি।এখানে যোগদান করেছি আপনাদের কাছ থেকে কিছু জানতে এবং কিছু জানাতে! http://www.facebook.com/kamrul88.kamal


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

setting গিয়ে apps যান। যে এপ দ্বারা এপসগুলো লক করা হয়েছে তা খুজে বের করুন ওপেন করে, ডাটা ক্লিয়ার করে ফোর্সস্টপ করে দিন। কাজ শেষ সকল লক খুলে যাবে।

r jodi force stop or data clear or setting takei lock kore rakhi?

    তাহলে 1st process এ কাজ করতে হবে মানে apps তাকে Drag করে Appinfo তে ছেড়ে দিতে হবে।ধন্যবাদ।

সুন্দর

Many many thanks.

যদি Settings ও lock করে রাখা হয় তবে এই পদ্ধতি কাজ করবেনা। ট্রাই করে দেখুন।

app locker e Administrator permission dile ai system r kaj korena.
but ami j system jani, seta sokol khetre kaj kore…