কে হতে চায় অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার? [পর্ব-০২] :: প্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল করার পদ্ধতি

কে হতে চায় অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপার? চেইন টিউনের আজকের পর্বে আমরা দেখবো প্রয়োজনীয় সফটওয়্যার ইন্সটল করার পদ্ধতি। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের জন্য আমাদের প্রয়োজন হবে মূলত দুইটি টুলস।

১. JDK (Java Development Kit)

২. Android Studio (IDE)

 

 

JDK (Java Development Kit) ইন্সটল করার পদ্ধতি

Google সার্চ ইঞ্জিনে গিয়ে jdk লিখে সার্চ করতে হবে। এরপর প্রথম লিংকে ক্লিক করতে হবে।

Java Download বাটনে ক্লিক করতে হবে।

Accept Licence Agreement সিলেক্ট করে 32bit অথবা 64bit অপারেটিং এর জন্য jdk ডাউনলোড করে নিতে হবে।

এরপর ডাবল ক্লিক করে jdk ইন্সটল করা শুরু করতে হবে।

jdk ইন্সটল করা হয়ে যাবে।

Android Studio (IDE) ইন্সটল করার পদ্ধতি

Google সার্চ ইঞ্জিনে গিয়ে Android Studio লিখে সার্চ করতে হবে। এরপর প্রথম লিংকে ক্লিক করতে হবে।

I have read and agree with the above terms and conditions চেকবক্সে টিক মার্ক দিতে হবে। এরপর Download বাটনে ক্লিক করতে হবে।

ডাউনলোড করার অপশন আসবে।

 

এরপর ডাবল ক্লিক করে Android Studio ইন্সটল করা শুরু করতে হবে।

 

Custom অপশন নির্বাচন করে নিম্নরূপ Value সেট করে দিতে হবে।

ইন্সটল করা হয়েছে, আরো কিছু কাজ করতে হবে। যেহেতু আমরা প্রথম ইন্সটল করছি নিচের ছবির মতো নির্বাচন করে Ok তে ক্লিক করতে হবে।

 

Android Studio ওপেন হবে।

Firewall কোন Alert দিলে Allow করতে হবে।

এরপর Android SDK লোড হবে।

 

UI Theme নির্বাচন করে দিতে হবে।

এরপর কিছু প্রয়োজনীয় কম্পোনেন্ট ডাউনলোাড হবে অনলাইন থেকে। এই পর্যায়ে বেশ সময় লাগে এবং ইন্টারনেটে সংযুক্ত থাকতে হয়।

 

কম্পোনেন্ট ডাউনলোাড সম্পন্ন হলে নিচের মতো উইন্ডো আসবে।

এরপর Android Studio এর Welcome Screen দেখা যাবে।

আমরা সফলভাবে Android Studio ইন্সটল দিতে পেরেছি। Android Studio দিয়ে কিভাবে কাজ করতে হয় থাকছে আগামী পর্ব গুলোতে।

কোর্সে সক্রিয় অংশগ্রহণকারীদের জন্য কিছু করণীয়

প্রতিটা পর্বে কোর্সে সক্রিয় অংশগ্রহণকারীদের জন্য কিছু প্রশ্ন, প্রজেক্ট বা বিশেষ কিছু করণীয় থাকবে। এগুলো সম্পন্ন করে কোর্সে আপনার সক্রিয়তা নিশ্চিৎ করুন। এই কোর্সের সাথে সম্পৃক্ত বিচারক মন্ডলী এগুলো পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।

আজ কিছু সহজ প্রশ্ন থাকছে। আপনারা টিউমেন্ট করে প্রশ্ন গুলোর সঠিক উত্তর প্রদানের চেষ্টা করুন।

  • প্রশ্ন ১: অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের জন্য আমাদের কি কি প্রয়োজন হবে ?
  • প্রশ্ন ২: Android Studio ইন্সটল করার জন্য কি ইন্টারনেট কানেক্টেড থাকার দরকার আছে?
  • প্রশ্ন ৩:আপনি কি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভলপমেন্টের আগামী পর্বগুলোতে অংশ গ্রহণ  করতে আগ্রহী?

কোন বিষয় আমাকে জানানোর জন্য টিউমেন্ট করতে পারেন এর পাশাপাশি আমাকে ফেসবুকে ম্যাসেজ দিতে পারেন।

আপনার মতামত, জিজ্ঞাসা, সবার সাথে শেয়ার করুন। প্রতিদিন কিছু না কিছু শেখার চেষ্টা করুন,টিমওয়ার্ক করুন, নূন্যতম প্রতিদিন দুই ঘন্টা করে কোডিং করুন। আপনার ইচ্ছা আর সক্রিয় অংশগ্রহণই আপনাকে এ বিষয়ে অভিজ্ঞ করে তুলবে।

আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। শুভকামনা রইলো।

Level 2

আমি অসীম কুমার পাল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 147 টি টিউন ও 469 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি অসীম কুমার পাল। ইলেকট্রনিক্স এবং ওয়েব ডিজাইনকে অন্তরে ধারণ করে পথ চলতেছি। স্বপ্ন দেখি এই পৃথিবীর বুকে একটা সুখের স্বর্গ রচনা করার। নিজেকে একজন অতি সাধারণ কিন্তু সুখী মানুষ ভাবতে পছন্দ করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক কষ্টের টিউন @ অনেক সুন্দর হয়েছে @ আগামী পর্ব এর জন্য অপেক্ষায় আছি।

উত্তর ১: Android Studio ও JDK উত্তর ২: নেট কানেকশন দরকার আছে উত্তর ৩: হ্যা পরের কোর্স গুলোতেও অংশগ্রহন করতে চাই

Only Tunmenter jonno login korlam….Thanks bro….etto proisrom kore sikhanor jonno..ami next step gulo te sathei thakbo…. 🙂

ভাইয়া ফ্রেন্ড রিকুয়েস্ট এ্যাকসেপ্ট করেন প্লিজ। আমার আইডির নাম: MC Zoynul Islam Juwel

tnx…… priyo ta raklam

Level 1

Thanks a lot brother..

Level New

a bolisoye amar kisu kotha ase, kono tuner real vabe sekhate chan na, kono tuner akta real app example hisabe toiri kore sekhan na, sob tumer ra “hello world” app ta kore dekhiye udau hoye jan, bastob app keu sekhan na, kisu tuner abar atoi adsense lovi je duta tune kore pore video tune koren ja khub birukti kor, karon amra siksi tai apmar sate apnar dea code copy kore apnar app toiri kore dekte chai kon code ki kaj kore. bt video tune e asob kora jaina, chokhe dekhe jody sekha jeto tobe apnar video theke aro valo video ase amonki bazare dvd kinteo pa jai, arekta bapar holo android studio onek boro file, tarpor abar net connect na hole open hoyna, atto kosto kore setup kore tuner jody hariye jan tobe kamon lage? ami jani karon ami age dui tin bar suru koresi, mollar dour mosjid porjonto, sob tuner hariye jai othoba hello word porjonto, bastobe akhono kisui sikhini, je tuki jenesi google bazi kore.

অনেক ধন্যবাদ ভাই

Level 0

উত্তর ১: Android Studio ও JDK উত্তর ২: নেট কানেকশন দরকার আছে উত্তর ৩: হ্যা পরের কোর্স
গুলোতেও অংশগ্রহন করতে চাই

carry on bro

Bhaiya please apnar kache amar ekta anurudh? apni amar choto bhaier banano ekta android apps niye ekta tune korben please?bangladeshi bhai hishebe aai opokar toko korle ami anek khushi hobo ? ami niche apps er link ta dilam…Aai apps ta holo Counter Strike niye banano….R Amra Dubai takhi? Amar Email Address [email protected]

https://play.google.com/store/apps/details?id=com.ipleomax.ft&hl=en