গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইন্সটল না করে ডাউনলোড করার পদ্ধতি কয়টি? জেনে নিন সেরা কোনটি?

অ্যানড্রয়েড মোবাইল ফোন ব্যবহার করেন অথচ গুগল প্লে স্টোরের নাম শোনেন নি এমন ব্যবহারকারীকে গুগল সার্চেও পাওয়া যাবে কি না সন্দেহ আছে। তো যাইহোক, ইতোপুর্বেও গুগল প্লে স্টোরের অ্যাপ ডাউনলোড করার অনেক বাংলা টিউন বিভিন্ন ব্লগে করা হয়েছে। কিন্তু আপনি কি জানেন যে, আপনি যে পদ্ধতিটি ব্যবহার করছেন সেটিই কি সবচেয়ে ভাল পদ্ধতি নাকি তার চেয়েও আরো ভাল পদ্ধতি আছে? প্রথমেই জেনে নিন কেন প্রতিনিয়তই অ্যাপ ইন্সটলের ক্ষেত্রে গুগল প্লে স্টোর ব্যবহার করবেন। যে জন্য গুলল প্লে স্টোর ব্যবহার করবেন তার কারন হল, গুগল প্লে স্টোরে সব অ্যাপেরই আপডেট ভার্সন পাবেন। এখনে আপনি এমনও অ্যাপ পাবেন যা অন্নান্য ডাউনলোড সাইটে সব পাবেন না। যেমন, বাংলাদেশের সংবিধান, আইন-কানুন ও শাস্তির অ্যাপ, BCS পড়াশুনার প্রস্তুতি, চাকরির ইন্টারভিউয়ের টিপস, ১ম থেকে একাদশ শ্রেনীর সকল বইয়ের অ্যাপ, কোরান হাদীস ও এ সংশ্লিস্ট সকল বাংলা বই আপনি প্লে স্টোর ছাড়া অন্নান্য ডাউনলোড সাইটে একত্রে সব পাবেন না।

Part Time Job

গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ইন্সটল না করে তা ডাউনলোড করার জন্য বিভিন্ন ডাউনলোডার সাইট আছে। এখন আপনাদেরকে এর কয়েকটির সাথে পরিচয় করিয়ে দিচ্ছিঃ

http://apps.evozi.com/apk-downloader

http://apkpure.com

http://www.androidapksfree.com

http://www.apkmirror.com

http://www.webcrawler.com

ফায়ার ফক্সে প্লে স্টোর থেকে apk ডাউনলোড করার অ্যাড অন

http://apk-dl.com

http://lifehacker.com

উপরে ৮টি সাইট (পদ্ধতি) দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করার জন্য। আমি এর সবগুলোই ট্রাই করে দেখেছি। এখনে আমার মাত্র একটি পদ্ধতি ভাল লেগেছে। আর বাকিগুলা আমার ভাল লাগে নি। এর মধ্যে কিছু সাইট আছে যেগুলোতে শুধু গেম ডাউনলোড করা যায় কিন্তু অন্যান্ন অ্যাপ ডাউনলোড করা যায়। আবার কিছু সাইট আছে যেগুলোতে সব ধরনের অ্যাপ ডাউনলোড করা যায় না অর্থাৎ কিছু বাগ আছে। তবে আমার কাছে যেটি সবচেয়ে ভাল লেগেছে যে দুটি তা এখন আপনাদের সামনে হাজির করছি। ৬নংটা আমি ব্যক্তিগতভাবে ইউজ করি। এই পদ্ধতিতে সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করা যায়। তবে সেট আপ সিস্টেমটা জটিল হওয়ার কারণে অনেকেই পারবেন না তাই ২নংটা আপনাদের সামনে উপস্থাপন করছি। এটিও ভাল।

উপরের ভিডিওটিতে ক্লিক করে দেখে নিতে পারেন পদ্ধতিটি। কিভাবে কাজ করবেন মানে অ্যাপ ডাউনলোড করবেন তারও বিস্তারিত সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে। এগুলো ছাড়াও আপনি যদি অন্য কোন পদ্ধতি অবলম্বন করে থাকেন যেটি আপনার কাছে ভাল লেগেছে তাহলে সেটি টিউমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। যদি আপনাদের উৎসাহ পায় তাহলে আগামী টিউনে ব্যক্তিগত, ধর্মীও, বিজ্ঞান, যৌনতা, শিক্ষামূলক, ব্যবহারিক জীবনের কার্যকারী কিছু সেরা বাংলা অ্যাপের রিভিউ ও তালিকা নিয়ে হাজির হতে চাচ্ছি যেগুলো আপনি ব্যবহার করে উপকৃত হবেন ইনশাল্লাহ।

Level 1

আমি মো আব্দুল কাওসার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 209 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনাঃ বিএসসি ইন কম্পিউটার সায়েন্স & ইঞ্জিনিয়ারিং অ্যাট বরেন্দ্র ইউনিভার্সিটি। জবঃ বর্তমানে আমি একটা আইটি ট্রেনিং সেন্টারে ট্রেইনার ও টেকনিক্যাল অফিসার হিসেবে পার্টটাইম জবে কর্মরত আছি। এখানে একই সাথে গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং এবং আইসিটি রিলেটেড বিষয়গুলোর মাস্টার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নতুন জিনিষ শিখলাম, ধন্যবাদ আপনাকে