মিড বাজেট অ্যান্ড্রয়েড এর রুট ইউজাররা ফোনের গতি আরেকটু বাড়িয়ে ল্যাগ ফ্রি করে নিন [ফ্রি পেইড অ্যাপ]

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। স্মার্ট ফোন ব্যবহারকারীদের মধ্যে অ্যান্ড্রয়েড এর জনপ্রিয়তা নতুন করে বলার মত কিছু নেই। তবে বাজেট ফোনগুলোতে যেহেতু রিসোর্স ইউজেস কিছুটা লিমিটেড তাই প্রতিনিয়ত ব্যবহার করা অ্যাপগুলো কিছুটা ল্যাগ / স্লো করতেই পারে। উদাহরন হিসেবে বলা যায় কল ডায়ালার দেরিতে আসা, ইন্টারনেট সেন্সিটিভ অ্যাপগুলো দেরিতে রান করা, ফোন ফ্রিজ হয়ে যাওয়া ইত্যাদি। আজকে এই সমস্যাটিরই সমাধান দিতে চেস্টা করব। আমি বলছি না আপনার মোবাইলের স্পিড রকেটের মত করে দিব কিংবা ১ জিবির RAM কে ডবল করে দিব। আসলে কিছু টুইক করে পারফর্মেন্সকে বাড়াতে চেস্টা করব। অনেকেই প্রশ্ন করতে পারেন যে স্পিড বাড়াতে গেলে তো ব্যাটারিও বেশি খরচ হতে পারে। হুম ধারনা সত্য আমরা সেই ব্যাপারটিকেই মাথায় রেখেই এগুব। চলুন শুরু করি।

এই প্রসেসটি রুট ইজারদের জন্য। তাই যাদের ফোন রুট করা আছে তারাই টিউনটি মনোযোগ দিয়ে পড়ে যান। আর যারা রূট করেন নি তারা সেট রুট করে এই টিউনে চলে আসুন। রুট করার সুবিধা অসুবিধার কথা গুগল করলেই পাবেন তাই বিস্তারিত গেলামনা। রুটের মজা একমাত্র রুট ইউজারই জানেন 🙂

প্রক্রিয়াঃ

১. প্রথমেই সেটে যদি কোন ক্লিনার সফটোয়্যার থাকে তো সেগুলো রিমুভ করে ফেলুন।

২.  প্লে স্টোর থেকে No -Frills CPU Control অ্যাপটি ইন্সটল করে নিন।

৩.  এবার Seeder অ্যাপটি ইন্সটল করে নিন। এটি ৩.৯৪ ডলার এর একটি পেইড অ্যাপ। তবে ফ্রিতে নিয়ে নিন এখান থেকে। ইন্সটল করুন।

৪. এবার No -Frills CPU Control ওপেন করুন। রুট অ্যালাউ করুন।

বাকি সব ডিফল্ট রেখে

Governor - Performance

I/O Scheduler - cfq

Apply on Boot -এ টিক দিয়ে Apply করুন।

৫. এবার Seeder App টি ওপেন করে রুট অ্যাকসেস দিয়ে নিচের মত সেটিংস রাখুন

৬. এবার আপনার ফোনটি পারফরমেন্স মুডে চলে যাবে। লক্ষ্য করুন এবার আমরা ব্যাটারি যাতে খুব বেশি খরচ না হয় সেদিকে লক্ষ্য রাখব। প্লে স্টোর থেকে Greenify অ্যাপটি নামিয়ে নিন। ইন্সটল করে রুট অ্যালাউ করে প্লাস বাটনে ক্লিক করুন। এবার  রিসোর্স ইন্টেন্সিভ অ্যাপ গুলো সিলেক্ট করে ZzzZ বাটনে ক্লিক করুন। কাজ শেষ চিত্র দেখুন।

৭. এবার ফোন রিস্টার্ট করুন। এখন থেকে ফোন ফাস্ট হবে এবং ব্যাটারিও সেইভ হবে।

 

এই সংক্রান্ত কিছু আরো কিছু টিপসঃ

১. ফোনের অ্যানিমেশন অফ করে দিন ডেভেলপার অপশন থেকে।

২.  গুগল ক্রোম, ফেসবুক অ্যাপ, মেসেঞ্জার ফেলে দিয়ে UC mini এবং ফেসবুক লাইট  ভার্সনটি ব্যবহার করে দেখতে পারেন। ব্যাটারি প্রচুর সেইভ হবে।

৩. ব্যাকলাইট টাইম ১৫ সেকেন্ড রাখুন।

টিউনটি  কেমন লাগল টিউমেন্টে জানাবেন। ভুলত্রুটি নিজ গুনে ক্ষমা করবেন। সমস্যা হলে আমাকে ফেসবুকে জানাতে পারেন।আপনাদের উৎসাহ পেলে নতুন কিছু নিয়ে পরবর্তিতে হাজির হব ধন্যবাদ।

 

Level 0

আমি Ohok Shakil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 57 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস