রুট ছাড়া চালান চারটি হোয়াটস এপ আপনার এন্ড্রয়েড মোবাইলে।

বন্ধরা সবাই কেমন আছেন। আশা করি আপনার সবাই ভাল আছেন। আমি আজ যে টিপস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি  তা যদি এখানে টিউন হয়ে থাকে তাহলে তা  আমার অজানা। আপনারা যারা আগ থেকে জানেন তারা কিন্তু খারাপ কোন টিউমেন্ট করবেন না।আমরা  যারা জানিনা তাদের কে আমি আমার বাকি অংশ পড়ার জন্য অনুরোধ করবো।

চলুন শুরু করা যাক কিভাবে কি করা যায়। প্রথমে প্লেস্টোর থেকে হোয়াটস এপ্সটি ডাউনলোড করে নি।এমন কেউ নাই যে হোয়াটস এপ্স ব্যবহার করেন না। প্লে স্টোরের হোয়াটস এপ্সটি হল প্রথম হোয়াটস এপ্স। তো চলুন ২য় নাম্বার হোয়াটস এপ্সটি ডাউনলোড করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে Parallel Space এপ্সটি ডাউনলোড করে নিবেন। ঐ এপ্সটির মাধ্যমে আপনি ২য় নাম্বার হোয়াটস এপ্সটি ডাউনলোড করতে পারবেন।

৩য় নাম্বার হোয়াটস এপ্সটি ডাউনলোড করার জন্য আপনি আবার অন্য একটি এপ্স ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে তার নাম Disa। সাধারন এপ্সের মত এটিও ইন্সটল করে নিবেন। যখন আপনি এটি ওপেন করবেন তখন Add Service এ ক্লিক করবেন। ঐখানে আপনি ফেসবুক,টুইটার,ইমো এবং হোয়াটস এপ্স দেখতে পাবেন। ঐখান থেকে ঐ হোয়াটস এপ্সটি ডাউনলোড করে নিবেন। ৩য় নাম্বার টা ডাউনলোড করার পালা শেষ এখন।

৪র্থ নাম্বার হোয়াটস এপ্সটি ডাউনলোড করার জন্য আপনাকে আপনার মোবাইলের যেকোন ব্রাউজারে যেতে হবে।যাওয়ার পর আপনি টাইপ করতে হবে http://www.gbwhatsapp.net  এ ঠিকানায় যাওয়ার পর আপনি সেখান থেকে ৪র্থ নাম্বার হোয়াটস এপ্সটি ডাউনলোড করে নিবেন কারবার শেষ। যদি আপনারা আমার নিয়ম বুঝতে না পারেন তাহলে আমি আপনাদের বুঝার সুবিধার জন্য আমার তৈরিকৃত ভিডিও লিংকটা দিলাম

https://www.youtube.com/watch?v=PN3c5WK2EFc

Level 0

আমি হাসান আলি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস