Android new সিক্রেট ট্রিপস।দেখে নিন কাজে আসবে

যাই হোক কাজের কথাই আসি।
আজ যে ট্রিপসটা নিয়ে হাজির হয়েছি। সেটা আমি মনে করি সবারি কাজে আসবে।আমরা অনেক সময় আমাদের ফোন নিয়ে সমস্যাই পরি।যেমন ধরুন আপনার ছোট ভাই বা বন্ধু আপনার ফোনটা চাইলো যে সে fb চালাবে।তখন কি আপনি না করতে পারবেন।সে কিন্তু সবকিছুই বব্যহার করতে পারবে ফোনে।আজ থেকে সে যদি শুধু fb বব্যহার করতে চাই তাহলে fb বব্যহার করতে হবে।অন্য কিছু আর বব্যহার করতে পারবে না।চলুন দেখা যাক কিভাবে setting টা করা যাই।এটার জন্য কোন app বব্যহার করতে হবে না।
আপনার ফোনে এরকম setting আছে।
তাহলে নিচের ধাপগুলো লক্ষ করুন।
প্রথমে আপনার setting এ যান।
নিচের ছবিতে দেখুন।

তারপর fb তে ডোকুন।তারপর নিচের ছবির মতো সেই বাটনে চাপ দিয়ে ধরুন।

নিচের ছবিতে দেখুন।নিচের ছবিতে একটা পিনের মতো দেখা যাচ্ছে।সেটাতে ক্লিক করুন।

Got it click করুন

তারপর তাকে fb তে ডোকতে দিন।দেখুন সে আর fb থেকে বের হতে পারবেন।যতোই চেষ্টা করুক পারবে না।বের হতে।
এটা ছাড়াতে বেক বাটন ও হোম বাটন একসাথে চাপ দিয়ে ধরুন।ছেড়ে যাবে।

কোন সমস্যা হলে টিউমেন্ট করে জানান।

Level 0

আমি স্বজন রাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় স্বজন রাজ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।

ধন্যবাদ আপনাকে।