অ্যান্ড্রয়েডের জনপ্রিয় ৫ টি ফটো এডিটর [ভিডিও টিউটোরিয়াল সহ]

বন্ধুর সবাই কেমন আছেন? আশাকরি ভালো আছেন। টেকটিউনস এর সাথে থাকলে অবশ্যই ভালো থাকবেন। বন্ধুরা অাজকে অনেক দিন পর অামি অাররো একটি নতুন টিউন লিখছি। নানা সমস্যায় ব্যাস্ত থাকায় এতদিন কোন টিউন করতে পারিনি। এখন থেকে অাবারো রেগুলার টিউন করতে পারো বলে অাশাবাদি।
অাজকের টিউনে অামি দেখাবো অ্যান্ড্রয়েড দিয়ে ফটো এডিট করতে কোন কোন অ্যাপস ব্যবহার করবেন।
অামরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তারা চাই অ্যান্ড্রয়েড ফোন দিয়েই কিভাবে একটা ছবি ভালোভাবে এডিট করা যায়। এই টিউনে কয়েকটি অ্যাপসের সম্পর্কে আমরা জানবো যেগুলো দিয়ে অাপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়েই প্রোফেশনালদের মতো ছবি এডিট করতে পারবেন।

১. পিকসঅার্ট

পিকসআর্টকে বলা হয় গরীবের ফটোশপ। কেননা পিকসঅার্টে এত ভালো ফিচার রয়েছে যা দ্বারা ফটোশপের মতই এডিট করা যায়।

★অন্যতম ফিচারগুলো

১. পিকসআর্টে পাওয়ারফুল ড্রইং ফেচার রয়েছে যা দ্বারা ফটোশপের মতই এডিট করা যায়।
২. পিকসঅার্টে ডিপ্রেশন ফিচার রয়েছে যা দ্বার ছবিতে সুন্দর ইফেক্ট দেওয়া যায়।
৩. পিকসঅার্টে ভালো ফটো ইফেক্ট রয়েছে।
৪. ফেস এডিট করার জন্য অনেকগুলো টুলস রয়েছে।
৫. এইচ ডি আর ইফেক্ট রয়েছে যা দ্বারা ছবির সুন্দর মেনিপুলেট করা যায়।

→↓ ডাউনলোড লিংক ↓←

→অারো অনেক ফিচার রয়েছে যা বলে শেষ করা যাবে না। পিকস আর্ট ব্যবহার করে তৈরি করা টিউটিরয়াল ভিডিও দেখে অাপনিও ভালো মানের ফটো এডিট করতে পারবেন।

২. স্ন্যাপসিড

স্ন্যাপসিড হচ্ছে গুগলের তৈরি ফটো এডিটিং অ্যাপস। স্ন্যাপসিড এর ইন্টারফেস অন্যান্য ফটো এডিটরের চেয়ে সম্পূর্ন অালাদা।

★অন্যতম ফিচারগুলো

১. ছবিতে ভালো মানের টিউন দেওয়ার জন্য স্ন্যাপসিডে অনেকগুলো টিউন রয়েছে।
২. স্মোথ এডিটের জন্য স্ন্যাপসিডের টুলস অামার কাছে সবচেয়ে প্রিয়।
৩. ডাবল এক্সপোজার দেওয়ার সুবিধা রয়েছে।
৪. স্ন্যাপসিড দিয়ে ল্যান্স ব্লার, সিলেকটিব এডিটসহ অনেক ধরনের এডিট করা যায়।

→↓ডাউনলোড লিংক↓←

নিচে স্ন্যাপসিডের তৈরি কিছু ভিডিও টিউটোরিয়াল দিলাম। এগুলো দেখে অাপনারা স্ন্যাপসিডের এডিটিং শিখতে পারবেন।

→সুইমিং পুলের মতো পানি তৈরি করুন স্ন্যাপসিড দিয়ে

→স্মুথ এডিট করুন স্ন্যাপসিডে

৩. অটোডেস্ক

অটোডেস্ক হচ্ছে ড্রয়িংয়ের জন্য অন্যতম একটি অ্যাপস। যা দ্বারা প্রোফেশনালরা থ্রিডি পিকচার তৈরি করা যায়। তবে আপনি অটোডেস্ক দিয়ে চুলের স্টাইল করতে পারবেন।
→↓ডাউনলোড লিংক↓←

→ অটোডেস্ক দিয়ে চুলের স্টাইল করবেন যেভাবে

৪. ফটো ডিরেক্টর

সাইবার লিংকের তৈরি নতুন এই ফটো এডিটর দ্রুতই জনপ্রিয়তা পাচ্ছে। ফটো ডিরেক্টর দিয়ে ছবিতে ফিল্টার, এইচ ডি আর ইফেক্ট এবং ফেস এডিট করার জন্য অনেকগুলো টুলস রয়েছে।

→↓ডাউনলোড লিংক←↓

→ফটো ডিরেক্টরের অন্যতম অারো একটি ফিচার হচ্ছে ৫ সেকেন্ডেই প্রপারলি ছবির ব্যাকগ্রাউন্ড কেটে পরিবর্তন করা যায়য় নিচের ভিডিও দেখুন অাপনিও পারবেন।

৫. অাফটার ফোকাস

অাফটার ফোকাস এর মাধ্যমে অাপনি ছবিকে ডিএসএলআর এর মতোতো লোক দিতে পারেন তাও ছবি তুলার পরেই। এর মাধ্যমে খুব সহজেই কম সময় ব্যায় করে DSLR Blur Effect দিতে পারবেন।

→↓ডাউনলোড লিংক↓←

→DSLR Blur Effect যেভাবে দিবেন

→↓ টিউন ভালো লাগলে থাম্বস আপ দিবেন
→↓ সমস্যা হলে টিউমেন্ট করবেন
→↓ বন্ধুদের সাথে শেয়ার করবেন
→↓ ভিডিও ভালো লাগলে চ্যানেলে সাবসক্রাইব করবেন

সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং টেকটিউনস এর সাথেই থাকুন।

Level 0

আমি নিজাম উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস