আপনার মোবাইলের ইন্টারনেট চুরি বন্ধ করুন খুব সহজেই

হ্যালো বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আ্মার আ্জকের টিউনের মাধ্যমে আপনাদের সাথে মজার এক টিপস শেয়ার করব। টিপসটি হল কিভাবে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের ইন্টারনেট চুরি বন্ধ করবেন।

অনের সময় দেখা যায় আমরা যখন আমাদের মোবাই্ল ফোনটি কোথাও রাখি তখন অনেকে অনুমতি ছাড়াই মোবাইল থেকে ইন্টারনেট চালানো শুরু করে। যার কারনে আমাদের এমবি শেষ হয়ে যায়। এই সমস্যা থেকে মুক্তির জন্যই আমার আজকের এই টিউন। এটা করতে হলে আপনার একটা অ্যাপস লাগবে। অ্যাপসটার নাম হল "Datally"। গুগল প্লে স্টোর থেকে এটি আপনি সহজেই পাবেন।

অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করার পর এটি ওপেন করবেন। এটি ওপেন করলে নিচের ছবির মত আসবে।

এখন আপনাকে মাঝখানের "Data Saver Off" অপশনটিকে অন করতে হবে। এরপর উপরে তিন দাগ চিহ্নিত অপশনে ক্লিক করতে হবে।

এখান থেকে আপনাকে "Guest Mode" এ ক্লিক করতে হবে। এরপর নিচের মত অপশন পাবেন।

এখন MB লেখাযুক্ত খালি ঘরে আপনার ইচ্ছেমত এমবি দিন(তবে সর্বনিম্ন ৫ এমবি দিতে হবে)। তারপর include a password এ টিক দিয়ে একটা পাসোয়ার্ড দিন। এবার আপনার কাজ শেষ। এখন কেউ যদি আপনার মোবাইল থেকে নেট চালাতে যায় তাহলে সে আপনার সেট করা নির্দিষ্ট পরিমান এমবি খরচ করতে পারবে। এর বেশি পারবে না। আবার যখন এটি অফ করে দিবেন তখন আপনি আবার আগের মত ইন্টারনেট চালাতে পারবেন।

আপনার যদি পুরো বিষয়টি বুঝতে সমস্যা হয় তাহলে এই বিষয়ের একটি  ভিডিও আছে। এটি দেখে বুঝে নিতে পারেন। ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

Level 4

আমি রুদ্র অনিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 73 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস