প্রিয় মোবাইলটি পানিতে পরলে যা করবেন এবং যা করবেন না

পানিতে ফোন পড়ে গেলে কী কী করবেন আর কী কী করবেন না… পানিতে ফোন পড়ে গেলে কী কী করবেন না…
● ফোন হঠাত্ করে হাত ফসকে পানিতে পড়ে গেলে আমরা
সাধারণত তখনই ফোনটাকে অন করার চেষ্টা করি। কিন্তু
না। ভুল করেও এই ভুলটা করে বসবেন না। একদম অন করার
চেষ্টা করবেন না।
● যদি ভেবে থাকেন যে চার্জ দিলে ফোনের ভেতরটা
গরম হবে, আর ফোনের ভেতরে ঢোকা পানি শুকিয়ে যাবে,
তাহলে বলি খুব ভুল ভাবছেন। ফোন পানিতে পড়ে গেলে
কখনওই সঙ্গে সঙ্গে চার্জ দেবেন না।
●ফোনের কোনও সুইচ টিপবেন না।
● পানি পড়ার সঙ্গে সঙ্গে ফোনটিকে হাওয়ার নিচে
রাখবেন না। এতে পানি আরও ভেতরে ঢুকে যেতে পারে।
বা যে যে অংশে জল যায়নি, সেখানেও জল ঢুকে যেতে
পারে। ক্ষতি আরও বেড়ে যাবে আপনার ফোনের।
● গরম হাওয়াও দেওয়া উচিত্ হবে না এই সময় ফোনে।
পানিতে ফোন পড়ে গেলে কী কী করবেন…
● পানিতে ফোন বা ফোনে জল পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে
যদি দেখেন যে ফোন নিজে থেকে বন্ধ হয়ে যায়নি,
তাহলে তত্ক্ষনাত্ বন্ধ করে দেবেন।
● আপনার ফোনে যদি কোনও কভার দেওয়া থাকে,
তাহলে আগে কভারটিকে খুলে দিন।
●ফোনের সমস্ত পার্টস খুলে আলাদা আলাদা করে
রাখুন। বিশেষ করে সিম কার্ড, ব্যাটারি এবং
মাইক্রোএসডি কার্ড খুলে নিন।
● একটা শুকনো তোয়ালে কিংবা কাগজ দিয়ে ফোনটি
মুড়ে ফেলুন। চেষ্টা করুন কাগজ যাতে যথাসম্ভব জল শুষে
নিতে পারে।
● ফোনের বাইরের পানি যাতে গড়িয়ে ভেতরে না ঢুকে
যায়, সেদিকে লক্ষ রাখবেন।
● একটা জিপলক দেওয়া প্যাকেটে করে চালের ড্রামে
রেখে দিন।
● ২ থেকে ৩ দিন পর ফোনটি চালের ড্রাম থেকে বের
করে ব্যাটারি আর সিম কার্ড লাগিয়ে অন করে দেখুন
ঠিকঠাক চলছে কিনা।
● যদি দেখেন তখনও ফোন অন হচ্ছে না, তখন ফোনটিকে
চার্জ দিন। যদি দেখেন চার্জ হচ্ছে না, তখন আলাদা
একটা ব্যাটারি ফোনে লাগিয়ে দেখুন।
● যদি তখনও ফোন না অন হয় কিংবা চার্জ না হয় তাহলে
অবশ্যই মোবাইলটি দোকানে সারাতে দিন।
● আর যদি ব্যাটারি বদলানোর পর ফোন ঠিকঠাক চলে
তাহলে কয়েকদিন ফোনটির ওপর লক্ষ রাখুন। দেখুন চার্জ
দেওয়ার সময় গরম হয়ে যাচ্ছে কিনা। কিংবা অন্য কোনও
সমস্যা দেখা দিচ্ছে কিনা।

বাংলালিংক ফ্রি নেট

লালিংক ফ্রি ফেসবুক

ভাল লাগলে আমাদের সাইটে ঘুরে আসবেন আমাদের সাইট - http://www.mohinbd24.com

Level 4

আমি মোঃ মহিন উদ্দিন। Content creator, Blogger, Patuakhali। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

কিছু জানতে এবং কিছু জানাতে ☺ আমার পোস্ট গুলো আপনার ভাল লাগলে আমার ওয়েবসাইটে ঘুরে আসবেন - www.mohinbd24.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস