অনেকেই জানেন পাবলিক বেটার সমন্ধে। তবে যারা জানেন না তাদের কে বলছি।
পাবলিক বেটা হলো যেকোনো নতুন অ্যান্ড্রয়েড ভার্সনের অফিসিয়াল লঞ্চ এর পূর্বে এর একটি অসম্পূর্ণ ভার্সন এর লঞ্চ, যেখানে থাকে সম্পূর্ণ ভার্সনের কিছু বড়ো বড়ো ফিচারস যেটা ইউজাররা ইনস্টল করে দেখতে পারেন। তবে সেটা একটা নির্দিষ্ট ডিভাইসে ডাউনলোড করার জন্য উন্মুক্ত থাকে।
কিছু সময় পূর্বে আমাদের একটা আর্টিকেল বের হয় যেখানে আমরা অ্যান্ড্রয়েড ১১ এর বেটা লঞ্চ, রিলিজ ডেট এবং নতুন যেসব ফিচারস থাকবে সেটা নিয়ে বিস্তারিত কথা বলেছি।
আরো পড়ুন:
১৩টি অসাধারণ ক্রোম ফ্ল্যাগ অ্যান্ড্রয়েড এর জন্য
দেখে নিন জুন মাসের সেরা অ্যান্ড্রয়েড গেমস
ভিপিএন কী? সেরা ১০ অ্যান্ড্রয়েড ভিপিএন অ্যাপ
সেরা ২০ অ্যান্ড্রয়েড ফটো এডিটিং অ্যাপ
অ্যান্ড্রয়েড ১১ পাবলিক বেটার নতুন সব পরিবর্তন
আমরা তো এতক্ষন অ্যান্ড্রয়েড ১১ এর পাবলিক বেটা কি সেটা বুঝলাম। আশা করি আমার জটিল ভাষায় আপনি বুঝে গেছেন পাবলিক বেটা কি। তবে এখন আমরা দেখবো অ্যান্ড্রয়েড ১১ সম্পূর্ণ লঞ্চ হলে সেটাতে কি কি ফিচারস থাকবে পাবলিক বেটার অনুসারে।
সুতরাং, আর কথা বাড়িয়ে লাভ নেই। চলুন আমরা দেখে নেই অ্যান্ড্রয়েড ১১ পাবলিক বেটার নতুন সব পরিবর্তন আর ফিচারস।
১. কনভারসেশনে পরিবর্তন
![]() |
Image Credit: Google |
সর্বপ্রথম যেই পরিবর্তন নিয়ে কথা বলবো সেটা হলে কনভারসেশনাল চেঞ্জেস বা পরিবর্তন গুলো। সবাই জানেন অ্যান্ড্রয়েড যেভাবে নোটিফিকেশন ম্যানেজ করে আইওএস সেটা একদমই পারে না। নোটিফিকেশন এর দিক দিয়ে গুগল সর্বদা অ্যাপেল কে হারিয়ে আসছে তবে এবার গুগল সেটা নতুন মাত্রায় নিতে চলেছে।
আমাদের প্রত্যেকেরই প্রতিদিন অনেক নোটিফিকেশন আসে। তবে আমার মনে হয় না যে সেগুলোর সবগুলো আমাদের জন্য দরকারি। অ্যান্ড্রয়েড ১১ এ আপনার কনভারসেশন গুলো হোক সেটা যেকোনো অ্যাপের– ফেসবুক, স্কাইপ, ইনস্টাগ্রাম সেগুলো অন্যান্য নোটিফিকেশন থেকে বেশি প্রাধান্য পাবে।
![]() |
Image Credit: Google |
অর্থাৎ, কনভারসেশনের নোটিফিকেশন গুলো নোটিফিকেশন শেডে সবার উপরে থাকবে। তাছাড়া আপনি যেকোনো কনভারসেশনকে বেশি প্রাধান্য দিতে পারবেন ফলে আপনি নোটিফিকেশন মিউট করে রাখলেও সেটা আসবে। এবার গুগল, অ্যাপেল কে আরেকটা বড়ো ধাক্কা দিবে।
বিস্তারিত: BDTechTimes
আমি খান সামি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 মাস 4 সপ্তাহ যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
I am a student and a professional blogger at bdtechtimes.xyz