যে কোনো ছবি দিয়ে জিফ এনিমেশন তৈরী করুন :: মাত্র ১ মিনিটে!!!

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

আমার অনেক দিনের ইচ্ছে জিফ এনিমেশনের নানা দিক ও বৈচিত্রময় জিফ এনিমেশন তৈরী করার একটি মেগা টিউন উপহার দেব। আর দশটা ইচ্ছের মত এটিও মাথায় গেঁথে আছে। দিতে পারছি না সময়ের অভাবে। কথা দিচ্ছি হঠাৎ কোনো একদিন পেয়ে যাবেন। তবে দুধের স্বাদ ঘোলে মিটানোর জন্য এই টিউটি দিচ্ছি।

ছবি দিয়ে জিফ এনিমেশন করার জন্য এখানে ক্লিক করুন।

এই ওয়েব সাইট দিয়ে নিমিশেই তৈরী করে নিতে পারেন ছবি থেকে জিফ এনিমেশন।

Choose File ক্লিক করে আপনার মনের মত ছবি নিয়ে আসুন। এখানে ৩টি Choose File দেয়া আছে। ৩টি ছবির বেশী দরকার হলে Add one more picture ক্লিক করে আরও ছবি নিয়ে আসতে পারবেন।

১. Size নির্ধারণ করে দেয়া যাবে।

২. জিফ এনিমেশনের স্পিড নির্ধারণ করে দেয়া যাবে।

৩. ছবি নিয় আসার পর Create animation ক্লিক করলে ছবিটি জিফ এনিমেশনটি দেখা যাবে।

Create animation দেয়ার পরে জিফ এনিমেশনটির প্রিভিউ উপরে দেখতে পাবেন। এছাড়াও আপনার ব্লগে কিংবা অন্য কোথাও এই ছবিটি ব্যাবহার করতে চাইলে এই সাইটের সার্ভার থেকেই পারবেন।

এনিমেশনটি সেইভ করার জন্য Save this animation ক্লিক করুন।

এই ওয়েবসাইট দিয়ে এই জিফ এনিমেশনটি তৈরী করা হয়েছে।

কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

(Y)

সরি এটা ফেবুর ইমো,এখানে কাজ করে না মনে হয়।আপনার এই টিউনে আমার কিছু কথা আছে,অনুরোধ অন্যভাবে নেবেন না।আপনার বিভিন্ন টিউন আমি প্রথম থেকেই দেখি আর সেখানে আমার যা মনে হয় তা টিউমেন্ট এ বলিও আর আমার বা অন্যদের টিউমেন্টে আপনার উত্তরগুলো দেখে আমার মনে হয়েছে আপনি যা নিয়ে টিউন করেন তার চাইতে বেশি আপনার ভিতর লুকানো আছে।এটা অনেকটা এমন আপনার টিউনের চাইতেও টিউমেন্ট আমার বেশি ভালো লাগে।তার আরেক অর্থ আমরা আপনার সেরাটা পাচ্ছি না।এই জিফ এনিমেশন আপনার ক্ষেত্র না।আপনি জানেন তার চাইতেও বেশি।তাহলে সেগুলো থেকে আমাদের বঞ্চিত করবেন কেনো।আপনি বলেছিলেন কোন এক টিউনে নেটওয়ার্কিং এর কাজ পারেন,সেগুলো নিয়ে আমাদের সামনে আসুন,না জানলে আমরা সেগুলো থেকে জানতে পারব আর জানা থাকলে ঝালিয়ে নেওয়া হয়ে যাবে। 🙂 আপনি এখন কিছুটা হলেও এডভান্স লেভেলের টিউনার বলেই আমার মনে হয়।তাই এইসব টুকটাক আপনার উপযুক্ত হচ্ছে না।আপনার বাংলা শিখানোর টিউনের মত এডভান্স কিছু হলে খুব ভালো হয়।আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে বললাম,ভুল হলে ক্ষমা করবেন।শুভকামনা থাকল আপনার জন্য 🙂

    @একটু অচেনা: পাঠক সংখ্যার বিচারে দেখা যায় অনেক আগ্রহে করা টিউনগুলির থেকে অনাগ্রহের টিউনগুলি পাঠকরা বেশী পছন্দ করেন। নেটওয়ার্ক নিয়ে টিউন করার কথা ভাবি নি। আপনার কথায় আমার দ্বায়বদ্ধতা বেড়ে গেছে। মানুষ এটম বোমা চেনে E=mc2 চেনে না। আর দারুন টিউন করতে সময় বেশী লাগে। আমার বেশীর ভাগ টিউনই ১-২ ঘন্টার মধ্যে করা। আমার হাতে কোনো পেইন্ডি থাকে না। থাকে মাথায়। আশাকরি আপনাদের বিশ্বাস আমি রাখতে পারবো।
    ঐ ইমিটিকন আমি ফেবুতে দেখে নিয়েছি। একটি হাত। দারুন!!!
    টেস্ট করার জন্য ফেবুর অজানা এক জনকে টেনে এনে আপনার (Y) ইমিটিকনটি দিলাম। বেচারা এই মূহুর্তে আমাকে অনেকগুলো বিভিন্ন স্টাইলের ইমিটিকন দিয়ে যাচ্ছে।
    http://www.facebook.com/pointsuccess (আমার ফেবু)

      @মোঃ আসিফ- উদ-দৌলাহ্: আমি ফেবু থেকে বেশ আলাদা অনেকদিন ধরে বসলে আপনাকে রিকু পাঠাবো।আর এটাই স্বাভাবিক মানুষ এই জাতীয় টিউন পছন্দ করবে,কিন্তু কিছু টিউন হবে যেগুলো একটু অন্যদের জন্যই হবে।গুগোল স্কেচআপ এর একটা চেইন টিউন পাবেন টিটি তে ঐটার শেষ টিউনটা দেখুন খুব বেশি টিউমেন্ট নেই কিন্তু টিউনটা পরে আমার মনে হয়েছিল এটা সত্যিই ভালো একটা কিছু।অবশ্যই ১-২ ঘন্টার টিউন করতে থাকুন কিন্তু ১টা অন্যকিছুও দিন,এখানে অনেকেই আছেন যারা জানেন কম না কিন্তু কখনও হয়ত লেখার কথা ভাবেন নি বা লেখার ক্ষমতা নেই কিন্তু আপনি যখন লিখতে পারেন তখন থেমে থাকবেন কেন?শুরু হোক একটা ইউনিক কিছু,আমি শিখব আশা করব অন্যরাও শিখবে।আপনার পথচলায় শুভেচ্ছা থাকল

Hm agree with ocena balok vai …asif vai aro onk advance kisu jane kintu aste aste amader kase share korce…jai hok ai sundor tricks gula o onk er kase ojana…Ai tune choto hole o mojar r sundor…tnxxx asif vaiya 🙂

suvo kamonar khub e dorkar go vaia kisui je suvo hoitase na… (ap_a-cry)

Level 0

আসিফ ভাই আপনার অন্যান্য পোস্ট গুলোর মত এটাও চমৎকার একটা পোস্ট হয়েছে। আমি একটা প্রব্লেমে পরেছি- একটা সিডি তে অ্যানিমেশন (swf) দ্বারা engineering drawing আছে এবার এটা সিডি দিয়ে দেখা যাচ্ছে, কিন্তু কপি করা যাচ্ছে না । কপি করতে গেলে কপি হচ্ছে কিন্তু still ছবি হয়ে যাচ্ছে অ্যানিমেশন থাকছে না । একটু কোন ভাবে উপকার করুন।

    @bisukgp: আপনি ফ্লাস ইন্সস্টল করে ফ্লাসের মাধ্যমে ওপেন হতে পারে।
    .SWF ফাইলটি ফ্লাস প্লেয়ার দিয়ে ওপেন করার পর Save As থেকে .exe আকারে সেইভ করে দেখতে পারেন।
    আমার মনে হয় ক্যাড দিয়ে কনর্ভার্ট করে ফ্লাস ফাইল করা হয়েছিলো। ধন্যবাদ

জটিল…………।

Level 0

জটিল…………।

অনলাইনে ছবি আপলোড করতে অনেকের বেশি কষ্ট লাগতে পারে। তাঁরা সহজেই অফলাইনে নিজের পিসিতে এই কাজটি করতে পারেন GIMP দিয়ে। এটা নিয়ে আমার একটা টিউন ছিল, আশা করি এই টিউনের পরিপূরক হিসেবে ওটাও কাজে লাগবে।
https://www.techtunes.io/animation/tune-id/64765