বিভিন্ন রঙে বানিয়ে ফেলুন Text এনিমেশন

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।


GIF এনিমেশন তৈরিতে ব্যবহৃত একটি অসাধারন সফটওয়ার, এই Ulead GIF Animator 5 দিয়ে আপনি সুন্দর সুন্দর Gif এনিমেশন তৈরি করতে পারবেন অতি সহজে।
তাহলে আসুন তৈরি করি বিভিন্ন রঙে বানিয়ে ফেলুন Text এনিমেশন

প্রথমে ফটোশপ চালু করুণ , তারপর নিচের মত মাপ নিয়ে একটি ডুকেমেন্ট নিন।

এবার ৫ কালারের ৫টি ডিজাইন তৈরি করে সেভ করুণ একই ফোল্ডারে, ৫ থেকে কম বেশি নিতে পারেন সমস্যা নেই।

এবার আমাদের এনিমেশন করার পালা এনিমেশন করতে হলে Ulead GIF Animator 5 সফটওয়ারটি চালু করুণ। যাদের কাছে Ulead GIF Animator 5 সফটওয়ারটি নেই তারা এখান থেকে ডাউনলোড করে নিন

এবার Add Image বাটনে ক্লিক করে আমাদের ফটোশপে তৈরি করা লেখার একটি ডিজাইন নিন।

এবার আরেক টি ডিজাইন নিতে হলে Add Frame বাটনে ক্লিক করুণ।

আরেক ডিজাইন নিতে হলে আবার Add Image বাটনে ক্লিক করুণ এভাবে মোট ৫টি ডিজাইন নিন। তারপর Timelineএর Play Anamation বাটনে ক্লিক করে দেখুন এনিমেশনটি কেমন হয়েছে।

আর যদি দেখেন এনিশেন খুব দ্রুত হচ্ছে তাহলে নিচের নিয়ম অনুসরণ করুণ।

ফ্রেমের রাইট বাটনে ক্লিক করে Frame Propertise বাটনে ক্লিক করুণ এনিমেশন অনুযায়ী Dely বক্স এ মান বাড়িয়ে Ok করুণ। তাহলে এনিমেশন আর দ্রুত চলবে না।

সবশেষ আমাদের তৈরি করা এনিমেশন সেভ করতে File> Optimization Wizard বাটনে ক্লিক করে Save করে রাখুন ।
আর দেখুন কেমন হয়েছে আপনার এনিমেশন টি।
আজ এই পর্যন্ত।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন।

Ulead GIF Animator 5-এর সিরিয়াল নং কই?

Level 0

হোছাইন আহম্মদ ভাই ধন্যবাদ আপনাকে। এনিমেশন ও ফটোশপ নিয়ে অনেক দারুন দারুন টিউন করেন আপনি। পারলে আমার সমস্যাটার একটু সমাধান দেন। ফেসুবক বা অনেক জায়গায় দেখি গ্রুপ ছবির উপর মাউস পয়েন্টার নিলে (প্রত্যেকের) ছবির নাম বা যা লেখা থাকে তা ভেসে ওঠে। এটা কিভাবে করা যায় বলবেন আশাকরি।

very nice