নিজের চেহারা দিয়ে তৈরি করুন এ্যানিমেটেড ছবি!(3D মডেল)

সবাইকে সালাম জানিয়ে আমার টিউন শুরু করছি। নিজের ছবিকে এ্যানিমেটেড ছবিতে রুপান্তর করলে দেখতে কেমন হবে? কখনো ভেবে দেখেছেন কি? আর যারা গেম তৈরি করতে পারেন পারেন তারাতো নিজের ছবি দিয়েই গেম বানাতে পারবেন। হ্যা নিজের চেহারাকে এ্যানিমেটেড ছবি বা 3D মডেলে রুপান্তর করতে পারেন FaceGen Modeller নামের এই অসাধারন সফটওয়্যার দিয়ে।
এ সফটওয়্যার দিয়ে খুব সহজেই 3D ফেস তৈরি করা যায়।

যেভাবে তৈরি করবেনঃ

নিচের চিত্রে মতো PhotoFit>Next>Load এ ক্লিক করে ছবি দিন।

তারপরের ধাপে চিত্রের মতো দেখিয়ে দিন।

তারপর Start Now তে ক্লিক করে ১-৩ মিনিট অপেক্ষা করুন। এরপর দেখবেন আপনার 3D মডেল তৈরি হয়ে গেছে। 😀
আরও বিস্তারিত জানতে এ ভিডিওটি দেখুন।

আমার 3D ছবি।

কিছু সতর্কতাঃ

  • দাঁত দেখা যায় এমন ছবি ব্যবহার করবেন না।
  • চশমাসহ ছবি ব্যবহার করবেন না।
  • মাথায় ক্যাপ বা টুপি পরিহিত ছবি ব্যবহার করবেন না।
  • আরো বিস্তারিত ভিডিওতে জানতে পারবেন।

তাহলে আর দেরি কেন? এখনই তৈরি করে ফেলুন।

ডাউনলোডঃ

FaceGen Modeller 3.4.1

যেভাবে ফুল ভার্শন করবেনঃ

  1. kg.exe ফাইল ওপেন করুন।
  2. এখানে যে Site Code নামের একটা ঘর পাবেন। Site Code পাবেন হলো সফটওয়্যারের Help>Registration।
  3. ঐখান থেকে Site Code টা কপি করে Keymaker এর Site Code নামের ঘরে পেস্ট করে Generate বাটনে ক্লিক করুন।
  4. মনে রাখবেন স্পেস গুলা মুছে দিতে হবে।

এরপর সিরিয়াল কী পাবেন যাদিয়ে করে নিন ফুলভার্শন।

আশা করি সবার কাজে আসবে।
ধন্যবাদ সবাইকে।
আল্লাহ হাফেজ।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

veryyyyyyyyyyyyyyyyy good

এই ধরনের সফটওয়্যার খুজছিলাম।
ধন্যবাদ………….

ভাইজান আমারে একটু শিখাইয়া দেন কেমনে এগুলা পান পিলিজজজজজ

হটফাইল ডাউনলোড আজকে আমার ভাগ্যে নাই,খালি ৫ মিনিট অপেক্ষা করতে বলে । দেখলা তো কত বার ট্রাই মারলাম।

দারুন লাগল।

সুন্দর টিউন । ধন্যবাদ হাসান ভাই

Niceeeeeeeeeeeeee.thanks

Level 0

হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই, চেস্ঠা করে দেখি কাজ হয় কিনা ,,ধন্যবাদ,,,,,,,,,,,।

ভাই ৩ডি তে তো আপ্নারে ভাল লাগেনা

    ভাই যে ছবি দিয়া বানাইছি ঐটা ভাল ছিল না। মোবাইলে তোলা ছবি ছিল। আর আপনাদের যে ছবি দিয়ে দেখাইছি এইটা দিয়ে হবে না কারন চশমা আছে!

Level 0

চমতকার মনে হচ্ছে

আমি রাত্রে ডাওনলোড দিবো।অনুমুতি দেন

হি হি হি , এখন ডাউনলোড হয় !

ভাই সফটওয়্যার গুলো জিড্ডু বা ইচ্ছা মত ডাউনলোড করা যায় এরকম সাইটে দিলে ভালো হত।
সুন্দর সফটওয়্যারটির জন্য ধন্যবাদ।

হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই, পূর্বেরমত খুবেই সুন্দর হয়েছে।

দেখেতো ভালোই মনে হচ্ছে। কিন্তু কত দিন পর অপেক্ষার পালা শেষ হবে বলতে পারছি না। ভাই মিডিয়াফায়ারের লিঙ্ক না জানলে এইখানে ক্লিক করে মিডিয়াফারে যেতে পারেন। ধন্যবাদ।

    আদনান ভাই কিছু মনে করবেন না। আপনার একটা টিউন আমার ভাল লেগেছে নাহলে খুব কঠিন কিছু কথা বলতাম।
    আপনি কত সুন্দর করে মিডিয়াফায়ারের লিঙ্ক আমাকে জানিয়ে দিয়েছেন যেন আমি অপমানিত হই। আপনার অবগতির জন্য জানাচ্ছি আমার আগের যত টিউন রয়েছে তার মধ্যে ছোট সব সফটওয়্যার মিডিয়াফায়ারে আপলোড করে দিয়েছি।
    কিন্তু এটা বড় ফাইল বলে আপলোড করতে পারিনি।
    আপনার জ্ঞান যদি কিছু থেকে তাহলে নিশ্চয়ই জানেন ডাউনলোড করার চেয়ে আপলোড করা বেশি সময় সাপেক্ষ ব্যাপার। যেখানে আপনার ডাউনলোড করতে সমস্যা হচ্ছে সেখানে আমাকে এত বড় ফাইল আপলোড করতে বুদ্ধি দিচ্ছেন কোন জ্ঞানে?

    😕 আরে ভাই আপনি রেগে জাচ্ছেন কেন? আমি শুধু মজা করার জন্য লিঙ্কটা দিয়েছি। এতে আপনাকে অপমান করার মত কোন গভির ষড়যন্ত্র নেই। আপনি আমার ফেভারিট টিউনারদের একজন আপনি যদি আমার উপর রাগ করেন তাহলে কিভাবে চলবে। যাহোক, ফাইল আপলোড সম্বন্ধে আমার তেমন কোন অভিজ্ঞতা নেই। মিডিয়াফায়ারে তাড়াতাড়ি আপলোড হয় নাকি হটফাইলে তাড়াতাড়ি আপলোড হয় তা আমি জানি না। এটা অবশ্য জানি বাংলাদেশে ডাউনলোডই কষ্টসাধ্য আর আপলোড স্পিডতো আরও কম। কিন্তু সার্থপরের মত আশা করছিলাম আপনি আবার মিডিয়াফায়ারে আপলোড করবেন কারন অনেকের অসুবিধা হচ্ছে। ঠিক আছে ভাই আবার আপলোড করার দরকার নেই রাগটা ঝেড়ে ফেলুন। পারলে ফাইলটির অরিজিনাল লিঙ্কটা দিবেন। ইচ্ছা না করলে দেয়ার দরকার নাই আমি কয়েকদিন অপেক্ষা করে ডাউনলোড করে নিব। আরকটা কথা, আমার কোন একটা টিউন আপনার ভাল লেগেছে শুনে খুশি হলাম। সাথে এটা জানতে পারলে আরও খুশি হতাম কোন টিউনটি আমাকে কড়া কথা শুনা থেকে বাঁচালো।

    আদনান ভাই আপনি বোধহয় একটা ভুল করছেন। আমি হটফাইলে আপলোড করিনি। আমি যেখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করেছি শুধু সেখান থেকে লিঙ্কটা শেয়ার করে দিয়েছি। এটাতো বাচ্চারাও বুঝার কথা।
    যাইহোক কঠিন কথা বলার জন্য দুঃখিত।
    ভাল লেগেছে যে টিউনটা সেটা এখন স্টিকি অবস্থায় আছে। 😀

    ঠিক আছে আমি বুঝতে পারছি আপনি সে মূহুর্তে রেগে গিয়েছিলেন। অবশ্য এতে আপনার কোন দোষ নেই। দোষ আমাদের ইন্টার্নেট কানেকশনের। আশা করি এতক্ষনে রাগ চলে গেছে। ভাল থাকবেন। :mrgreen:

ধারুন জিনিস দিলেন ডাউনলোড দিয়া দিছি,আপনাকে অসংখ ধন্যবাদ সুন্দর একটি সফট ও সুন্দর একটি টিউন করার জন্য।

http://www.mediafire.com/?jjynnjbnvdn তে যেটা আছে দেখেনতো একই কিনা? Hotfile আমার চোখের বিষ।

মারুফ হোসেন খান বাহাদুর চৌধুরী আপনি তো বলেছেন “Hotfile আমার চোখে বিষ” ভাই বিষটা উপকারী ও অপকারী। একটু কি পরিস্কার করে জানাবেন। মারুফ খান বাহাদুরকে বাম্পার ধন্যবাদ।

আপনার টিউন আর এস এস এ সাবস্ক্রাইব না করে আর উপায় দেখছি না। গ্রাফিকস জিনিসটা আমার বরাবরই প্রিয়, কিন্তু ধৈর্যের অভাবে আজ পর্যন্ত কিছুই শিখতে পারলাম না – আফসোস।

তাই এই ধরনের লাইট-ওয়েট সফটওয়্যারের দিকে বেশি ঝুঁকে পড়ি।

ধন্যবাদ আপনাকে হাসান ভাই।

    আমি আপনার এই কথার সাথে একশ-মত
    “ধৈর্যের অভাবে আজ পর্যন্ত কিছুই শিখতে পারলাম না – আফসোস”।

    আপনাকে অসীম ধন্যবাদ।

ভাই প্রিয়তে রাখলাম, যেদিন ক্যাফেতে বসমু ডাউনলোড করে নিমু। হটফাইল তো গ্রামীণ ফোনে এলার্জী।

Level 0

ভাল লাগলো, ধন্যবাদ।

Level 0

Good tune.

Level 0

nice tune .. but eta jodi ar aktu bistaritooo vabe likhten to valo hoitoo.. ar ekhane ami hair kivabe diboo.. aktu janan… 😀 ar amon aro valo kishu tune amader jonno koren… 😀

সফটওয়্যারটা কত মেগা

এক কথায় ফাটাফাটি…

ধন্যবাদ সুন্দর একটি সফটওয়্যার শেয়ার করার জন্য। তবে চুল কি কোনভাবে এ্যাড করা যাবে পরবর্তিতে ?